ভাবুন তো একটি পৃথিবীর কথা, যেখানে ফেসবুক বলে কোন সামাজিক যোগাযোগরে ওয়েব সাইট নেই। জ্বী, আজ থেকে ঠিক দশ বছর আগে আসলেই ফেসবুক বলে কোন কিছু ছিল না। এই নেটওয়ার্ক সাইটটির জন্ম আজ থেকে ঠিক দশ বছর আগে। তার মানে, আজ হলো ফেসবুকের দশম জন্মদিন। বর্তমানে ফেসবুক ছাড়া আমরা একটি দিনের কথাও কল্পনা করতে পারি না। ফেসবুক বর্তমানে আমাদের কাছে শুধু একটি সামাজিক যোগাযোগের মাধ্যমই নয়, তার চেয়ে বেশী কিছু। এখন মানুষ দশদিন না খেয়ে থাকতে পারবে কিন্তু ফেসবুক ছাড়া Impossible... 😛
ফেসবুকের জন্মদিন উপলক্ষ্যে আজ ফেসবুকের অজানা এবং মজার কিছুর তথ্য শেয়ার করলাম:
১। ফেসবুকে প্রথম বিনিয়োগ করে পেপালের (Paypal) কো-ফাউন্ডার পিটার থিয়েল। তার বিনিয়োগকৃত অর্থের পরিমান ছিল ৫ লক্ষ ডলার। যদিও বর্তমানে ফেসবুক কিনতে হলে আপনাকে খরচ করতে হবে ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার।
২। ফেসবুক যাত্রার কিছুদিনের মধ্যেই প্রায় বন্ধ হওয়ার জোগার হয়েছিল আরেকটি সোস্যাল নেটওয়ার্ক সাইট কানেকট ইউ (ConnectU) এর মামলার কারনে। তারা দাবি করেছিল ফেসবুক তৈরি হয়েছে তাদেরই আইডিয়া এবং টেকনলজি ব্যবহার করে। যদিও পরবর্তীতে কোর্টের বাইরে এই মামলার মিমাংসা হয়। ফেসবুক এর জন্য কানেকট ইউ (ConnectU) কে কত টাকা দিয়েছে তা কখনই প্রকাশ করে নি।
৩। ফেসবুকের মাধ্যমে অস্ট্রেলিয়াতে কোর্ট নটিশ (court notice) এবং যে কাউকে কোর্টে উপস্থিতির জন্য ডাকতে (court sumon) পারে।
৪। বর্তমানে ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় পেইজটি হলো কার্টুন সিম্পসনের পেইজ (Simpsons) । এই পেইজটিকে এখন পর্যন্ত লাইক দেয়েছে ৭ কোটি ৬৪ হাজারের বেশি ব্যক্তি। দ্বিতীয়তে আছে মাইকেল জ্যাকসনের পেইজটি। যাতে প্রায় ৭ কোটি ব্যক্তি লাইক দিয়েছে।
৫। আইসল্যান্ডে নতুন সংবিধান তৈরির সময় সংবিধান কমিটি তাদের ড্রাফট সংবিধানটি সম্পূর্ন ফেসবুকে শেয়ার করেছিল। পরবর্তীতে সে দেশের নাগরিকরা সম্পূর্ন ড্রাফট সংবিধানটির উপর ফেসবুকে মতামত জানিয়েছে। সেইসব মতামতের উপর ভিত্তি করে সরকার সে দেশে নতুন সংবিধান তৈরি করা হয়।
৬। Facebook Addiction Disorder (FAD) হলো একটি মানসিক ব্যধি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে তারা সাধারনত এই ব্যধিতে আক্রান্ত বলে মনোবিদরা মনে করে। কয়েকটি দেশে এই রোগ নিরাময়ের জন্য নিরাময় কেন্দ্র আছে।
৭। পৃথিবীর চারটি দেশে ফেসবুক নিষিদ্ধ। দেশগুলো হলো সিরিয়া, ভিয়েতনাম, ইরান এবং চীন।
৮। 'কোন মা তার বাচ্চাকে নিজের স্তন্যপান করাচ্ছে'- এ ধরনের কোন ছবি কোন ইউজার ফেসবুকে আপলোড করলে তার একাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দেয়। তাই ছবি আপলোড করার সময় সাবধান!
৯। এলিয়েন (Allien) নামে কেউ কোন একাউন্ট খুললে সেই একাউন্ট ফেসবুক কতৃপক্ষ ডিলিট করে দেয়। (খুলেই দেখেন... 🙂 )
১০। এক গবেষনায় দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের ৬০% তার পূর্ববর্তী ভালবাসার মানুষটিকে (Ex) ফেসবুকের মাধ্যমে গোপনে লক্ষ্য রাখে।
সময় পেলে এই পেইজে একবার ঘুরে আসবেন ।
আমি এ.এস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Darun……….