100% গেরান্টি সহকারে FACEBOOK Photo Verification থেকে এখন উদ্ধার করুন আপনার আকাউন্ট! মেগা টিউন !

আসসালামু আলাইকুম

আজ আমার বার্থডে উপলক্ষে  আমি আপনাদেরকে দেখাবো কিভাবে facebook আকাউন্ট photo verification চাইলে তা উদ্ধার করতে হয় । এর আগে বলে নেই facebook কিভাবে আপনাকে এই পিকগুলা দেয়। ধরেন আপনি একজনের ফ্রেন্ড, সে যদি আপনাকে পিক টেগ করে অথবা অরে যদি কেউ ট্যাগ করে তাইলে উভয় অবস্তায় আপনাকে অই পিকগুলা দিবে যা ট্যাগ করা হইছে।

দাঁড়ান দাঁড়ান !

আগে বলে নেই ট্যাগ জিনিসটা কি ?

ধরেন আপনি আপনার ফ্রেন্ড সহ কথাও বেড়াতে গিয়ে ফোট তুললেন। আর বাসায় এসেই ফেইসবুকে আপ্লোড করেলেন।  এখন আপনাকে তো আপনার ফ্রেন্ডরা চিনেই বাট অই মিয়ারে কে চিনব। কেউ তো চিনেনা !

তাই না ?

এখন আপনি আপনার অই ফ্রেন্ডকে অন্যদের মাঝে পরিচিত করে দিতে আপনি তার মুখের উপর মাউস রাখলে নাম লেখার অপশন আসবে। তখন তার নাম দিয়ে দিলে যে কেউ আপনার ফ্রেন্ডকে চিনার জন্য কোন প্রব্লেম হবে ন। এইটাই আসলে ট্যাগিং । বাট আমাদের দেশের পোলাপাইন না বুঝে, না জেনে এর use করে। এখন থেকে আপনিও সতর্ক থাকবেন টেগিং এর ক্ষেত্রে। আমি আমার আইডি রিকভার করতে গিয়ে দেখলাম ছাগল,গরু,ঘাস ETC ট্যাগ করা। খুব হাসির বিষয় না!

এখন বলি বাঁচার উপায়

timeline review on করে রাখবেন ।যারা যারা আপনাকে পিক ট্যাগ করবে এদের ব্লক মারবেন । ব্যাস । এটা আমার সিস্টেম। এতে হেতেরে যে যে ট্যাগ করেছে হেও মরবে আমিও বাঁচব।

এবার আসেন  দেখাই কি করে photo verification হলে কিভাবে উদ্ধার করবেন ।

আসলে এটা খুব easy একটা বিষয়। বাট অনেকেই জানেন না । দেখেন আমি আসলে এই ভাবে অনেক রুজি করছি। বাট এখন চাইতেছি যে আপনাদেরকেও ফ্রী বিষয়টা জানাই।

ফেইসবুক আপনাকে ৩ ভাবে ফোট ভেরিফাই করতে পারে।

১.একটা একটা পিকচার দিয়ে (সাধারনত মবাইল ইউযারদের ক্ষেত্রে)

২. ৩টা পিকচার দিয়ে

৩.পিকচার দিবে বাট নাম দিবে না

আমি দেখাব ২ নং টা । অন্যগুলা আরেক দিন না হয় বলব। অথবা আমার সাথে যোগাযোগ কইরেন।

যা যা লাগবে

১. স্ক্রিনসট নেয়ার একটা সফট। আমি picpick use করেছি।

২. পিসি ।

৩. ধৈর্য । (৫/৪ দিন ট্রাই করতে হবে। )

কাজের ধারা

প্রথমে আপনি কয়েক বার প্রতিটা পিক এর screnshot নিবেন।

এভাবে যতবার আসবে ততোবার পিকের screenshot নিবেন।সর্বচ্চ এক বারে ৫ টা থেকে ৭ টা পিক নিতে পারবেন।  নিচের অই নামগুলা সহ স্ক্রিনসোট নিবেন। আপনি একবার ভেরিফাই করার পর সবগুলা পিক ভুল হবে। এভাবে প্রতি ঘন্টায় আপনি একবার করে ভেরিফাই করতে পারেন। এগুলা ভুল হবে, ভুল হোক নো প্রব্লেম । এখন ধরেন আপনার ২০/৩০ বা ৪০/৫০ টা পিক জমা হল কিন্তু একটাও চিনেন না । এখন আপনি দেখতে থাকেন। মানে অই পিকগুলা আপনি দেখেন,এনালাইয করেন, খুঁজেন যে কথাও আপনি একি পিক দুইবার দেখেন কিনা? দাড়ান আমি পিক দেখাই।নিচের পিকটায় আপনি আমার ভেরিফাই করা আইডি গুলার ফল্ডার দেখতে পাচ্ছেন। এখানে আপনি আমার ভেরিফাই করা ১৮ টা আইডি এর ফল্ডার দেখতে পাচ্ছেন।

