ফেইসবুক প্রোফাইল পিকচার ম্যাজিক!! এক সাথে ২টি প্রোফাইল পিকচার (বিস্তারিত টিউন)

আপনি ইচ্ছে করলেই এক ফেইসবুক আইডিতে দুটি প্রোফাইল পিকচার ব্যাবহার করতে পারেন। শুনে আশ্চর্য লাগলেও এটা সম্ভব। দুটি প্রোফাইল পিকচারের একটি আপনার প্রোফাইলে কভার পিকচারের নিচে বাম পার্শে দেখাবে এবং অন্য একটি আপনি কোথাও কমেন্ট করলে কমেন্টের বাম পার্শে দেখাবে। চলুন দেখে নেই কিভাবে এটি করতে হয়।

ধাপ-১. প্রথমে আপনি আপনার প্রোফাইলে জান। সেখান থেকে আপনার ফটো এ্যালবামের গিয়ে প্রোফাইল পিকচার এ্যালবামে জান।

ধাপ-২. যে ফটোটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যাবহার করতে চান সেটি ওপেন করুন এবং সেই ছবিটি ওপেন করুন।

1 (1)

ধাপ-৩. এড্রেস বার থেকে আপনার ছবির আইডিটি সংগ্রহ করুন। এখানে আমার আইডি 52520000038.

1 (2)

ধাপ-৪. এবার আবার প্রফাইলে ফিরে আসুন এবং প্রোফাইল পিকচারের উপর মাউস পয়েন্টার রাখলে Edit Profile Picture লেখা দেখা যাবে এবং সেখানে ক্লিক করুন। এবং সেখান থেকে Edit Thumbnail অপশনে ক্লিক করুন। এবং একটি পপ আপ বার আসবে।

1 (3)

ধাপ-৫. এখন পপ আপ বারের বাম পাশে ছবির উপর রাইট বাটন ক্লিক করে Enspect Element অপশনে ক্লিক করুন।

1 (4)

ধাপ-৬. Enspect Element থেকে মাউস সামান্য নিচে স্ক্রল করে <form action=”https://………… বা <https://upload.facebook.com লাইনটি খুজে বের করুন এবং লাইনের বাম পাশে ডানদিকে দেখানো তীর বাটনে ক্লিক করুন।

1 (5)

ধাপ-৭. এবার <input type=”hidden” value=”424246157667904″ name=”photo_fbid” autocomplete=”off”> লাইনটা খুজে বের করুন এবং value=”424246157667904″ অংশের নাম্বারের উপর ডাবল ক্লিক করুন। অথবা সম্পুর্ন লাইনের উপর রাইট ক্লিক করে Edit as HTML অপশনে ক্লিক করুন।

ধাপ-৮. এবার value=”523511704371027″ এখানের নাম্বারটা আপনি আপনার ধাপ-৩ থেকে প্রাপ্ত ফটো আইডি দিয়ে রিপ্লেস করুন।

ধাপ-৯. Enspect Element এর বাইরে যেকোন যায়গায় একটি ক্লিক করুন এবং এর পর Enspect Element ক্লোজ করে পপ আপ বারে সেইভ বাটন চাপুন।

এবার দেখুন ম্যাজিক…

কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে পেতে এখানে ক্লিক >> https://www.facebook.com/jonaid.mahadi

 

Level 0

আমি tech03। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরোটাই কপি-পেস্ট করা। এটি খলিল শ্রেয়াতের একটা নিজস্ব ট্রিক। এটি প্রথমে তার ব্লগে প্রকাশিত হয় এবং তারপর তার অনুমতিক্রমে Technology Express (http://bn.technologyex.com/view.php=01-07-926.html) বাংলা করে প্রকাশ করা হয়।

আর আপনি পুরা কপি করে মাইরা দিলেন…

Level 0

vi korlam kintu kaj to hoi na pic to aki taktese

kaj hoy ni

Level 0

হচ্ছে না।

ata only apnar pc tei show korbe. onno karo pc te na

Amar ta kaaj koreche

Valo laglo pore!