আসলামুয়ালাইকুম,
আজ আপনাদের জন্য পোস্ট করছি একটি বিশেষ ফেসবুক ট্রিকস নিয়ে। এর আগেও আপনাদের জন্য পোস্ট করেছিলাম আরও অনেক কার্যকরী ফেসবুক ট্রিকস। আশা করি এই ট্রিকসটি আপনাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। কারণ আজকের ট্রিকস আপনাদের অনেক উপকারে আসবে এটুকু গ্যারান্টি দিতে পারি। তবে যাই হোক, এখন আমরা মূল কথায় চলে আসি।
আপনারা নিশ্চই ইতিমধ্যে জেনেছেন যে, বেশ কিছুদিন আগে থেকে ফেসবুকে পেজগুলোতে "শিডিউল পোস্ট" নামে একটি বিশেষ আকর্ষণীয় ফিচার যুক্ত হয়েছে। যারা সাধারণত ফেসবুক পেজ পরিচালনা করেননা। তাদের অধিকাংশই এই শিডিউল পোস্ট নিয়ে বেশি কিছু জানেনা। তাদের জন্য একটু সাধারণ জানা কথাগুলো আবারো জেনে নেই। ফেসবুকে শিডিউল ফিচারের মাধ্যমে আপনি আজকে বা এখন কোন পোস্ট করলে তা আপনার দ্বারা নির্ধারিত নির্দিষ্ট দিনের সঠিক সময়ে স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক পোস্ট হবে। "শিডিউল পোস্ট" শব্দটি থেকেই অনেকে এটি সম্পর্কে বুঝে ফেলেছেন। আর অনেকে তো ফেসবুকে এই সুবিধা চালু হওয়ার দিন থেকেই তা জানেন। তবে আমি নবীনদের উদ্দেশে মূলত ব্লগ লিখি। তাই আবারো তাদের জন্য শিডিউল পোস্ট সম্পর্কে তা জানিয়ে দিলাম।
কিন্তু শিডিউল পোস্ট সুবিধা শুধু ফেসবুকের পেজগুলোতে পাওয়া যাবে এটা তো মেনে নিতে পারিনা আমরা সাধারণ ফেসবুকার। আর এজন্যই আপনাদের দুঃখ ঘুচাতে আমি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি এই বিশেষ ট্রিকস। আমি আপনাদের সাথে এমন একটি ফেসবুক অ্যাপসের কথা শেয়ার করব। যার মাধ্যমে আপনি ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল আইডিতেও শিডিউল পোস্ট দেয়ার স্বাদ পাবেন। রাত ১২ টা ১ মিনিটে আপনি নতুন বছরের শুভেচ্ছা জানাতে চান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে? কিন্তু ঘড়ি ধরে তো আপনি এই পোস্ট করতে গেলে অনেক কষ্ট করতে হবে। হয়ত আপনি ঠিক রাত ১২ টায় অনলাইনে বসতে পারলেননা। তখন আপনার এই কাজ করে দিবে এই অ্যাপসের শিডিউল পোস্ট। এরকম হাজারো ধরনের পরিস্থিতে আপনার পূর্বে নির্ধারিত করে দেওয়া সময়ে নির্দিষ্ট স্ট্যাটাস স্বয়ংক্রিয় পোস্ট করবে Post Corn নামের এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি।
কি কি সুবিধা থাকছে এই ফেসবুক অ্যাপ্লিকেশনেঃ
- একসাথে সর্বোচ্চ ১০ টি Pending Post সুবিধা।
- ৫ টি আইডি পরিচালনার সুবিধা।
- সঠিক সময়ে সঠিকভাবে পোস্ট পাবলিশ হওয়ার নিশ্চয়তা।
- গুগল ক্রোম ব্রাউজারের জন্য রয়েছে টুলবাড়।
কিভাবে আপনার ফেসবুক আইডিতে সক্রিয় করবেন এই ফিচারঃ
[[[ স্ক্রিনশটস সহ ধাপগুলো দেখতে এখানে ক্লিক করুন ]]]
[[[ আমার ব্লগে ঘুরে আসতে ভুলবেন না। আপনাদের ভালো লাগার মত কিছু পোস্ট করেছি ব্লগে। দেখে আসতে পারেন এখান থেকে ]]]
আশা করি ধাপগুলো সঠিকভাবে অনুসরন করে ট্রিক্সটি কাজে লাগাতে পারবেন। কাজে লাগানোর পর আমাকে ধন্যবাদ দিবেন। আর সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ ... -
ব্লগার মারুফ
facebook. ID hack হবার সম্ভাবনা ১০০১%