মোটমুটি আমরা সবাই ফেজবুক ইউজ করে থাকি, আর যখন ফেসবুক ইউজ করেই থাকি তাই এর সবগুলো short কাট কি জেনে রাখাই ভাল। তা না হলে তো আপনি সবার সমান হয়ে যাচ্ছেন, আর আপনিতো এটা চান না। আপনাকেতো একটু এডভান্স মানের ইউজার হতে হবে, তাই না!
(মনে রাখা ভাল, আপনি যে কোন প্রোগ্রাম যখন তার সবগুলো short কাট কি জেনে থাকবেন তখন আপনার কাছে সে প্রোগ্রামটি খুবি ইজি মনে হবে এবং আপনি হয়ে যাবেন ঐ প্রোগ্রামের দ্রুত অর্থাত এডভান্স ইউজার।)
এবার জেনে নিন ফেসবুকের short কাট কি গুলো………………..
Alt+1 = হোম পেজে যেতে।
Alt+2 = নিজ প্রোফাইল (ওয়াল) এ যেতে।
Alt+3 = কে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো তা চেক করতে (রিকুয়েস্ট না থাকলে কাজ করবেনা)।
Alt+4 = কে আপনাকে মেসেজ পাঠালো তা চেক করতে (মেসেজ না থাকলে কাজ করবেনা)।
Alt+5 = কী কী নোটিফিকেশন এলো তা চেক করতে (নোটিফিকেশন না থাকলে কাজ করবেনা) ।
Alt+6 = অ্যাকাউন্ট সেটিংসে যেতে ।
Alt+7 = অ্যাকাউন্ট প্রাইভেসিতে যেতে ।
Alt+8 = ফেসবুকের ফেন পেজে যেতে ।
Alt+0 = ফেসবুকের হেল্প সেন্টারে যেতে ।
Alt+m = নতুন মেসেজ লিখতে ।
Alt+? = সার্চ বক্সে কারজর আনতে।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লগলে অবাশ্যই জানাবেন.........
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
ভাল টিউন করেছেন। ধন্যবাদ।