ফেসবুকে আপনার ব্যয় করা সময়ের হিসাব জানিয়ে দিবে একটি ছোট টুলস !

অনলাইন বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এখন ফেসবুক। এটা কোন নতুন খবর নয়। এই খবর আপনিও যেমন জানেন, তেমনি জানি আমিও। আমরা পিসিতে ইন্টারনেটে বসলেই একটি ট্যাবে ফেসবুক থাকবেনা তা কি হয়? আপনারা কেমন ফেসবুক ভক্ত তা বলতে পারব না। তবে আমি ফেসবুকের ভক্ত তো বটেই আবার ফেসবুকের নেশায়ও আসক্ত! পিসিতে আমি যত কাজই করিনা কেন আমার ব্রাউজারে এক ট্যাবে ফেসবুক খোলা থাকেই।
অনেকেই ফেসবুকে ঢু মারতে গিয়ে কত সময় কাঁটিয়ে ফেলেন সেটা নিজেও জানেননা হয়ত। আজ আমি আপনাকে এই অজানা বিষয়টিই জানানোর টিপস জানিয়ে দিব। প্রতিনিয়ত ঘড়ি দেখে তো এই সময় বের করা নেহাত বোকামির কাজ। কিন্তু ব্রাউজারে একটি এডঅন ইন্সটলের মাধ্যমে যদি এই সময় যখন ইচ্ছে দেখে নিতে পারেন তাতে ক্ষতি কি? ক্ষতি মোটেও নেই বরং আপনার ভালোই লাগবে। অনেকে ব্রাউজারে অযৌক্তিক টুলবার লাগিয়ে নিতে পছন্দ করেন না। তাঁদের জন্য বলছি, এই টুলসটি ব্রাউজার এডঅন হলেও এটি ব্রাউজারে টুলবার হিসেবে লাগানো থাকবেনা ! এটি ফেসবুকের ডান পাশের সাইডবারে লাগানো থাকবে। এই অ্যাপস ইন্সটল দেয়ার পর থেকে আপনার ফেসবুকে ব্যবহারে মোট ব্যয়িত সময়ের হিসাব প্রদর্শন করবে। তবে এটি প্রতিদিনের আলাদা আলাদা সময় প্রদর্শন করেনা। এটি ইন্সটল দেয়ার পর থেকে মোট সময় গণনা শুরু করে, লগ-আউট করলে সেই গণনা করা সময় সেখানে Pause হয়ে যায় এবং পরবর্তী লগিন থেকে আবার গণনা শুরু করে।  আপনি ফেসবুক ব্যবহার করতে করতেই বুঝতে পারবেন আপনি এযাবৎ মোট কত ঘণ্টা বা দিন বা বছর সমতুল্য সময় আপনি ফেসবুকে কাটিয়েছেন ।এই উপকারী ফেসবুক টুলসটির নাম ''Facebook Runner'' এবং এটি ডেভেলপ করেছেন ''Ahmet Soyarslan''
কিভাবে Facebook Runner টুলসটি ব্রাউজারে ইন্সটল করবেনঃ
১. প্রথমে অ্যাপসটি ডাঊনলোড করতে হবে। আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহারকারী হলে এখানে এবং গুগল ক্রোম ব্যবহারকারী হলে এখানে ক্লিক করুন ।
২. তারপর যথানিয়মে ডাঊনলোড এবং ইন্সটল এর কাজ শেষে ব্রাউজার রিস্টার্ট (Restart) করে ফেসবুকে লগিন করুন।
৩. ব্যাস, আপনি এখন ফেসবুকের ডানপাশের সাইডবারে আপনার ব্যয়িত সময় দেখতে পারবেন।
 
আশা করি টিপসটি আপনার অনেক উপকারে আসবে। আর উপকারে আসলে তো আমার পোস্ট নিয়মিত পড়ার অনুরোধ করার অধিকার রাখি, কি তাইনা? হাহাহা... যাই হোক আজ এখানেই শেষ। আমার পোস্ট এবং ব্লগেরসবসময় সাথেই থাকবেন। ধন্যবাদ... --- ব্লগার মারুফ
[[ বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা বিষয়ক একটি বাস্তবধর্মী পোস্ট লিখেছি। টেকনোলজি বিষয়ক পোস্ট না হওয়ায় টেকটিউনে দিতে পারলাম না। আমার ব্লগের এখানে গিয়ে পড়ে আসবেন। আশা করি তাহলে বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে উপলব্ধি করতে পারবেন ]]

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

সুন্দর টিউন যদিও আমি নিয়মিতো ফেসবুক ব্যকহার করিনা তবুও টিউনটি সংগ্রহে রাখলাম পরে হয়তো কাজে আসবে।

আর একটি বিষয়ে তোমার হেল্প চাই, বিষয়টি হলো আমি মজিলা ব্রাউজার ২৭.০ ভার্সন ব্যবহার করি কিন্তু আমার ব্রাউজারে HELP ট্যবের পরে আর কোন ট্যব নেই, কিন্তু তোমার সহ আরো অনেক ব্রাউজারে দেখেছি HELP এর পরে Releted links নামক একটি ট্যব দেখা যায়। আমার প্রশ্ন এই ট্যবটি আমার ব্রাউজারে আনবো কী করে…? এই ট্যব দ্বারা কী কাজ করে আর আমার ব্রাউজারে এটি নেই ক্যনো…?

    @কলি ভাইঃ মজার প্রশ্ন করলেন। মজা পেলাম। যাদের ব্রাউজারে অ্যালেক্সা টুলবার আছে। এটা তাদের ব্রাউজারে দেখা যায় 😀

ভাই আমি একটা প্রবলেম এ পড়েছি। আমার একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন আছে। আমি চাই পিসিতে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে । রেকর্ড করতে পারে এবং এর সাথে মিউজিকও যোগ করতে পারি, কিন্তু আমি রেকর্ডের কিছু অংশে ইকো ইফেক্ট দিতে চাই যেমনটা প্রফেশনাল গানে থাকে, আমি এই ইকো দেওয়ার জন্য গুগলে অনেক খুজাখুজি করেছি কিন্তু এইরকম পাইনি। প্লিজ আমাকে এমন একটা সফটওয়্যারের লিংক দিন যেটা দিয়ে লাইভ ইকো ইফেক্ট দেওয়া যাবে এবং রেকর্ডিং এ ইফেক্ট দেওয়া যাবে যেমনটা ইকো বোর্ডের সাহায্যে দেওয়া হয়। প্লিজ আমাকে একটু হেল্প করুন।