উদাহরন সহ দেখে নিন- অনলাইনে বিজনেস কে চাঙ্গা করার জন্য ১০০% কার্যকরী ফেসবুক পেজ কিভাবে বানাবেন।

ব্যবসায়ের জন্য ফেসবুক পেজ কে যেভাবে ব্যাবহার করবেন। ১০০% কার্যকরী কিছু পদ্ধতি নিয়ে আজকের এই লেখা।

বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মানুশের সার্বিক দিক থেকে পরিবর্তন  ঘটেছে এটা বলার অপেক্ষা রাখে না। জীবন যাপন থেকে শুরু করে চলাফেরা,বেবসা-বাণিজ্য,চিন্তা চেতনায় সময়ের একটা ছাপ লেগেই থাকে। তারই ধারাবাহিকতায় আমরা সবাই পরিবর্তনের পথেই চলছি।

সেই সুবাদে আমরা এমন একটা প্লাটফর্ম খুজে চলেছিলাম যেখানে সকলের অবাধ বিচরন চলবে। অবশেষে মার্ক জুকারবারগ নিয়ে এল ফেসবুক।বর্তমানে এমন মানুশ খুজে পাওয়া দুস্কর যার ফেসবুক অ্যাকাউন্ট নেই।

ফেসবুক অনেকেই অনেক কাজে ব্যাবহার করে থাকে। কেউ বন্ধু খুজে পেতে, কেউ নিজের পরিচিত জনদের খোঁজ খবর রাখতে, আবার কেউ বা নিজের বা প্রতিস্থানের প্রচার ও প্রসার ঘটাতে।

ফেসবুকে মুলত কিভাবে আপনার পণের প্রচার বা প্রসার ঘটাবেন মুলত সেই দিক নিয়েই আমি আজকে আলোচনা করবো।

ফেসবুকে নিজের পণ্য বা কোম্পানির প্রচারনার জন্যই আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেই হয়ে যাবে না, কারন একটা অ্যাকাউন্ট এ আপনি ৫০০০ এর বেশি মানুশকে যুক্ত করতে পারবেন না। অথচ আপনি যদি একটা ফেসবুক ফ্যান পেজ খুলে নেন সেখানে ৫০ লক্ষ মানুশের বিচরন থাকলেও কোন সমস্যা হবে না।

কিভাবে খুলবেন ফেসবুক ফ্যান পেজঃ

যদি আপনার ফেসবুকে অ্যাকাউন্ট থেকে থাকে তবে আপনি এই লিঙ্কে যান, এখান থেকেই আপনি আপনার পেজ টি তৈরি করতে পারবেন।

এবার আপনি সিলেক্ট করুন কি নিয়ে আপনার ফেসবুক পেজ এবং সেটাকে আপনি কোন ক্যাটাগরি তে প্রকাশ করবেন। নিচের চিত্র গুলু দেখলেই আপনি সব বুঝতে পারবেন আশা করি।

 

Facebook Business Page

Facebook Business Page Creation

Facebook Page for business

Facebook page

How to create facebook business page

Facebook for business

Buy facebook likes in cheap rate

হয়ে গেল ফেসবুক ফ্যান পেজ তৈরি। এখন কাজ হল এটাকে কিভাবে সাজাবেন। ধরুন আপনি সি এফ এল বাল্ব বা এনার্জি সেভিং লাম্প নিজেরা ইমপোর্ট এবং বিক্রি করে থাকেন এবং আপনাদের একটা কোম্পানি আছে। আপনার উদ্দেশ্য হল নিজের প্রোডাক্ট সম্পর্কে আপনার ফ্যানদেরকে জানাবেন সেই সাথে আপনার কোম্পানির ব্র্যান্ড টাকেও ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবেন।

সেই  ক্ষেত্রে আপনারা এই পেজ টাকে ফলো করলেই অনেক কিছু জানতে পারবেন। তবু নিচের চিত্র থেকে কিছু ধারনা পেতে পারেনঃ

