আমি বিশ্বাস করি আমরা অনেকেই ফেসবুকের “In an Open Relationship” কনসেপ্টার ব্যাপারে ভালোভাবে জানি তবুও মাঝে কিছু কিছু ফেসবুক প্রোফাইল দেখে আমি দ্বিধাতে পড়ে যাই আমরা কি জানি নাকি সামান্যতম জানি অথবা জানি তবে সচেতন না। যদিও আমি আপনাদের সামনে জ্ঞানী জ্ঞানী ভাব নিচ্ছি তদুপরি আমি নিজেও কিন্তু কয়েক মাস আগে কন্সেপ্টা জানতাম না 😯 । তবে জানি না বলে এর প্রয়োগটাও কখনো করি নি। ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে এই দুই অপশন দেখে ভাবতাম এই দুই ধরনের প্রেমের মাঝে পার্থক্যটা কি-একটা স্বাভাবিক প্রেম আরেকটা হয়তো কঠিন প্রেম 😆 । পরবর্তিতে ফেসবুকে অনেকের প্রোফাইলে এই কন্সেপ্টার ব্যাপক ব্যবহার দরুন আগ্রহী হয়ে আমাকে প্রফেসর ড. গুগল রহমানের শরণাপন্ন হতে হল। তিনি আমাকে তার বন্ধু উইকিপিডিয়ার কাছে পাঠালো। ঊনার কাছে গেলাম তারপর যা জানতে পারলাম তাতে আমি অবাক হয়ে গেলাম এ ব্যাপারে 😕 । আমি উনার বক্তব্যটা আপনাদের সামনে হুবুহু তুলে ধরলামঃ
“An open relationship is an interpersonal relationship in which the parties want to be together but agree to a form of a non-monogamous relationship. This means that they agree that a romantic or intimate relationship with another person is accepted, permitted, or tolerated. Generally, an open relationship is when the parties involved have two or more romantic or sexual relationships occurring at the same time either as a short term relationship, such as dating, or long term relationship, such as marriage. The concept of an open relationship has been recognized since the 1970s.”
উপরের সংজ্ঞা হতে একটা বিষয় খেয়াল করলাম প্রেম নামক পবিত্র বিষয়কে মানব সভ্যতায় সময়ের সাথে সাথে বিভিন্ন বিকৃত মানুষিকতার মিশ্রন ঘটিয়ে একে যুগোপযোগী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা চালানো হচ্ছে যা হতাশজনক। তবে এটা ঠিক স্রষ্টার প্রদত্ত উপহারকে যতই সংযোজন বিয়োজন করা হোক না নিজের তৃপ্তির জন্য, এই পরিবর্তিত মোড শেষ পর্যন্ত ধ্বংসের কারন হয়ে দাড়ায়। কারন সত্য যখন মিথ্যের পাশে দাঁড়ায় মিথ্যে তখন বিলুপ্ত হয়ে যায় আর এটা বিপথগামী পরিবর্তনধারীদের জন্য নির্মম সময়ের খেলা 😡 ।
আশা করি পাঠকরা এই কন্সেপ্টার ব্যাপারে সম্যক ধারণা নিয়েছেন এবং ভবিষ্যতে এর প্রয়োগে সতর্কতা অবলম্বন করবেন ফেসবুকে বিশেষ করে যারা এই কনসেপ্টতা বাস্তব জীবনে প্রয়োগ করে না । কারন ফেসবুক একটা ভার্চুয়াল জগত হলেও নতুন অনেক অপরিচিত ব্যক্তিদের সাথে আমরা এর মাধ্যমে পরিচিত হই এবং তারা আপনার বাস্তব জীবনে আসার পূর্বে আপনার ব্যক্তিত্বের ব্যাপারে ফেসবুকের দ্বারা কিছুটা অনুমান করতে পারে।
পরিশেষে সুস্থ মানুষিকতা সম্পন্ন মানবসভ্যতার সমৃদ্ধি কামনায় এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।
আমি MD Alauddin Al-Mahdi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আলাউদ্দিন আল-মাহদী, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আশা ইউনিভার্সিটি থেকে বিবিএ ফাইন্যান্সের উপর গ্রাজুয়েশন করেছি। দীর্ঘ ২ বছর এর উপর অডেস্ক এবং ইল্যান্সে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। মূলত এসইও এর উপর কাজ করে থাকি। যদিও আমি তেমন অভিজ্ঞ নই তবে প্রতিটি মূহুর্তে আমি নতুন নতুন বিষয়ের উপর জ্ঞান আহরন করে নিজের...
thanks