সবাই কেমন আছেন? ভালো কেমন করে থাকবেন, দেশের যা অবস্তা! তবে হরতালে আমি খুশি, কয়েকদিন ক্লাসের বুঝাটা কমবে 😛 যারা হরাতলে ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য আমার সমবেদনা। কি করবেন, দুই নেত্রীর ঘষাঘষিতে সাধারন মানুষের সড়ে তেরটা বাজে। 🙁 আমার রিসেন্ট একটা পোস্ট, ভালো লাগলে দেখে আস্তে পারেন।
আজকে একটা সফটওয়্যার দেব যা দিয়ে আপনি ক্লিক ছাড়া ফেসবুকের ছবি বড় করে দেখতে পারবেন। সফটওয়্যারটির নাম GoPhotoIt, যাদের ইন্টারনেট স্লো তারা হয়তো ফেসবুকে বন্ধুদের ছবিতে ক্লিক করে বসে বসে লোডিং দেখেন। এই সফটটা ইন্সটল দিলে মাউস পয়েন্টার ছবির উপর রাখলেই ছবিটা জুম হয়ে বড় আকারে দেখাবে। নমুনা দেখুন,
উপরে ছবিতে আমি শুধু মাউস পয়েন্টার রেখেছি সাথে সাথে ছবিটা বড় হয়ে গেছে। এভাবে ফেসবুকের যেকোনো ছবিকে আপনি ক্লিক না করে বড় করতে পারবেন।
আপনি যদি এই সিস্টেমটা বন্ধ করতে চান তাহলে CTRL+Q চাপলেই হবে আমার একই ভাবে চালুও করতে পারবেন। এই সফটওয়্যারটা দিয়ে আরো অনেক গুলো কাজ করা যায়, যেমন এক রকমের ছবি আরো সার্চ করা।
এই সফটওয়্যারটির সাইজ মাত্র ৫০০ কেবি। অফিসিয়াল সাইট লিঙ্ক দিলাম এক ক্লিকে ডাউনলোড হবে।
ধন্যবাদ, এই টিউন আগে করা হলে দুঃখিত 🙁
আগের ডায়লগ আবার, মজা লাগলে যা খুশি করেন আর মজা না লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো 😀 😛 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
Bro, this is my first comments here, your tricks is not working, have any update ? let me know. Thax.