ফেইসবুক পেজে লাইক বাড়াতে কে না চায়? তাই এই বিষয়ে বেশ জোরেশোরেই গবেষনা চালাচ্ছিলাম। গত পোষ্টে একটা কাযর্কর সাইটের নাম দিয়ে ছিলাম। আজ আবার আরেকটা পেলাম। ফালতু মনে করলে ব্যবহার কইরেন না, আমার তাতে ক্ষতি হবে না, তবে আমি কিন্তু কয়েক সপ্তাহ ব্যবহার না করে রেফারেন্স দেই না।
এই পেইজে রেজিষ্ট্রেশন করেন । এবং বামের মেনুগুলিতে লাইক দিতে থাকুন দেখবেন ডানে উপরের বারে আপনার পয়েণ্ট বাড়তে থাকবে। ঐ পয়েন্টকে ব্যবহার করতে হলে বামের মেনুতে দেখুন Add Page/Site এ গেয়ে আপনার ফেবু পেজটি add করে নিন । CPC ৬ বা ৭ বা ৮ দিয়ে নিন এবং Country বাংলাদেশ সিলেক্ট করে মজা দেখতে থাকুন। আর হ্যা প্রতিদিন ২০ টি বেশী ক্লিক করলে আপনি Daily Bonus পাবেন ১৫০ পয়েন্ট।
আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেবু পেজ বলতে কোন পেজটা দিব?
একটা উদাহরণ দেয়া যাবে?