ফেসবুকে Pending Friend Request তালিকা দেখুন (সর্বোৎকৃষ্ট সহজ পদ্ধতিতে), আইডি ব্লক হওয়া থেকে বাঁচুন !!!

Cancel Pending Friend Requestআজ আপনাদের সাথে ফেসবুক সম্পর্কে একটা ট্রিকস শেয়ার করব। অনেকেই হয়ত জানেন, আবার অনেকেই হয়ত জানেননা। যারা জানেননা তাদের জন্য এই ট্রিকসটি অনেক উপকারে আসবে। এবার আসল কথায় আসা যাক। আজকের ট্রিকসটি হল ফেসবুকে Pending Friend Request নিয়ে। আমরা সাধারণত অনেকেই ফেসবুকে নতুন বন্ধুর খোঁজে যাকে-তাকে, চেনা-অচেনা নানা আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট  পাঠিয়ে থাকি। কিন্তু ফেসবুকের নিয়ম নীতির মাঝে এই কাজটি একটি অন্যতম নিষিদ্ধ কাজ। কিন্তু ফেসবুক তো আর বুঝেনা যে আমরা ফেসবুক ব্যবহার করিই শুধুমাত্র অচেনা কাউকে বন্ধু বানাতে অর্থাৎ নতুন নতুন বন্ধুত্ত করতে। তাই ফেসবুকের নিয়ম অনুযায়ী ঃ- অপরিচিত কাউকে অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বেশিরভাগ লোক Cancel করলে বা বাতিল করলে, আপনাকে কেউ ব্লক মারলে সাধারণত আপনিও অর্থাৎ আপনার আইডিকে ফেসবুক থেকে দেয়া শাস্তি ভোগ করতে হবে। এই শাস্তি হিসেবে অনেকসময় আমাদের আইডি ব্লক করে দেয়া হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করা হয়।
এসব শুরুর কথা বললাম। আর একটা কথাও অযথা বাড়াবনা। এখন দেখাব আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং সেগুলো এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। খুবই সোজা এবং ছোট একটা কাজ করলেই আপনি এই কাজটি করতে পারবেন। আর তালিকাটি পাওয়ার পর সেগুলো Cancel Friend Request ক্লিক করেই আপনার আইডি অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন :-
  • ফেসবুকে লগিন থাকা অবস্থায় এই লিঙ্ক - এ ক্লিক করুন
  • একটি পেজ আসবে যেখানে আপনি আপনার Pending Friend Request তালিকা পেয়ে যাবেন।
  • এবার সেখান থেকে Cancel Request বাটন ক্লিক করে একটা একটা একটা করে রিকোয়েস্ট বাতিল করুন।
  • ব্যাস কাজ শেষ। সমস্যা হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।

Cancel Pending Friend Request

[[বি দ্র : এই পোস্টটি আমার ব্যক্তিগত ব্লগে সর্বপ্রথম প্রকাশিত হয়েছে। আপনাদের সকলের কাছে আমার ব্লগে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ আমার ব্লগটি ভিজিট করবেন।]]

ব্লগার মারুফ
ব্লগার মারুফ

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jossssssssss ostad…..

ধন্যবাদ ভাই……।