Cfl Bulb seller in bangladesh

LED BULB BANGLADESH

CFL bulb supplier bangladesh

Energy Saving Lamp in Bangladesh

সাজানো শেষ হয়ে গেল, এবার আসি কিভাবে নিজের পণ্য এবং কোম্পানির প্রচার করবেন।

একটা ব্যাপার মাথায় রাখবেন পেজ সাজানো লাগবে একবার, কিন্তু আপনি পোস্টের মাদ্ধমে আপনার পণ্য বা কোম্পানির প্রচার করার সুজুগ পাবেন বারবার। সেই ক্ষেত্রে আপনার পণ্য কেনার জন্য আপনাকে ভালো মানের ইনফর্মেশন দিতে হবে। সেখানে এমন কিছু প্রচার করা যাবে না যাতে করে  আপনার পেজে যারা লাইক দিয়েছে (আপনার ফ্যান) তারা এটাকে খারাপ চোখে দেখে। যেমন আপনার পেজ হল সি এফ এল বাল্ব বা এনার্জি সেভিং লাম্প নিয়ে এখন সেখানে যদি আপনি কম্পিউটার বা মোবাইল নিয়ে আলোচনা করে থাকেন তবে সেটা হবে একটা বিশাল খারাপ দিক। এবং এতে করে আপনার পেজ থেকে অনেকেই আনলাইক করে চলে যাবে।

যারা আপনার পেজে লাইক দিয়েছে তাদেরকে কিভাবে আপনার প্রোডাক্ট বা কোম্পানির সাথে সম্পৃক্ত রাখবেন, সেই সম্পর্কে কিছু টিপস দেখে নিন।

  • প্রোফাইলে আপনার প্রোডাক্ট বা কোম্পানির লোগো ব্যাবহার করতে পারেন।
  • কভার ফটোতে সকল প্রোডাক্ট বা কোম্পানির একটা ছবি ব্যাবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ছবিটা যেন দেখতে খুব সুন্দর হয়।
  • সব সময় চেষ্টা করুন একটা ছবি পোস্ট করতে এবং সেখানে ওই ছবি রিলেটেড কিছু কথা লিখতে ভুলবেন না। (গবেষণায় দেখা গেছে ছবিতে লাইক পরে অনেক বেশি)।
  • নিজের প্রোডাক্ট টিকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। যেন আপনার পেজে যারা লাইকার আছে তারা খুশি হতে পারে। সেক্ষেত্রে আপনি একবার ভেবে দেখুন যে আপনি এই পেজে লাইক দিয়েছিলেন এবং আপনি এই পোস্ট টা দেখে কতটুকু খুশি ?? আপনি খুশি হলেই বুঝতে পারবেন যে পেজের সাথে সম্পৃক্ত সকলেই খুশি।
  • মাঝে মাঝে চমকপ্রদ কিছু সংবাদ দিতে পারেন, যেন সেটা আপনার পেজে যারা লাইক দিয়েছে তারা যেন খুশি হয়।
  • আপনার কোম্পানির সাথে যারা সম্পৃক্ত তাদের প্রোফাইল গুলু সিরিজ আকারে আপনার পেজে দিতে পারেন। যেমন ১০ জনের প্রোফাইল ৩০ দিনে শেষ করতে পারেন। (৩ দিনের একজনের প্রোফাইল শেয়ার করতে পারেন) ।
  • আপনার এই প্রোডাক্ট বা কোম্পানিকে সফলতার পর্যায়ে নিয়ে যাবার জন্য আপনি কি কি কাজ এখন পর্যন্ত করেছেন সেটা পেজের মাদ্ধমে জানাতে পারেন।
  • নতুন কোন ক্লায়েন্ট এর সাথে নতুন কোন চুক্তি হলে সেটা সবাইকে জানাতে পারেন আপনার পেজের দ্বারা।
  • সামনের দিনে সকলের জন্য কি কি ধরনের প্রোডাক্ট আনার চিন্তা করেছেন সেটাও সবাইকে জানাতে পারেন।
  • নতুন প্রোডাক্ট  আনার আগে আপনার পেজে একটা সমিক্ষা চালিয়ে দেখতে পারেন যে জাদের জন্য আপনার এই প্রোডাক্ট তারা ব্যাপারটাকে কেমন ভাবে নিচ্ছে। মানে হালকা মার্কেট রিসার্চ করে নিতে পারেন।
  • মাঝে মাঝে কিছু ইভেন্ট এর আয়োজন করতে পারেন।  পেজের সাথে যারা আছেন এতে করে তাদের সাথে সম্পৃক্ততা বাড়বে ।
  • আপনার প্রোডাক্ট বা কোম্পানির সাথে মিলে যায় এমন কোন সমসাময়িক  সংবাদ বা সংবাদের লিঙ্ক আপনার পেজের মাদ্ধমে শেয়ার করতে পারেন সকলের সাথে । এতে করে পেজের সাথে যারা আছেন তারা ভিন্ন আমেজ পাবেন।

