পোস্টের শুরুতেই বলছি যারা ফেসবুকের এই ফিচার গুলো আগে থেকে ব্যাবহার করেন তারা দয়া করে উল্টা পাল্টা কমেন্ট করবেন না, আমার মতে আপনাদের সংখ্যা মাত্র ১০% বাংলাদেশের ৯০% ফেসবুক ইউজার এই জিনিষগুলো দেখেছে কিন্তু ব্যাবহার জানে না। আমার কয়েকটা বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছি তারা কেউ এই জিনিষগুলোর ব্যাবহার জানে না। আপনার কমেন্ট দেখে হয়তো তারা আর চেষ্টা করবেনা।
আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো অনেক কাজের। এই কাজগুলো করার জন্য আমরা হয়তো অন্য অনেক ঝামেলাপূর্ণ রাস্তা ব্যাবহার করি।
অকারনে ফেসবুক গ্রুপ খোলা আমাদের একটা খারাপ অভ্যাস, গ্রুপে অ্যাডমিন ছাড়া আর কেউ পোস্ট করেনা তবুও গ্রুপ খুলতেই হবে। মনে করুন আপনি চাইছেন যে আপনার একটা স্ট্যাটাস বা ছবি শুধু আপনার কলেজ ফ্রেন্ড বা অফিসের কলিগরা দেখবে কাজটা করার জন্য হয়তো আপনি সবাইকে নিয়ে একটা গ্রুপ খুলতেন। আপনি চাইলেই এই কাজটা একটু অন্য ভাবে করতে পারবেন। সবাইকে নিয়ে একটা নতুন ফ্রেন্ড লিস্ট যে বানানো যায় সেটা কি জানেন? ফ্রেন্ড রিকুয়েস্ট Accept করার সময় হয়তো দেখেছেন Add to list লিখাটা আছে কিন্তু কোনদিন ট্রাই করেননি।
ছিবিতে মার্ক করে দেওয়া আছে এভাবে কাজ করলে একটা নতুন লিস্ট হবে। যেমন আমি বানিয়েছি Friends from Techtunes নামে। এই লিস্টে শুধু তারাই থাকবে যারা TT ব্যাবহার করে। এই লিস্টে ক্লিক করলে আমি শুধু টেকটিউন্সের বন্ধুদের পোস্ট দেখতে পারবো। আমি কোন পোস্ট করলে শুধু টেকটিউন্সের বন্ধুরা দেখবে। তাহলে আর গ্রুপের দরকার আছে। লিস্ট থেকে আপনি চাইলে কাউকে বাদ দিতে পারেন বা নতুন কাউকে অ্যাড করতে পারেন।
আমাদের একটা স্বভাব আছে, আমরা সব ধরনের পেজে লাইক দেই আর সবাই আমাদের মর্জি ছাড়া বিভিন্ন গ্রুপে অ্যাড করে যার ফলে দরকারি গ্রুপ বা পেজগুলো খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। আমরা চাইলেই দরকারি গ্রুপ, পেজ বা ফ্রেন্ড লিস্টকে উপরে রাখতে পারি।
ছবিতে দেখুন আমি আমার দরকারি পেজ, গ্রুপ এবং ফ্রেন্ড লিস্ট উপরে নিয়ে গেছি। যেকোনো পেজ, গ্রুপ বা ফ্রেন্ড লিস্টের বাম পাশে মাউস আনলেই এডিট বাটন পাবেন সেখানে ক্লিক করে Add to Favorites এ ক্লিক করলেই উপরে চলে যাবে।
এই জিনিষটা নিচক মজা ছাড়া আর কিছুই না। এইটা করলে আপনার প্রোফাইলের সব লেখা উল্টা হয়ে যাবে। কেউ দেখলে তার মাথা উল্টায় যাবে 😀
কাজটা করা অনেক সহজ, কেউ হয়তো চিন্তাও করেন নাই যে ফেসবুকও আমাদের সাথে মজা করে :P। Account Setting থেকে Language এ English (Upside Down) সিলেক্ট করে দিন। এবার দেখুন মজা।
এরকম আরো অনেক গুলো ফিচার আছে যা আপনারা হয়তো জানেন না। এক পোস্টে সব দিলে অনেক বড় হয়ে যাবে তাই ধাপে ধাপে দেবো। পোস্ট ভালো লাগলে আমার পেজে একটা লাইক দিয়ে দিয়েন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো 😀 😛 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
Account Setting থেকে Language এ English (Pirate) সিলেক্ট করে দিন। ওইটা আরো মজার 😀 😀 😀