ফেসবুকের পোকা [পর্ব ০৭] :: ফেসবুকের কিছু প্রয়োজনীয় ফিচার যা হয়তো এখনো আপনার চোখে পড়েনি।

ফেসবুকের পোকা

ফেসবুক নিয়ে পোস্ট করে আমি আলাদা মজা পাই, কেন জানি না শুধু জানি ভালো লাগে। অনেক দিন ধরে ফেসবুক ব্যাবহার করি অনেক নতুন নতুন ফিচার আমার চোখে পরেছে, কিছু ফিচার পুরনো কিন্তু আমি জানতাম না। আপনাদের মদ্ধেও এমন অনেকে আছেন যারা ফেসবুকের অনেক প্রয়োজনীয় ফিচার সম্পর্কে জানেনা না। আপনার জন্য আমার এই পোস্ট। আসুন দেখি কি কি আছে।

স্ট্যাটাস বা ছবির নোটিফিকেশান বন্ধ করাঃ

মনে করুন আপনি একটা বা ছবিতে স্ট্যাটাসে কমেন্ট করলেন তারপর ছবি বা স্ট্যাটাসের মালিক আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। কিন্তু এই স্ট্যাটাস বা ছবিতে যখন নতুন কেউ কমেন্ট করবে আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে। এই জিনিশটা অনেক সময় বিরক্তিকর মনে হয়। এই নোটিফিকেশান বন্ধ করতে-

স্ট্যাটাস বা ছবি থেকে আপনার সম্পর্ক বন্ধ করতে Stop Notifications এ ক্লিক করুন। এতে শুধু এই পোস্টের নোটিফিকেশান বন্ধ হবে অন্য পোস্টের না।

চ্যাটে নির্দিষ্ট কয়েকজনের জন্য অনলাইন বাকি সবাই দেখবে অফলাইনঃ

আমরা মাঝে মাঝে অনলাইনে আসলে সবাই মেসেজ দেয় যারা চান যে আরেকজনের মেসেজে বিরক্ত হন তাদের জন্য এই পদ্ধতি। এমন সিস্টেম করবেন এতে শুধু গার্লফ্রেন্ডগুলো দেখবে যে আপনি অনলাইনে আছেন বাকি সবাই দেখবে আপনি অফলাইন 😀 একই কাজ উল্টাভাবেও করতে পারেন, সবাই আপনাকে অনলাইনে দেখবে কিন্তু গার্লফ্রেন্ডগুলো দেখবে আপনাকে অফলাইনে।

চ্যাটের পাশে সেটিং বাটনে ক্লিক করে Advanced Setting এ ক্লিক করুন। এবার যে উইন্ডোটা ওপেন হবে সেখানে Turn on chat for some friends... এ ক্লিক করে যাদের নাম লিখে সেভ করবেন তারা ছাড়া আর কেউ আপনাকে অনলাইনে দেখবে না। আর Turn on chat for all friends except....এ ক্লিক করে যাদের নাম লিখে সেভ করবেন তারা ছাড়া সবাই আপনাকে অনলাইনে দেখবে।

ছবি ট্যাগ করা বন্ধ করাঃ

প্রথম প্রথম মানুষ মনে করে যে ট্যাগ করা ভালো নিজেকে একটু বড় বড় মনে হয়। কিন্তু একবার অ্যাকাউন্ট ব্লক হলে মনে হয় যে পুঙ্গি বাইজা গেছে 😛 উল্টা পাল্টা ছবি ট্যাগ করে পরে ফটো ভেরিফিকেশন করার সময় কাউকে চিনি না। ট্যাগ বন্ধ করা যায়, আপনার অনুমুতি ছাড়া ছবি টাইমলাইনে আসবে না।

ফেসবুকের Privacy Setting এ ক্লিক করে আমার মার্ক করা অপশনটা অন করে দিন এবার কেউ আপনাকে ফটো ট্যাগ করলে সেটা টাইমলাইন যাবে না। আপনি Activity Review থেকে পরে ছবি ইচ্ছা করলে টাইমলাইনে অ্যাড করতে পারনে বা রিমুভ করতে পারেন।

পরের টিউনে আরো নতুন জিনিশ নিয়ে আসবো। পোস্ট ভালো লাগলে যা খুশি করেন আর ভালো না লাগলে কি করতে হয় তা তো জানেনই, জানেন না?? আমারে ধইরা ঘারান ( আমারে পাইলে তো :P)

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু পেলাম না!

    Level 0

    @Hello-Khaled: আগামীতে অবশ্যই নতুন কিছু পাবেন।

Level 0

thx

    Level 0

    @md.faisal: welcome 🙂

Eigulo ebar notun!!!!!!!!!!!! parle valo kichu din ar na parle amar kach theke sikhe niyen

    Level 0

    @ABU JUBAIR MAHIN: অনেক ভালো বলেছেন ভাই, আমি বলেছি যারা জানে না তাদের জন্য নতুন। দয়া করে দেখে শুনে কমেন্ট করুন, আপনার পরে যিনি কমেন্ট করলেন তারটা দেখুন। আর অনেক জানেনতো আপনার কাছ থেকে প্রতিদিন ২ টা করে পোস্ট আশা করছি ফেসবুক বিষয়ে। ধন্যবাদ!!!

ami jantam na fecebook ai kaj gulo.apnar take siklam.,,specially thanks

    Level 0

    @সোহাগ: আপনাকেও ধন্যবাদ ভাই 🙂

Level 0

অনেকে কমেন্টে, কমেন্ট কারীর নামের ভিতর ওনার প্রোফাইল লিংক দেয় এটি কিভাবে দিতে হয় একট জানাবে!

    Level 0

    @arfath12: আপনার প্রশ্নটা ক্লিয়ার না, যদি কমেন্টে কাউকে মেনশন করতে চান তাহলে @ তারপর একটা স্পেস দিয়ে যাকে মেনশন করবেন টার নাম যেমন @ Sohag আর যদি লিঙ্কের মতো দেখাবে কিন্তু লিঙ্ক না এমন করতে চান তাহলে #Sohag এভাবে লিখুন। উত্তর না পেলে ফেসবুকে যোগাযোগ করুন।

টিউনটা ভালই হয়েছে, আশা করি সামনে ভাল টিউন দেবেন ধন্যবাদ