ফেসবুক নিয়ে পোস্ট করে আমি আলাদা মজা পাই, কেন জানি না শুধু জানি ভালো লাগে। অনেক দিন ধরে ফেসবুক ব্যাবহার করি অনেক নতুন নতুন ফিচার আমার চোখে পরেছে, কিছু ফিচার পুরনো কিন্তু আমি জানতাম না। আপনাদের মদ্ধেও এমন অনেকে আছেন যারা ফেসবুকের অনেক প্রয়োজনীয় ফিচার সম্পর্কে জানেনা না। আপনার জন্য আমার এই পোস্ট। আসুন দেখি কি কি আছে।
মনে করুন আপনি একটা বা ছবিতে স্ট্যাটাসে কমেন্ট করলেন তারপর ছবি বা স্ট্যাটাসের মালিক আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। কিন্তু এই স্ট্যাটাস বা ছবিতে যখন নতুন কেউ কমেন্ট করবে আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে। এই জিনিশটা অনেক সময় বিরক্তিকর মনে হয়। এই নোটিফিকেশান বন্ধ করতে-
স্ট্যাটাস বা ছবি থেকে আপনার সম্পর্ক বন্ধ করতে Stop Notifications এ ক্লিক করুন। এতে শুধু এই পোস্টের নোটিফিকেশান বন্ধ হবে অন্য পোস্টের না।
আমরা মাঝে মাঝে অনলাইনে আসলে সবাই মেসেজ দেয় যারা চান যে আরেকজনের মেসেজে বিরক্ত হন তাদের জন্য এই পদ্ধতি। এমন সিস্টেম করবেন এতে শুধু গার্লফ্রেন্ডগুলো দেখবে যে আপনি অনলাইনে আছেন বাকি সবাই দেখবে আপনি অফলাইন 😀 একই কাজ উল্টাভাবেও করতে পারেন, সবাই আপনাকে অনলাইনে দেখবে কিন্তু গার্লফ্রেন্ডগুলো দেখবে আপনাকে অফলাইনে।
চ্যাটের পাশে সেটিং বাটনে ক্লিক করে Advanced Setting এ ক্লিক করুন। এবার যে উইন্ডোটা ওপেন হবে সেখানে Turn on chat for some friends... এ ক্লিক করে যাদের নাম লিখে সেভ করবেন তারা ছাড়া আর কেউ আপনাকে অনলাইনে দেখবে না। আর Turn on chat for all friends except....এ ক্লিক করে যাদের নাম লিখে সেভ করবেন তারা ছাড়া সবাই আপনাকে অনলাইনে দেখবে।
প্রথম প্রথম মানুষ মনে করে যে ট্যাগ করা ভালো নিজেকে একটু বড় বড় মনে হয়। কিন্তু একবার অ্যাকাউন্ট ব্লক হলে মনে হয় যে পুঙ্গি বাইজা গেছে 😛 উল্টা পাল্টা ছবি ট্যাগ করে পরে ফটো ভেরিফিকেশন করার সময় কাউকে চিনি না। ট্যাগ বন্ধ করা যায়, আপনার অনুমুতি ছাড়া ছবি টাইমলাইনে আসবে না।
ফেসবুকের Privacy Setting এ ক্লিক করে আমার মার্ক করা অপশনটা অন করে দিন এবার কেউ আপনাকে ফটো ট্যাগ করলে সেটা টাইমলাইন যাবে না। আপনি Activity Review থেকে পরে ছবি ইচ্ছা করলে টাইমলাইনে অ্যাড করতে পারনে বা রিমুভ করতে পারেন।
পরের টিউনে আরো নতুন জিনিশ নিয়ে আসবো। পোস্ট ভালো লাগলে যা খুশি করেন আর ভালো না লাগলে কি করতে হয় তা তো জানেনই, জানেন না?? আমারে ধইরা ঘারান ( আমারে পাইলে তো :P)
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
নতুন কিছু পেলাম না!