আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। টেকটিউনসে এটা আমার তৃতীয় পোষ্ট। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে, কিভাবে ফেসবুকে আপনার পচন্দের সব পত্রিকার পেষ্টগুলোর একসাথে দেখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
ধাপ -১:
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে লগইন করুন।
এবার আপনার পচন্দের যে কোন প্রত্রিকার পেজে যান (উদাহরন সরুপ: আমি দৈনিক আমার দেশ এ গেলাম)।
ধাপ -২:
তারপর লাল দাগ চিহ্নিত স্থানে ক্লিক করুন।
ধাপ -৩:
এবার add to interest list এ ক্লিক করুন।
ধাপ ৪:
তারপর new list এ ক্লিক করুন।
ধাপ -৫:
এবার দেখবেন যে নিছের মত একটা উইনডো আসবে সেখানে pages এ ক্লিক করুন।
ধাপ -৬:
এখন আপনার পচন্দমত পেজ গুলো নির্বাচন করুন।
উপরে সার্চ বক্সে আপনার পচন্দমত পেজের নাম দিয়েও সার্চ করে নির্বাচন করতে পারবেন।
নির্বাচন করা শেষ হলে তারপর Next এ ক্লিক করুন।
ধাপ -৭:
এবার list name এ আপনার পচন্দ মত (উদাহরন সরুপ: খবরের কাগজ) নাম দিন।
তারপন done এ ক্লিক করুন।
এবার দেখবেন আপনাকে ঐ লিস্টের (খবরের কাগজ) সব পোষ্ট একসাথে দেখাবে।
এখন দেখুন আপনার ফেসবুকের হেমপেজের ঠিক বামপাশে interests টেবে আপনার তৈরি করা সেই লিস্টের নাম দেখাচ্ছে।
এই লিঙ্কে ক্লিক করে আপনার পচন্দের সব পেজগুলোর পোষ্ট একসাথে দেখতে পারবেন।
আজ এই পর্যন্তই।
পোষ্টটি আগে এখানে প্রকাশিত
আর সময় হলে আমার এই ব্লগ থেকে একটু ঘুরে আসবেন
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদ সবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
আমি milonfci। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত আছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
valo laglo thnx for tune
Google Adsense Account Karo Proyojon Hole Contact Korte Paren 2 Hour e Kore Dibo :01737549011