ফেইসবুক ব্যাবহারকারীদের জন্য আজকে অনেক মজার একটি পোষ্ট করতে চলেছি।
আপনি আপনার পিসির ফায়ারফক্স ব্রাউজারে ফেইসবুকের চেহারা মাত্র কয়েক ক্লিকেই পাল্টে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-
১. আপনি ফায়ারফক্স দিয়ে আমার পোষ্ট/টিউন টি দেখছেন তো?? নিশ্চিত হয়ে নিন।
২. এই লিঙ্ক এ ক্লিক করে Greasemonkey add-ons টি ইনস্টল করে নিন।
৩. ফায়ারফক্স রিস্টার্ট দিন।
৪. এই লিঙ্ক এ ক্লিক করুন। ২-৩ সেকেন্ড পর একটা ডায়ালগ বক্স আসবে। ওটাতে install বাটনে ক্লিক করুন।
৫. ব্যাস! এইবার টেস্ট করার জন্য https://www.facebook.com/km.zaman.92 লিঙ্ক এ গিয়ে চেক কেরুন।
পুরো প্রক্রিয়া টি খুবই সহজ। তাই স্ক্রিনশট দেওয়াটা জরুরী মনে হল না। তারপরও যদি কোন সমস্যায় পড়েন তাহলে কমেন্ট অপশন তো আছেই! তাছাড়া ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ক্লিক করে। খোদা হাফেজ।
আমি KM Zaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। নিজের অনুভূতিগুলো শেয়ার করার জন্য ফেইসবুক এ প্রোফাইল রাখার পাশাপাশি একটা ব্লগ একাউন্ট রাখা টাও জরুরি মনে হল। তাই চলে এলাম আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের এই পরিবারে আমার জন্যেও একটু জায়গা হবে।
No need