অবিশ্বাস্য কিন্তু সত্যি এখন মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠান হাজার হাজার ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পোক (সুপার , ডুপার হিট পর্ব , না দেখলে বিশাল লস খাইবেন) **link updated – direct link****

সবাইকে অনেক অনেক ভালবাসা জানিয়ে শুরু করছি আমার  টিউনটি।আমার আজকের এই টিউনটি বিষয় হলো কিভাবে অতি অল্প সময়ে আপনি ফেসবুকে হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাবেন।তো আর সময় নষ্ট না করে চলুন দেখে নেয়া যাক  টিউনটি। link updated ** direct link ***

( এর আগের বার tt team আমার এই পোস্ট টা ডিলিট করছিলো , কারন জানিনা ,  মডারেটর ভাইদের উত্তর আশা করছি ))

(((<<<এই পোস্ট ২০১১ তে tt তে দেওয়া হইসে ,আমি শুধু লিংক আপডেট+রি পোস্ট করলাম , tuner name>   ))))

ডাউনলোড করুন Facebook Blaster Pro

আপনি অটোমেটিক ভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠাতে চাইলে আপনাকে ব্যবহার করতে হবে Facebook Blaster Pro নামের একটি সটওয়্যার।দাম মাত্র $৫০ ডলার!আরে নাহ ঘাবড়ানোর কিছু নাই।আমি আপনাদেরকে এই সফটওয়্যারটাই দেব সম্পূর্ণ ফ্রীতে।আর সফটওয়্যারটি ফ্রীতে ডাউনলোডের জন্য চলে যান এই খানে ।  সাইজ ১.৭৫ এমবি ।এবার সফটওয়্যারটি ডাউনলোড করুন।ডাউনলোড করা হয়ে গেলে আনজিপ করুন।এবার সফটওয়ারটি ইনস্টাল করুন এবং সাথে থাকা TXT ফাইল থেকে Facebook Blaster Pro এর সিরিয়াল কী দিয়ে এক্টিভ করে নিন।আর মওকুফ পান ৫০ ডলার।

এবার আসি প্রধান কাজে

ডাউনলোড তো হয়ে গেলে।প্রিমিয়াম সফটওয়্যার ও রেডি।এবার কাজের পালা।
প্রথমে Facebook Blaster Pro চালু করুন।এখানে আপনি সফটওয়্যরের ২টি অংশ দেখতে পাবেন।

বামে যে অংশটি রয়েছে সেটি হল সফটওয়্যারের আর ডান দিকেরটি হলো ব্রাউজার।আপনাকে ২দিকেই কাজ করতে হবে।
এবার আপনি আপনার ফেসবুকের লগইন ইমেল ও পাসওয়ার্ড দিয়ে Login বাটনে ক্লিক করুন।

আর বারবার লগইন করা থেকে মুক্তি পেতে Save New বাটনে ক্লিক করে আপনার ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।

লগইন হয়ে গেল।এবার আপনি যদি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে চান তাহলে ব্রাউজার থেকে যেকোন নাম লিখে সার্চ করুন।এবার যে পেজ আসবে তার একদম নিচে থেকে

see more resultএ ক্লিক করে আপনি আরো অনেক ফ্রেন্ডের লিস্ট আনতে পারেন।আপনার ফ্রেন্ড রিকুয়েস্টের পেজ ওকে।এবার আপনি বায়ের দিক থেকে "Gather ID" ট্যাবে ক্লিক করুন।ওখানে থেকে Gather ID তে ক্লিক করুন।দেখবেন বাম পাশে ঐ পেজে থাকা সকল ফ্রেন্ডের একাউন্টের আইডি চলে এসেছে।

এবার Import List ID To থেকে Friend Request মেনু সিলেক্ট করে Import বাটনে ক্লিক করুন।
এবার Friend Request অপশন আসবে।

এবার আপনি "start" বাটনে ক্লিক করুন।
ব্যস আপনার কাজ শেষ।এবার কেবল অপেক্ষার পালা।সফটওয়্যারটি অটোমেটিক ভাবে সবগুলো আইডিতেই আপনার হয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবে।আপনি একইভাবে ওয়াল পোস্ট ও মেসেজ পাঠাতে পারেন।আপনি যদি আপনার নিজের ফ্রেন্ডদের মেসেজ বা ওয়াল পোষ্ট করতে চান তাহলে "Gather ID" ট্যাব থেকে "My Friends" ক্লিক করুন।

তাহলে আপনি আপনার ফ্রেন্ডের লিস্টের পেজ এ চলে যাবেন।এবার আগের মত করে Gather ID করুন আর Import List ID To থেকে পছন্দ মত Friend Request,Messanger, বা Wall post সিলেক্ট করে মাত্র ১ ক্লিকেই তা সবার কাছে পাঠিয়ে দিন।

বিঃদ্রঃ ব্লক খাইলে আমি /tt দায়ি থাকব না

আরো ফ্রী হিসাবে পাচ্ছেন কিছু জটিল টিপস

১।আপনার যদি ৫০০ ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের পেজে প্রথমে প্রথম ৫০ জনের লিস্ট আসবে।আপনি যদি সবাইকে একসাথে মেসেজ বা ওয়াল পোসট পাঠাতে চান তাহলে আপনি পেজের নিচের দিকে এসে see more result এ ক্লিক করে

সবগুলো ফ্রেন্ডের লিস্ট নিয়ে আনুন।তার পর "Gather ID তে ক্লিক করুন।
৩।দ্রুত করে ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে পাঠানোর জন্য নিচের পদ্ধতি অনুসরন করতে পারেন
প্রথমে Setting ট্যাব এ যান।এবার নিচের দেখানো স্ক্রীণ শটের মত করে সব কিছু ইনপুট করুন।আর কিছুই করা লাগবে না।

৪।আপনার নেট স্পীড যদি কম হয় কিংবা আপনি যদি লিমিটেড ইন্টারনেট ইউস করে থাকেন তাহলে এই টিপসটি অনুসরন করুন।

আপনার ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ওপেন করে এর "Tools &gt
; Internet Option মেনুতে যান।Internet Option" মেনু ওপেন হবার পর Advance ট্যাবে যান।
এবার এখান থেকে Multimedia তে যেসব টিক দেয়া আছে তার সবগুলো টিক আনচেক করুন।

Apply ও Ok করে বের হয়ে আসুন।এতে করে ব্রাউজিং করার সময় কোন ইমেজ লোড হবে না।ফলে একদিক থেকে যেমন পেজ দ্রুত লোড হবে অন্য দিক থেকে আপনার ইন্টারনেটের ব্যান্ডউইথের ব্যবহার ও কমবে।

এই টিউন কেমন লাগলো আপনাদের?যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না।অনেক কষ্ট লাগে যখন টিউন এ কোন কমেন্ট থাকেনা । আর আমার নেট স্পীড অনেক কম , ফাইল টা upload করতে ১৫ মিনিট লাগলো । তাই সবাই কমেন্ট করবেন আশা করছি 🙂 সবাই ভালো থাকুন।সবাইকে ধন্যবাদ।

আর আমাকে সবাই তুই/তুমি বলে ডাকবেন কারন আমি এইবার ৮ এ উঠবো
আমার আইডি
আমার পেজ <- ভালো লাগলে লাইক দিতে পারেন

Level 0

আমি D4RK H4CK3R। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Link Updates koren pls.

Totternt kan?
Amare ai kane pathan – [email protected]