ডেস্কটপে চ্যাট করুন আপনার ফেসবুক দিয়ে।

আশা করি সবাই ভাল আছেন। Techtune এ এটা আমার প্রথম টিউন। তাই যদি ভুল ত্রুটি থাকে তবে নিজ গুনে মাফ করবেন।

আপনি কি কখনও একটি ওয়েব ব্রাউজার খোলার ছাড়া আপনার ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট করতে চেয়েছিলেন? এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে  আপনি আপনার ওয়েব ব্রাউজার বন্ধ থাকা সত্ত্বেওসকল বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকার অনুমতি দিতে পারেন। যারা ওয়েব ব্রাউজার ওপেন করা ছাড়াই আপনার সকল Social ওয়েব সাইট এ লগইন থেকে বন্ধুদের অথবা Client দের সাথে যোগাযোগ বজায় রাখতে চান তাদের আজ পরিচয় করিয়ে দিব এমনই একটা সফটওয়্যার এর সাথে। সফটওয়্যার টার নাম  DIGSBY . এটি দিয়ে Yahoo!মেসেঞ্জার বা গুগল টক চ্যাট এর অনুরূপ চ্যাট করা যায়। তো আর দেরি কেন ? চলুন শুরু করি এক্ষণই।

প্রথমেই আপনাকে সফটওয়্যার টা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে।

এখানে শুধু মাত্র উইন্ডোজ ইউজার দের জন্য সফটওয়্যার টা দিয়েছি। উইন্ডোজ এর সব ভার্সনেই এটা চলবে। সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পর সফটওয়্যার টা ওপেন করুন। যদি কম্পিউটার Restart চায় তবেRestart দিয়ে নিন। সফটওয়্যার টা ওপেন করলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।

                                  

এখানে User Name, Email,password  দিয়ে যথাযথ ভাবে Sign inকরুন। Sign inকরা হলে নিচের মত একটাLoginউইন্ডো ওপেন হবে।

           

আবারওUser Name, password দিয়ে Login করুন। Login সফল হলে নিচের মত একটা উইন্ডো আসবে।

      

এখান থেকে আপনার পছন্দ মত  Social সাইট নির্বাচন করেLoginকরুন। এর পরের ধাপ গুলো তো আরও সহজ। আসা করি বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমিতো আছি :p। ফেসবুক এ আমাকে এখানে পাবেন। সবাই ভাল থাকবেন।

 

ডাউনলোড লিঙ্ক ঃ এখানে ক্লিক করুন।

এ ছাড়া বিভিন্ন প্রয়োজনীয় software download ও review দেখার জন্য Visit করতে পারেন আমাদের ব্লগ। ধন্যবাদ।

Level 0

আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন সামনে আরও টিউন চাই। আশাকরি টিটিতে নিয়োমিতো হবেন।

    Level 0

    ধন্যবাদ , আপ্নারাই হলেন টিউনার দের প্রাণ শক্তি। আপনাদের পাশে পেলে অবশ্যই আরও টিউন করব।

vai ei download link kaj hoy na onno ekta den