দেখে নিন ২০১৩ সালের ফেজবুকের সেরা হ্যাকগুলো

কেমন আছেন সবাই।আশা করি ভাল।সবাইকে জানাই আমার নতুন বছরের শুভেচ্ছা।এ বছর সবার ভাল কাটুক সেই কামনাই করি।ফেজবুক বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম।দিন দিন এর ব্যবহার এবং জনপ্রিয়তা বেড়েই চলছে।এবার বছর শেষে ফেজবুক তাদের ২০১৩ সালের সেরা হ্যাকগুলোর তালিকা প্রকাশ করল।তাহলে চলুন দেখে আসি বছরের সেরা ফেজবুক হ্যাক গুলো।

ফেজবুক সম্পর্কে যারা একটু খোঁজ খবর রাখি তারা জেনে থাকবেন যে ফেজবুক প্রতি বছর বেশ কয়েকটি “হ্যাকাথন” বা “হ্যাকার ওয়ে” ইভেন্ট আয়োজন করে থাকে।এর মাধ্যমে ফেজবুকের নানা রকমের উন্নায়ন সাধিত হয়।সাধারণত প্রতি ৬ সপ্তাহ পর পর ফেজবুক হ্যাকাথন ফিরে আসে।২০১৩ সালে সর্বমোট ৮টি হ্যাকার ওয়ে ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১. এয়ার ট্র্যাফিক কনট্রোল

এর মাধ্যমে একটি হ্যাকাথন দল উন্নয়নশীল দেশের বা যেখানে নেটওয়ার্ক খুবই দুর্বল সেখানে ফেজুবুকের মোবাইল ভার্সন এর ব্যবহার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।তারা এজন্য একটি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে।যার সাহায্যে তারা একটি এমবেডেড নেটওয়ার্ক তৈরী করে একাধিক অফিসে ফেজবুক ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরী করে।যেখানে নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল সেখানে ফেজবুক মোবাইল অ্যাপ নেটের স্পিড অনুযায়ী ফেজবুক ব্যবহার করতে এই এয়ার ট্র্যাফিক কনট্রোলের সাহায্য নেয়।

২. শেয়ার্ড ফটো অ্যালবাম

এটি ফেজবুকের ২০১৩ সালের একটি অন্যতম ফিচার।যারা ফেজবুক সম্পর্কে খোঁজ-খবর রাখেন তারা জেনে থাকবেন যে ২০১৩ সালের আগস্টে এটি ফেজবুক চালু করে।এর সাহায্যে একটি ফটো অ্যালবামে একাধিক ব্যবহারকারী ফটো আপলোডের সুযোগ পায়।প্রায় এক ডজন প্রকৌশলী এই হ্যাক নেভিগেশনে সারা বছর কাজ করে।

৩. পাওয়ার প্লেয়ার

আইফোন ব্যবহারকারীর জন্য এটি অবশ্যই দারুণ একটি জিনিস।আইফোনে ফেজবুক ব্যবহারের সময় যাতে ব্যাটারীর সাশ্রয় হয় তার জন্য এটি তৈরী করা।ফেজবুকের লন্ডন অফিসে কর্মরত প্রকৌশলীরা এটি ডেভলপ করে।এর ফলে আইফোন ব্যবহারকারীরা আরও সহজে ফেজবুক নামক সোশ্যাল মিডিয়ার আরও মজাদার অভিজ্ঞতা লাভ করে।

৪. থাম্বস আপ

দিন যতই যাচ্ছে ফেজবুকে চ্যাটের অপশনে স্টিকার ব্যবহার জনপ্রিয় হয়ে উঠছে।তাছাড়া প্রতিনিয়ত নানা ধরনের স্টিকার যোগ হচ্ছে।আপনি চাইলে খুব সহজে এর স্বাদ নিতে পারেন।এই থাম্বস আপ স্টিকার প্যাকও এবারের টপ লিস্টে স্থান পেয়েছে।

৫. ওয়েদার অন ইভেন্টস

বছর জুড়েই আমরা নানা রকমের ইভেন্ট পালন করে থাকি।আর এসব ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠানোর জন্য আমরা ফেজবুককেই ব্যবহার করে থাকি।আমরা আমাদের সুবিধার জন্য ফেজবুকে তৈরী করি নানা রকমের ইভেন্ট।এর মাধ্যমেই আমরা একত্রে মিলিত হবার আমন্ত্রণ পাই।কিন্তু একবার ভেবে দেখুন যেখানে আপনি আপনার ইভেন্টটি করবেন সেখানের আবহাওয়া কি আপনার জন্য নিরাপদ কিনা।সেখানে কি ঝড় হবে না রৌদ থাকবে কিভাবে বুঝবেন।এর জন্য “ওয়েদার অন ইভেন্টস” ফিচারটি আপনার উপকারে লাগবে।এর সাহায্যে আপনি ইভেন্ট লোকেশনের আবহাওয়ার খবর নিতে পারবেন।

৬. অ্যা সেলফ আপগ্রেডিং নেটওয়ার্ক

সাধারণত দেখা যায় যে কোন সাইট যখন আপডেট করা হয় তখন ব্যবহারকারীর উপর এর মারাত্নক প্রভাব পড়ে।ফেজবুকের ক্ষেত্রে যেন এমনটি না হয় তার জন্যই এই “অ্যা সেলফ আপগ্রেডিং নেটওয়ার্ক”।এর ফলে ফেজবুকের প্রযুক্তিগত উন্নয়ন আরও গতিশীল হয়েছে।

৭. লেট ইট স্নো

যারা ফেজবুকের এন্ড্রয়েড ও আইওএস ভার্সন দেখেছেন তারা জানেন যে এখানে একটি বিশেষ মেসেজিং ফিচার “চ্যাট হেড” নামক একটি জিনিস আছে।আর এবারের বড়দিন উপলক্ষে এতে যোগ করা হল “লেট ইট স্নো” (তুষারপাত ইফেক্ট)।সামনে এখানে আরও চমক থাকবে বলে জানিয়ছে ফেজবুক।

 

আজ এ পর্যন্ত।আল্লাহ হাফেজ।

 

ফেজবুকে আমি

প্রথম প্রকাশ এখানে

ব্যক্তিগত ব্লগে আমি

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂

Level 0

valo laglo