আনলমিটেড ফেইসবুক লাইক, শেয়ার বা কমেন্ট! খুবই সহজ হিসাব, অবশ্যই হবে।

আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ফেবুতে অসংখ্যা বন্ধু এবং তাদের ফেবু পেজে প্রচুর লাইক অথচ পেইজটা সেইরকম মজার কিছু না।আর  আপনি অনেক কষ্ট করে অনেক সুন্দর একটা পেইজ বানালেন কিন্তু বেরসিক বাঙ্গালী না লাইক দেয় না শেয়ার দেয়।

গত কয়দিন হল এই জ্বালায় জ্বলতে জ্বলতে অবশেষে একটা সাইট পেয়েই গেলাম যেখানে খুবই কম ঝামেলায় আপনার ফেইসবুক বা টুইটারে লাইক বা কমেন্ট এর বন্যা বইয়ে দেওয়া যায়।

বিশ্বাস হচ্ছে না? না হওয়ার কিছু নাই। একটা খুবই সহজ হিসাব, এক হাতে দিন আরেক হাতে নিন। মানে আপনি যা চাইবেন তা আপনাকেই দিতে হবে। একটু সহজ করে দেই। কিছু কিছু সাইট আছে যারা মিডিয়া এক্সচেন্জ করে।  আপনি অবশ্যই ফাও ফাও অচেনা কারও পেজে লাইক দিবেন না তাই আপনি যদি কারও পেইজে একটা লাইক দেন তবে সে আপনাকে কিছু পয়েন্ট দিবে, আবার অনুরুপভাবে কেউ যদি আপনার পেজে লাইক দেয় তবে আপনাকেও কিছু পয়েণ্ট ছাড়তে হবে। ব্যস হয়ে গেল ডিল! আপনি আমারটাই লাইক দেন আর আমি আপনারটাই লাইক দেই।

তাহলে চলে যান এইখানে। রেজিস্ট্রেশন করুন এবং মজা নেন।

তবে হ্যা, কিছু বিষয় মাথায় রাখবেন:

* প্রতিটা সোস্যাল এক্সচেন্জ এর লাইক গুলি সিলেক্ট করুন এতে সময় বাচবে। কারন শেয়ার বা কমন্টেস এ বেশী সময় লাগে।

* লাইক দেওয়া হলে আপনি নিজ থেকেই পেইজটি বন্ধ করুন নতুবা পয়েন্ট মিস হতে পারে।

* ইউটিউব লাইক বা শেয়ার থেকে বিরত থাকুন, কারন ইউটিউব এমনিতেই অনেক সময় নেয়।

আজকে এই র্পযন্তই, কথা হবে কমেন্টে . . .

Level 0

আমি এ্যাপাচি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai amar pageer Like barabo kivabe setay to bollen na niyom ta bolen

দুঃখিত, ভেবেছিলাম এত ডিটেইল লিখতে হবে না। রেজিষ্ট্রেশন করে লগিন করুন, উপরের মেনুতে দেখুন “Social Media Exchange”, এইখান থেকে আপিন পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। পাশে আছে “Add & Manage Pages” এইখানে আপনার যে পেজে লাইক বাড়াতে চান তার ইউআরএল দিয়ে দিন। ব্যাস এরপর আপনি শুধু Social Media Exchange এর গিয়ে লাইক দিতে থাকুন এবং পয়েন্ট পেতে থাকুন। আপিন যত পয়েন্ট ইনকাম করবেন সেগুলি আপনার পেজে লাইক দেওয়ার কাজে খরচ হবে। কে কে আপনার পেইজে লাইক দিচ্ছে তার একটা রিপোর্টও দেখা যায়।

Level 0

হুমমম…অনেক ভালো একটা ওয়েবসাইট ফেসবুক লাইকের জন্য..ধন্যবাদ আপনাকে..আমি একটা ওয়েবসাইটের
নাম দিই এটি ফেসবুক হতে শুরু করে প্রায় সমস্ত সোস্যাল
সাইটে নিস:ন্দেহে লাইক বাড়াতে সাহায্য করবে..লিংকটি হল-
http://www.moreviews.net

একটু ডিটেইল বললে সুবিধা হত।