ফেসবুকের পোকা [পর্ব ০৬] :: ফেসবুক ফ্যান পেজে নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয় ভাবে পোস্ট হবে। আপনার পছন্দ মতো।

ফেসবুকের পোকা

কেমন আছেন সবাই? টেকটিউন্স আমার টিউনারশিপ ফিরিয়ে দিয়েছে তাই আমি অনেক খুশী 😀 আজকে আপনাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করবো। টাইটেল দেখেই যারা বুঝে গেছেন তারা চলে যান। যারা জানেন না তারা বাকিটা পড়ুন।

এটা কোন সফটওয়্যারের কাজ না, ফেসবুকেরই একটা সুবিধা হয়তো অনেকেরই নজরে পরে নি। আপনার ফ্যান পেজে একটা ছবি বা লিখা পোস্ট করার সময় নির্দিষ্ট একটা টাইম দিতে পারবেন যখন এই পোস্ট টা পাবলিশ হবে। এটা শুধু মাত্র ফেসবুক ফ্যান পেজের জন্য, প্রোফাইলে হবে না।

মনে করুন সামনের পাঁচ দিন আপনি ব্যাস্ত থাকেন ফেসবুকে আসতে পারবেন না। আপনি চাইলে পাঁচ দিনের পোস্ট একদিনেই করতে পারবেন। কিন্তু ফেসবুক তা পাবলিশ করবে আপনার ঠিক করে দেওয়া সময় মতো। দেখুন কিভাবে করবেন।

পোস্ট করার সময় কেউ কি কোনদিন এই লাল দাগ দেওয়া আইকনে ক্লিক করেছেন? না করলে এখন করুন। ক্লিক করার পর নিচের মতো আসবে।

স্ট্যাটাস লেখার পর আমি টাইম সেট করেছি, নভেম্বরের ২২ তারিখ ১২:১৫ মিনিটে আমার পোস্ট তা পাবলিশ হবে। স্ট্যাটাস/ছবি দিয়ে টাইমের আইকনে ক্লিক করে তারিখ এবং সময় সেট করে Schedule এ ক্লিক করলেই হয়ে যাবে। পাঁচ মিনিটের বেশি সময় দিতে হবে। অনেকে হয়তো টেস্ট করার জন্য একমিনিট পরের Schedule দিয়ে রাখবেন। কমপক্ষে পাঁচ মিনিট পর দিতে হবে।

তাহলে যত খুশী তত পোস্ট Schedule করে রাখুন।

পোস্ট ভালো লাগলে যা খুশী করেন আর খারাপ লাগলে কি করবেন তা তো জানেনই, আমার ধইরা ঘারাইবেন (আমায় পাইলে তো 😀 😛 )

কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন,

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি

আমার একটা পোস্ট হয়তো আপনার ভালো লাগবে,

আপনার গায়ক হওয়ার সপ্ন এখন একটুহলেও সত্যি হবে। মিউজিক সহ আপনার সুন্দর গান শুনে গার্লফ্রেন্ড খুশিতে অজ্ঞান হলে আমি দায়ি না 😀 (ভিডিও টিউটরিয়াল সহ)

 

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tunership ferot palen kivabe.pls ak to janan.by the way post ti valo hoeche

    Level 0

    @talukder011: টেকটিউন্স ডেস্কে বলুন, সমস্যা বিবেচনা করার মতো হলে তারা টিউনারশিপ ফেরত দেবে। ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া । কাজে দিবে।

    Level 0

    @রাকিব হাসান: আপনাকেও ধন্যবাদ 🙂

খুব উপকারী টিউন 😀
ধন্যবাদ
আমি জানতাম না

    Level 0

    @রাহুল এ্যাশ: ধন্যবাদ আপনাকেও 🙂