অনেকদিন পর লিখতে বসলাম, বানান ভুল হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের একটি লাইক এক্সচেন্জার সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। যে সাইটের মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডির অধীনে সব স্ট্যাটাস, পিকচার; আপনার ফেসবুক ফ্যানপেজের পোষ্ট, পিকচারগুলোতেও লাইক নিয়ে নিইতে পারবেন।
কিভাবে তা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি -
সবার প্রথমে এবং আমরা লাইকস এই লিংকটিতে প্রবেশ করুন। চাইলে পরবর্তীতে মনে রাখার জন্য ইউআরএলটি বুকমার্কও করে রাখতে পারেন।
এরপর Click Here এ ক্লিক করে ফেসবুক অ্যাপটিকে সম্পূর্ন একসেস দিন।
সম্পূর্ন এসসেস দেওয়া হলে নতুন একটি ট্যাবে স্কাইপির একটি ইরর পেজ শো করবে। ওই পেজের অ্যাডড্রেস কপি করে এবং আমরা লাইকস এর বক্সে পেষ্ট করে সাবমিট করুন।
সাবমিট সম্পূর্ন হলে নিচের ছবির মত প্রফাইল এবং ড্যাসবোর্ড খুলবে।
ড্যাসবোর্ডের ডানে আপনার প্রকাশ করা সম্প্রতি কয়েকটি স্ট্যাটাস, লিংক শেয়ার, পিকচার শো করবে। আপনি যেই স্ট্যাটাস কিংবা পিকচারে লাইক নিতে চান তার বামে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার সেই স্ট্যাটাস/পিকচারে লাইক পরা শুরু হয়ে যাবে।
এখন হয়তো বলবেন অনেক আগের স্ট্যাটাস কিংবা পিকচারে কিভাবে লাইক নিবো। অথবা আমি যে সব পেজ চালাই সেসবের পোষ্টে কিভাবে লাইক নিবো?
বলছি, সাবমিট বাটনের উপরে যেই বক্স আছে সেখানে স্ট্যাটাস/পিকচার/পেজ পোজপোষ্টের আইডি পেষ্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে লাইক পরতে থাকবে।
কিভাবে স্ট্যাটাস/পিকচার/পেজ পোজপোষ্টের আইডি বের করতে হয়?
https://www.facebook.com/EbongAmara/posts/574159532665635 এটা আমার একটা পেজের পোষ্ট। এখানে এই পোষ্টের আইডি 574159532665635।
https://www.facebook.com/photo.php?fbid=706752216011257&set=a.331609166858899.84042.100000294566860&type=1&theater এটা আমার একটা কভার পিকচারের ইউআরএল।
এখানে photo.php?fbid= এর পরের অংশটুকু 706752216011257 ওই ছবির আইডি।
এখন আসি সিকিউরিটির কথায়, আপনি সবার প্রথমে একটা ফেসবুক অ্যাপে অ্যাকসেস দিয়েছিলেন। বলতে পারেন আমার আইডি হ্যাকও তো হতে পারে। কিংবা আইডি থেকে স্প্যামও ছড়ানো হতে পারে।
উপরের কথাগুলো পরিষ্কার করার জন্য বলছি যেই অ্যাপটা ব্যবহার করা হচ্ছে সেটা স্কাইপের অ্যাপ। আপনি অ্যাপ ইউআরএল দেখলেই বুঝবেন। তারপরও যদি কোনো সন্ধেহ থাকে তাহলে তাহলে নিচের ছবিটি দেখুন।
শুধুমাত্র আপনার প্রোফাইলের বেসিক ইনফো নেয়া হয়েছে। https://www.facebook.com/appcenter/my লিংকে গিয়ে আপনি চেক করতে পারবেন। এরপরও কোনো সন্ধেহ থাকলে আপনি আ্যাপটি রিমুভ করে দিতে পারেন।
আপনি আপনার অ্যান্ড্রয়েড, জাভা, সিম্বিয়ান, ইউন্ডোজ ফোন থেকেও এবং আমরা লাইকস ব্যবহার করতে পারবেন। আমার লো কনফিগার নোকিয়া সি ১ থেকে পরীক্ষিত।
আমি হাসান ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল । ধন্যবাদ ।