আছ্ছালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু । আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকাই আমার কামনা । টেকটিউনস-এ এটাই আমার প্রখম টিউন কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।এর আগে এরকম টিউন হয়েথাকতে পারে তবে আমি আমার মত করে লিখেছি । এখন ফেসবুক ইউজ করেনা এমন লোক খুব কমই আছে । আর করবেইনা কেন ? এটার মধ্যে আলাদা একটা মজা আছে । ফেইসবুকে আমি অনেক মজাপাই । আর সবচেয়ে বেশী মজাপাই চেট করে । আমার মনেহয় এরকম মজা সবাই পেয়ে থাকে । আমি সর্ব প্রথম ফেবু একাউন্ট করি ২০০৮ সালে । কিন্তু এর মধ্যে অনেক আইডি বাতিল হয়েগেছে । মুলত তখন থেকেই ফেবু এবং কিছু সফ্টওয়ার নিয়ে গাটাগাটি করি । আজ আপনাদের একটা সুন্দর সফ্টওয়ার উপহার দেব যেটা ব্যবহার করে আমি অনেক আনন্দ পেয়েছি আশা করি আপনারাও আনন্দ পাবেন । এই সফ্টওয়ার দিয়ে চেট করা বেশী আনন্দ ।
যাক ওসব কথা বাদ দিয়ে মুল কথাই আসি, আমি যে সফ্টওয়ারটি শেয়ার করবো তার নামই "Facebook Chat" হয়তো এটার সাথে অনেকে আগেই পরিচিত থাকতে পারেন । আজকের আমার এই প্রথম টিউনটি তাদের জন্য যারা আগে এ সফ্টওয়ার সম্পর্কে জানতেন না ।এটির চাহিদা আই ফোন গুলোর মধ্যে বেশি, তবে জাভা সমর্থিত মোবাইলেও এর ব্যপক ব্যবহার লক্ষকরা যায় ।
সফটওয়্যারটি এখান থেকে বিনামুল্যে ডাউনলোড করে নেন। এবার open করে ID ও password দিয়ে লগইন করুন ।আর মনের আনন্দে চ্যাট করুন ।আজ এপর্যন্তই । সবাই ভাল থাকবেন। আল্লাহ্ হাফেজ......... সময় থাকলে আমার ""FACEBOOK"" ঘুরে আসতে পারেন ।
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালত