ফেসবুকে ব্যবহার করুন দুইটা প্রফাইল পিকচার একসাথে ।

আস সালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের সামনে একেবারে নতুন একটি ফেসবুক টিপস নিয়ে হাজির হয়েছি । আপনার ফেসবুক প্রফাইল পিকচার এ থাকবে একটি ফটো কিন্তু টাইমলাইনে গিয়ে দেখা যাবে অন্য ফটো  😛 । আপনি এ পদ্ধতি চালু করতে হলে অবশ্যই কম্পিউটার দিয়ে ফেসবুকে লগিন করতে হবে ফায়ারফক্স কিংবা গুগল ক্রম ব্রাউজার দিয়ে ।

আমার প্রফাইল ডেমো দেখুন :- https://www.facebook.com/shohagislamsourav

স্ক্রীনশট :-

http://sistunes.com/?attachment_id=164

তাহলে শুরু করা যাক একেবারে সহজ পদ্ধতি ।

ধাপ নং এক: প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন ।

ধাপ নং দুই: এখানে ক্লীক করুন > https://www.facebook.com/me/photos_albums

ধাপ নং তিন : প্রফাইল পিকচার এলবাম ওপেন করুন, আপনি টাইমলাইনে যে পিকচার দেখাতে চান তা ক্লিক করুন । এবার ইউআরএল দেখুন facebook.com/photo.php?fbid=627777633952485  একটা কোড লেখা আছে সেটা কপি করুন । (এটা আমার ফটোর কোড)

ধাপ নং চার: আপনার বর্তমান প্রফাইল পিকচারের উপর এডিট প্রোফাইল পিকচার ক্লিক করুন  টাইমলাইন থেকে, এডিট থাম্বনেইল ক্লীক করুন । একটা নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে । সেখানে আপনার পিকচার আসবে   আপনি প্রোফাইল পিকচার এর উপর রাইট ক্লিক করুন তারপর ইন্সপেক্ট ইলেমেন্ট ক্লীক করুন ।

মাউসের পয়েন্টার নিচে ঘুরান দেখবেন <form action="https://upload.facebook.com/save_square_pic.php" এরকম একটা কোড আসবে তার বাম পাশে ছোট একটা এরো চিহ্ন আছে সেটাতে ক্লীক করুন তারপর তারপর মাউসের পয়েন্টার একটু নিচে নিলে দেখবেন <input type="hidden" autocomplete="off" name="photo_fbid" value="627777633952"> একটা কোড আসবে এখান থেকে আপনার কপি করা ফটোর কোড দিয়ে পেস্ট করুন চেপে ।

প্রথমে কোড সেলেক্ট করুন তারপর রাইট বাটনে ক্লীক করে এডিট ইন এইচটিএমএল মোড করে নিতে পারেন তারপর ctrl+v চাপুন  পেস্ট করুন (ফায়ারফক্সের জন্য)

প্রথমে কোড সেলেক্ট করুন তারপর ctrl+v চাপুন  পেস্ট করুন (গুগল ক্রোমের জন্য)

এবার কোড গুলার উপর যেখানে খুশি অবশ্যই একবার ক্লিক করুন ।

শেষ ধাপ : আপনার কাজ শেষ এখন সেভ ফটো তে ক্লীক করুন দেখবেন সেভ হয়ে গেছে আর ইন্সপেক্ট ইলেমেন্ট অপশন বন্ধ করে দিন ।

স্ক্রীনশট আছে কিন্তু টেকটিউনে হঠাৎ করে ফটো আপলোড অপশন হাওয়া হয়ে যাওয়ায় দিতে পারলাম না বলে দুঃখিত ।

স্ক্রীনশট সহ ইংরেজীতে এখানে

বি:দ্রঃ  এই টিপস টি শেয়ার করেন মার্ক জুকার বার্গর একাউন্ট হ্যাক কারী খলিল হোসেন । বাংলায় সর্বপ্রথম প্রকাশিত হল টেকটিউনে । দয়া করে কপি পেষ্ট করলে এই টিউনের লিংক দিয়ে দিবেন ।

ধন্যবাদ

Level 2

আমি সোহাগ ইসলাম সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Never Judge a Book by Its Cover All Things Comes to him who waits Nothing Is Impossible in a man's life


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্সপেক্ট ইলেমেন্ট ক্লীক
eita ki bujlam na vai?

Level 0

হয় না।

Hmm hoise .. thnx for tune

Google Adsese account karo proyojon hole contact korte paren :01737549011

কাউকে যদি Number Dia Invite করে থাকি সে যদি Firend Accept na kore তা বুঝব কী করে । আশা
করি যদি জানা থাকে হেল্প করবেন পীল্জ

স্ক্রীনশট সহ ইংরেজীতে এখানে..লিখলেন; কই ‍আপনি তো এড ব্যবহার করে রেখেছেন!!

    @জুনাইদ আহমাদ: এই পোষ্ট ৭ মাস আগে লেখা , তখন আমার সাইটে লিখা ছিল আর আমার ওই সাইট বন্ধ করে দিয়েছি এপ্রিলে ।