আরেকটা বড় ব্যাপার খেয়াল রাখতে হবে যে, আপনি এত কিছু করছেন কার জন্য, কাদের জন্য ?? উত্তর টা হবে আপনার ফ্যান পেজে যারা লাইক দিয়েছে ঠিক তাদের জন্য। এখন আপনার সেই পেজে যদি লাইক খুব কম থাকে তবে আপনি অনেক প্রচার করেও আপনার লক্ষ প্রসার করতে পারবেন না। সেজন্য অনেকেই ফেসবুক লাইক কিনে থাকেন।যদি আপনি মনে করেন যে আপনার বেবসার জন্য ফেসবুক লাইক কেনা লাভজনক তবে আপনি কিছু লাইক কিনেও নিতে পারেন।

আমি নিজে টুকটাক এস ই ও এর কাজ করি । সেই সুবাদে মাঝে মাঝে আমার বায়ার’রা তাদের বেবসা অন লাইনে প্রমোশনের জন্য ফেসবুক লাইক কিনতে চাইতো। সেক্ষেত্রে ভালো মানের লাইক প্রদান করে এমন মানুশের বা কোম্পানির সংখ্যা আসলেই খুব বেশি নেই।

অবশেষে খুজতে খুজতে এমন একজনকে পেয়ে গেলাম যিনি খুব ভালোভাবেই আমার এক বায়ার এর পেজের জন্য লাইক এর কাজটা করে দিলেন। উনি এই পেজের জন্য কাজ করেছিলেনঃ Sportsmotivation

তবে তাদের পেমেন্ট পেপালে হওয়াতে একটু ঝামেলা ছিল,মজার একটা ব্যাপার হল কি- যারা এই কাজটি করেছিল , পরে  তারা বাংলাদেশের জন্য একটা আলাদা পেজ খুলে দিয়েছিল।যেখানে বিকাশ, ব্রাক ব্যাংক এবং  ক্যাশ এর মাদ্ধমে টাকা প্রদান করতে পারবেন।

তাদের পেজে গেলেই আপনি দেখতে পারবেন রিফান্ড পলিসি । তাদের এই  রিফান্ড পলিসি টা আমার খুব বেশি ভালো লেগেছিল।

তো, শুরু হয়ে যাক আজ থেকে ফেসবুকে নিজের প্রোডাক্ট বা কোম্পানির প্রচারণা।

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন এই পোস্ট টি আপনার একটু হলেও উপকারে লেগেছে তবে আবেদন থাকলো ফেসবুকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার।

আমার আগের সকল পোস্ট গুলু একনজরে দেখে নিতে  এখানে ক্লিক করুন ।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেয ।

Level 0

আমি মোঃশহিদুল ইসলাম রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

CEO ProjuktiShop.Com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার । দেখে ভাল লাগল

Level 0

vai fb like ki vabe collect kora jay abong bikri kora jay,……

Level 2

পেইজ খুলার পর লাইক লাগলে খুব সহজেই পেতে পারেন এখান থেকে bestsocialplan.com/facebook , ফেইসবুক পেইজ এর লিঙ্ক চেঞ্জ করতে ২৫ লাইক আড্ করুন.