ফেসবুকের ওয়ালের পোষ্ট, শেয়ার সব হাওয়া হয়ে যাচ্ছে।

আজ সন্ধ্যা আটটা তিরিশ মিনিট থেকে ফেসবুকের অনেকেরই ওয়ালের পোষ্ট, শেয়ার সবগুলি হাওয়া হয়ে গিয়েছে। আটটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে এই লিখা পর্যন্ত অনেকেই একই অভিযোগ করতে শুরু করে। রাত দশটা তিরিশ মিনিট পর্যন্ত ফেসবুক কিংবা অন্য কোন মাধ্যম থেকেও এ ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যাইনি।

যাদের ওয়ালের পোষ্ট, শেয়ার সবগুলি হাওয়া হয়ে গিয়েছে তাদের ওয়ালে শুধুমাত্র "Sorry, but this page didn't load properly. Please try again." লিখাটাই আসছে । প্রথমে load/slow মনে করে বারবার রেফ্রেস কিংবা load কোন প্রকার লাভ হয়নি। (এইখানে দেখলে বুঝতে পারবেন!) নিম্নে চিত্র আঁকারে দিয়ে রাখলাম।

শুধুমাত্র ফেসবুকের ওয়ালের পোষ্ট, শেয়ার নয় অনেক পেজের ওয়ালের পোষ্ট, শেয়ারও হাওয়া হয়ে যাচ্ছে। (এইখানে দেখলে বুঝতে পারবেন!) ফলে স্বাভাবিক ভাবেই অনেকের মধ্যেই অজানা একটা আতংক সৃষ্টি হয়েছে। বিশেষ করে বড় বড় ফেনপেজ-এর মালিক এবং ফেসবুক সেলিব্রেটিরা ব্যপারটা নিয়ে বেশী আতংকিত।

তবে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ব্যাপারটায় এতটা আতংকিত হবার কিছুই নেই। হয়ত বা ফেসবুক তার টাইমলাইনে আবার বড় ধরেনের কোন পরিবর্তন আনতে যাচ্ছে। আশা করি ভাল কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। লেখাটা খুব দ্রুত লিখা তাই ভুল ক্ষমার দৃষ্টিতে দেখার আহব্বান রইল।

আমার ব্লগস্পট সাইট দেখতে পারেন (দেখতে এখানে ক্লিক করুন!) !

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Techtunes e agey hazar hazar free neter upor Tune asto ekhon ki holo ektao kew dite parena!!

    @pixiemnz: এমন ধরনের টিউন এখনও অনেক আসে, আপনি নির্দিস্ট বিভাগে গিয়ে খুজলেই পাবেন…।

এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে।

    @আব্দুল্লাহ আল নোমান: জি ভাই রাত ১২টার দিকেই মোটামোটি সব ঠিক হয়ে গিয়েছে, তবে কোন পরিবর্তন হয়নি আগের মতই আছে।

    ধন্যবাদ মন্তব্যের জন্য