ফেসবুকের পোকা [পর্ব ০৯] :: ফটো ভেরফিকেশন থেকে মুক্তি পেতে হলে সহজে ট্যাগ হওয়া ছবিগুলো রিমুভ করে ফেলুন

ফেসবুকের পোকা

কি খবর সবার? শীত কেমন উপভুগ করছেন? ঢাকায় তেমন ঠাণ্ডা নেই কিন্তু যারা গ্রামে আছে তাদের জন্য বেশি। যতই ঠাণ্ডা হোক ইন্টারনেট ছাড়বেন না যেন 😀

ফেসবুক নতুন নতুন অনেক সুবিধা অ্যাড করছে যা হয়তো আপনাদের চোখে পরে না। আমার কাজ হল কিছু উপকারি ফিচার আপনাদেরকে দেখিয়ে দেওয়া। আজকে যে জিনিষটা দেখাবো সেটা পুরনো কিন্তু আমি জানি যে বেশিরভাগই এটা সম্পর্কে জানেন না।

আজকাল ফটো ট্যাগ নিয়ে অনেকেই অশান্তিতে আছেন। যা খুশি তা-ই ট্যাগ করে দেয় মানুষ। আসলে অনেকে জানেই না ট্যাগ করার মানে কি। এক সময় আমিও এই কাজটা করতাম কিন্তু যখন বুঝতে পেরেছি যে এটা অন্যের ক্ষতি করে তখন থেকে বন্ধ্য করে দিয়েছি। ছবিতে যে যে আছে তাকে শুধু ট্যাগ করবেন। আপনার ছবিতে লাইক পাওয়ার জন্য যদি অন্যকে ট্যাগ করেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না কিন্তু যে বেচারাকে ট্যাগ করেছেন সে ক্ষতিগ্রস্ত হবে।

আমরা ফেসবুক ব্যাবহার করি কিন্তু ফেসবুকের নিতিমালা অমান্য করে, যেমন আমরা অপরিচিত মানুষকে ফ্রেন্ড বানাতেই বেশি পছন্দ করি (মেয়ের আইডি পাইলে তো কপাইয়া ফ্রেন্ড রেকুয়েস্ট :P)। কাউকে ব্লক করা হলে যখন ফটো ভেরিফিকেশন দেওয়া হয়, বেশিরভাগ ছবিতে কোন ফেস থাকে না আর যে কয়টায় থাকে তদেরকে তো চেনার প্রশ্নই উঠে না!

ফটো ভেরিফিকেশন থেকে বাচার উপায়ঃ

ফটো ভেরিফিকেশন চাইলে পরে বেশিরভাগ মানুষই পার হতে পারে না যারা পারে তাদের ভাগ্য ভালো। এই বিপদ থেকে বচার জন্য আগে থেকে সতর্ক হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

যারা অনেক বেশি ছবিতে ট্যাগ হয়েছেন তাদের জন্য একটা একটা রিমুভ করা অনেক কঠিন কাজ তাই আমি একটা সহজ পদ্ধতি দেখাবো একটু তাড়াতাড়ি রিমুভ করার।

আপনার প্রোফাইলে গিয়ে Activity Log এ ক্লিক করুন।

বাম পাশ থেকে Photos এ ক্লিক করুন।

তারপর Photos এর সাব-ডিরেক্টরি থেকে Photos of You তে ক্লিক করুন।

এবার ট্যাগ হওয়া ছবির লিস্ট আসবে। প্রত্যেকটা ছবির বাম পাশে মার্ক করার অপশন থাকবে। একসাথে ১০ টা ছবি মার্ক করা যাবে। সবগুলো মার্ক করে উপরে ডান কোনা থেকে Report/Remove Tags এ ক্লিক করে প্রথম অপশনটা সিলেক্ট করে Untag Photos এ ক্লিক করুন।

লক্ষ্য করবেন যে Untag Photos এ ক্লিক করার পরও ছবিগুলো যাচ্ছে না, পেজ লোড দিলেই এগুলো চলে যাবে। তাড়াতাড়ি করার জন্য একবার Untag Photos এ ক্লিক করে পেজ না লোড করে উপরে Deselect All এ ক্লিক করে আগের গুলো বাদ দিয়ে নিচে থেকে নতুন ছবি মার্ক করে আগের প্রসেসটা আবার করুন। এভাবে যতক্ষণ ছবি থাকে করতে থাকুন।

[যারা এই পদ্ধতিটা আগে থেকে জানতেন তারা দয়া করে কমেন্টে লিখবেন না যে আপনি জানতেন, যারা জানে না তাদের জন্য এই পোস্ট।]

অনেকে হয়তো জিজ্ঞেস করবেন সবগুলো একসাথে রিমুভ করার পদ্ধতি বলতে, কিন্তু এরকম কোন পদ্ধতি এখন পর্যন্ত পাওয়া যায় নি। একটা একটা করে রিমুভ করার চাইতে ১০ টা করে রিমুভ করা অনেক সহজ, আমার ৭০০ ছবি রিমুভ করেছি।

পোস্টটি ভালো লাগলে আমার ফেসবুক পেজে গিয়ে আমার গাওয়া গানগুলো শুনে আসবেন। আর পোস্ট খারাপ লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো 😀 :P)

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

আমার গানের ফ্যান পেজ।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভেরি নাইচ টিউন দেখি কাজ হয় কিনা 😀
আর গেম নিয়ে টিউন কবে হবে ..?
DEAD TRIGGER খেলতে খেলতে পাগল হয়ে গেলাম BUT টাকা ইনকাম করা খুব কঠিন।

    Level 0

    @Borhan Sultan: ধন্যবাদ ভাই, কয়েকদিনের মধ্যে আরো গেম শেয়ার করবো।

Level 0

Darun Tune. Onek dhonnobad apnake sundor tune jonno.

    Level 0

    @আদি: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই 🙂

Level 0

ভাই কি আর বলব AWESOMMMMEEEEEEE টিউন হইচে……………………।! ! ! ! ! ! 😛

    Level 0

    @Mehedi34: শুনে ভালো লাগলো, ধন্যবাদ।

অনেক ধন্যবাদ…

    Level 0

    @হায়দার: আপনাকেও। 🙂

onek kaje dibe eita.. thanks bro..

    Level 0

    @রাকিব হাসান: হ্যাঁ অনেক কজের জিনিষ। ধন্যবাদ।

Level 0

hm….জটিল

ভাইয়া দারুন লিখেছেন। ভাইয়া এই পোস্টটা সহ আমার ব্লগেও নিয়মিত পোস্ট করতে পারেন। আমার ব্লগেও অনেক ভিজিটর বিশ্বাস না হলে দেখে আসুন। আর এখন আমি প্রতি ব্লগের জন্য ৫ টাকা করে দেই। সুতরাং দেখে আসুন আর ব্লগ করা শুরু করুন এক্ষুনি। Techalarmbd.com

Level 0

vai apner tune darun hoice. vai, apni ki ektu bolben ami tag kivabe off korte pari.settings- timeline and tagging e jawar por ki korte hobe.