আপনার ফেসবুক পোস্টের কমেন্টে-রিপ্লাই বাটন অ্যাড করুন (ক্রম আপডেট)

আস-সালামু আলাইকুম , কেমন আছেন সাবাই? আশা করি ভালো!। অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে আমার টিউন নিয়ে। 🙂

কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসি। শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন কি বিষয় নিয়ে টিউনে লিখতে যাচ্ছি।  এটা নিয়ে আজ টিউনার tech03 টিউন করেছিলেন । তিনি inspect>Overrides এর মাধ্যমে কাজটা করেছেন। কিন্তু আমারা যারা ক্রমের নতুন ভার্সন ব্যবহার করছি তাঁরা ওভাবে করতে পারবো না। (কাজটা করতে অবশ্যই গুগোল ক্রম লাগবে)

তো চলুন শুরু করি।

আমাদের যা যা লাগবে।

১। একটি কম্পিউটার।

২। ইন্টারনেট কানেকশন।

৩। এবং গুগোল ক্রম ব্রাউজার। (নতুন টা)

কম্পিউটার ওপেন করে প্রথমেই নেট কানেকশন চেক করে নিন। 😀 সব কিছু ঠিক থাকলে গুগোল ক্রম ওপেন করুন 😉 এবং  http://touch.facebook.com এ গিয়ে আপনার ফেসবুক ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

(ভয় পাবার কিছু নেই। এটা পিশিং সাইট না। ফেসবুকের টাচ ভার্সন।)

লগিন করার পর পেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে নিচ থেকে "Inspect element" এ ক্লিক করুন।

তারপর নিচের মত একটা নতুন উইন্ডো আসবে। এবার সেখান থেকে "Setting" এ প্রবেশ করুন।

তাহলে নিচের মত আসবে। এখন "setting>General>Appearance" এর  "Show 'emulation view in console drawer" এ টিক দিন। (চিত্রে দেখুন)

এখন  setting উইন্ডোটা ক্লজ করুন।

এবার চিত্রে চিহ্নিত "Show console" এ ক্লিক করে সেখানে প্রবেশ করুন।

এবার সেখান থেকে "Emulation" এ যান। এবং "Divice" থেকে "google nexus 4" অথবা যে কোন একটা টাচ মডেলের সেট সিলেক্ট করুন।

এবার "Emulate" বাটনে ক্লিক করুন।

এখন "screen" থেকে "Emulate screen" এর টিক উঠিয়ে দিন।

এবার "Sensons" থেকে "Emulate geolocation coordinates" এ টিক দিন এবং Lat= -41.289996 , Lon= 174.781555 দিন।

এবার ক্লজ করে বেরিয়ে আসুন।

এখন "check in" এ ক্লিক করুন ।

নিউজিল্যান্ডের যে কোন একটা জায়গা সিলেক্ট করুন।

এবার পোষ্ট প্রাইভেসি পরিবর্তন করে "only me" দিয়ে একটা পোষ্ট করুন। (প্রাইভেসি পরিবর্তন না করলেও হবে)

এখন আপনার পোস্টে কমেন্ট করে দেখুন রিপ্লাই অপশন যোগ হয়েছে। 🙂

আর পরবর্তী সকল পোস্টে রিপ্লাই বাটন এড করতে হলে, আপনাকে নিচের কাজটুকু করতে হবে। এবং আবশ্যই ক্রম ব্যবহার করতে হবে।

address বারে লিখুন chrome://settings/content  এবং enter প্রেস করুন এবার content setting>location থেকে "Allow all site to track my physical location" সিলেক্ট করে "Done" দিয়ে বেরিয়ে আসুন। 

 

এখন আর কাজ নেই ...... মজা করুন। হ্যাপি ফেসবুকিং। 🙂

ছবিগুলো বুঝতে সমস্যা সমস্যা হলে এখান থেকে ফুল সাইজে ডাউনলোড করে নিতে পারেন।

DOWNLOAD

 

আর যদি কোন সমস্যা হয়, কমেন্টে জানাবেন।

ফেসবুকে আমিঃ http://www.facebook.com/hridoy43

 

অনেকদিন পরে লিখলাম। কেমন হলো জানাবেন। আর   আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন ভালো মানুষ হতে পারি।

Level 2

আমি ওয়াহিদুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

setting>General>Appearance” এর “Show ’emulation view in console drawer” ey zinish ta to nai.. amr versoin 30 .. or kun versoin a ey trick ta kag korva ?

kire vhi ans dao na kano ai prob ta amro hoitesy

আপনার গুগোল ক্রম ব্রাউজারের ভার্সন কত?

ভাই, শুনেছি এইগুলা Use করলে নাকি Account Block/Disable হয়ে যায়। কথা কি সত্যি?

যাদের হচ্ছে না তারা ব্রাউজারে chrome://settings/content টাইপ করুন Location এ Allow all sites to track my physical location টিক দিন http://i.imgur.com/C2XZOxg.jpg কাজ হয়ে যাবে , আমি Google Chrome Portable Version 33.0.1750.22 Dev http://portableapps.com/apps/internet/google_chrome_portable ব্যবহার করি এবং কাজ হইছে । ধন্যবাদ টিউনারকে http://i.imgur.com/oJs3D9S.jpg

Level 0

(kam hoi nai ..) r por Google Chrome Portable donload korlam 35mb .. install o dilam .. run o hoilo .. but akon r soft ta paitaci na 🙁

Level 0

app ta paici…. akon Google Chrome Portable dia kamna korvo ? @নুরমোহাম্মদ ভুইয়া: vai r screenshot gula to error .. plz help

@llxx_lord_xxll: @tuhelbd:

ধন্যবাদ দেওয়ার জন্য লগিন করলাম…….. আমি সফল হয়েছি…..