আপনারা অনেকেই আগে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সকল বন্ধুদেরকে একসাথে আমন্ত্রণ জানাতেন। কিন্তু ফেসবুক সাম্প্রতিক সময়ে ফেসবুক পেজে ইনভাইট জানানোর ফিচারটি কিছুটা পরিবর্তন করেছে। এখনকার নতুন ফিচারটিতে আপনাকে এক এক করে বন্ধুদেরকে আমন্ত্রণ পাঠাতে হয়। কিন্তু আগে বন্ধুদেরকে মার্ক বা চিহ্নিত করে পাঠাতে হত। ফলে কোড দিয়ে সব বন্ধুদেরকে একসাথে সিলেক্ট করে আমন্ত্রণ পাঠানো যেত। নিচে ফেসবুক পেজ ইনভাইট পদ্ধতির পূর্বরূপ এবং বর্তমান রূপ (স্ক্রিনশট) দেখানো হলঃ-
তাই ২০১৪ সালে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুক পেজ ইনভাইটের নতুন ফিচারে মাত্র ৩ মিনিটে আমন্ত্রণ জানানোর নতুন ট্রিকস। এতে আপনি মাত্র ৩ মিনিটের মাঝেই আপনার ফেসবুক পেজে আমন্ত্রণ জানাতে পারবেন ফেসবুকের সকল বন্ধুদেরকে। আর আপনার ফেসবুক পেজে লাইক বাড়ানো যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা। তাহলে জেনে নিন আজকের নতুন ট্রিকস।
var inputs = document.getElementsByClassName('uiButton _1sm');
for(var i=0; iinputs[i].click();
}
আশা করি, উক্ত নতুন ট্রিকস ব্যবহার করে আপনার ফেসবুক ফ্যান পেজে লাইক বাড়াতে পারেন সহজেই, অল্প সময়েই। আমার সাথেই থাকবেন... - ব্লগার মারুফ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
নাইস টিপস ম্যান। আই লাইক ইউর পোষ্ট।