দেখেন আমি For kawser এর ফোল্ডারটায় ডুকতেছি।

লাল রেখার ভেতরের ফোল্ডারগুলা হল অই পিক গুলা যেগুলা আমি identify করেছি যে এটাই আসলে অই নির্দিস্ট  ব্যক্তির পিক আমি নামও লিখে রেখেছি। একটা সময় দেখবেন যে একি পিক বার বার ঘুরিয়ে ফিরিয়ে আসতেছে।দাঁড়ান বিষয়টা খুলে বলি।

দারান ! আমি যে কোন একটা ফোল্ডার খুলি। (আপনারা শুধু দাঁড়ায়ে থাকেন ! হা হা হা হা :P)

আমি jahid ahmed এই ফোল্ডারটা খুললাম ।একি ফোল্ডারের ভিতরের অন্য পিকটাও খেয়াল করেন ।

কি বুঝলেন । বলেন তো !

হা , একটা সময় আপনি দেখবেন এভাবে একি পিক ভিন্ন আরো দুটি পিকের সাথে দেখাবে। এখন বুঝবেন কি ভাবে যে এই পিকটা আসলে এই নামের লোকটার । আপনার ভাজ্ঞ ভাল থাকলে ৫ টার ৫ টা আপনি আন্দাজে ঢিল মারলে হয়েও যেতে পারে বাট এটা অনেক রেয়ার।

দাঁড়ান দেখাই ।

একটু photo editing করতেছি । না না দাড়ায়েন না ।বসে বসেই দেখেন ।

এখানে আমি photo edit করে দুই পিককে এক সাথে করলাম। আর লক্ষ করেন , দেখবেন, এখানে একটা নাম কমন। মানে দুই জাগায়ই একি নাম আছে। অর্থাৎ এইটাই অই ব্যক্তির নাম। এখন বুঝতে হবে যে এই ৬ টা পিক এর নামি কিন্তু জাহিদ আহমেদ। বুঝলেন! আমি আমার হাতে অন্য ফোল্ডার গুলা খুলে দেখাই ।

পিক গুলা বড় করেন। অন্য আরেক ফোল্ডার দেখাই ।

আরেকট

  এইটায় পিক সেইম বাট নাম ভিন্ন ভিন্ন।

আর থাকরে বাবা। আমি ক্লান্ত। আর ফোল্ডার খুলা যাবে বাট অনেক লম্বা হয়ে যাবে । তাই এখানেই বিদায়। কমেন্ট করে আমার ট্রিকটা কেমন হল জানাবেন।আরেকটা অনুরোধ আপনারা এই লিঙ্কটা আপনার ফেইসবুক ওয়ালে সেয়ার করেন।

আপনাদের কারো কনো প্রব্লেম হলে আমাকে জানাবেন। আমার নাম্বার ০১৬৭৭৭**** (প্রয়োজনে দেয়া হবে)/ [email protected]

আমি আশা করব আপনি যদি এটা পড়ে থাকেন এবং একটু হলেও উপকারে আসে তাইলে  ফাইসবুকে আমাকে অ্যাড করেন। আমার আইডি Rizwan Bin Sulaiman

আমার ব্লগ http://www.projuktiblog.com (আমি কিন্তু আমার ব্লগেও এই পস্টটা দেই নাই। ফার্স্ট আপনাদেরকে সেয়ার করলাম)

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vaia aj 3 din jabot amr sokher id ta geche. 🙁 ami onk try koreo thik korte parlam na. Vaia thik kore dile khub upokar hoto. Id ta old 2011 er fnd 2000+
amr mail
[email protected]

Level 0

amr pc nosto 🙁

Level 0

HBD bro আর এই সিস্টেম টা অনেক আগ থেকেই সুনে আসতেছি কিন্তু আপনি ডাইরেক্ট দেখাই দিলেন ধন্যবাদ !!

Level 0

Thank you

amar ekta block hoise, deki chesta kore