ফেজবুক।বর্তমানে ইন্টারনেট ইউজ করেন কিন্তু ফেজবুকে কোন একাউন্ট নেই,এটা হতে পারে না।আর তাই ফেজবুক এখন সবার জনপ্রিয়ের অন্যতম মাধ্যম।এই ফেজবুকে আমরা কত কিছুই না শেয়ার করি।কত হাসি,কান্না,দুঃখ,আনন্দ,বেদনার সাক্ষী এই ফেজবুক।ভাল কোন পোস্টে লাইক দেওয়া এ ত ফেজবুকে আমরা হরহামেশায় করে থাকি।কিন্তু দেখুন ত আপনার কোন ফ্রেন্ড পোস্ট দিল যে,তার নিকট আত্নীয় কেউ মারা গেছে।আর আপনি তাতে দিলেন লাইক। 😕 ব্যাপারটা কেমন দেখায় না।
আর এটি যোগ হলে যে,অনেক ভাল হবে সেটা আর বলার অপেক্ষা রাখেনা।এখন শুধু দেখার অপেক্ষা ফেজবুক কবে নাগাদ এই বাটনটি সংযুক্ত করে।
তথ্য-সূত্র : http://www.bbc.co.uk/news/technology-25299597
আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good 🙂