ফেসবুক একাউন্টকে ফেসবুক পেজে রুপান্তর করুন ১০১% কার্যকরী

অনেকেই ফেসবুকে পেজ না খুলে একাউন্ট খুলে ব্যবহার করতেন বিশেষ করে সেলিব্রেটি বা কোম্পানী। ধীরে ধীরে এর অপকারিতাগুলো বুঝতে পারতেন । ফেসবুক একাউন্টে যে সমস্যাটি বেশী হয় তাহলো, ফেসবুক একাউন্টে ৫ হাজারের বেশী বন্ধু যোগ করা যায় না । কিন্তু পেজগুলোতে যত খুশি ফ্যান বানানো যায় । তাছাড়া আরো নানান সমস্যা আছে ।

সকল ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফিচার । যেকোন ফেসবক একাউন্টকে ফেসবুক পেজে রূপান্তর করা যাবে । আপনার সকল প্রোফাইল পিকচার নতুন পেজে ট্রান্সফার করা হবে । সবচেয়ে আকর্ষনীয় বিষয়, সকল বন্ধুদের ফ্যানে রূপান্তর করা হবে । অর্থাৎ এখন আপনার একাউন্টে যতগুলো বন্ধু আছে তখন পেজে ততগুলো লাইক থাকবে । এছাড়া অন্য কোন ডাটা ট্রান্সফার হবে না ।

কনভার্ট করতে এই লিংকে  একটি ক্যাটাগরী বেছে তাতে ক্লিক করুন । তারপর সেই ক্যাটাগরী লিষ্ট থেকে একটি ক্যাটাগরী বেছে “Get Started” চাপুন । এরপর আপনি ফেসবুক পেজের যেকোন ফিচার ব্যবহার করতে পারবেন । আপনার ইমেইল , পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ হিসেবে লগইন করতে পারবেন ।

তবে সাবধান, একবার পেজ হিসেবে রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট (বা প্রোফাইল) হিসেবে ফিরে আসে পারবেন না । তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন । যেহেতু ছবি ও বন্ধু ছাড়া কোন ডাটা আর ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।
আজ এই পর্যন্তই বিদায় সবাই ভালো থাকুন । এটা আমার প্রথম লেখা  ভুল হলে ক্ষমা করবেন ।কারো কুনো সমস্যা / ফেসবুক বাংলাদেশি পেজ এর ফ্যান এর দরকার থাকলে যোগাযুগ করুন ফেসবুক এ আমি ।  অহ একটি মজার ব্যাপার আপনার যদি ৫০০০ বা ৪০০০ ফ্রেন্ড এর ফেসবুক অ্যাকাউন্ট থাকে অতাকে ফেনপেজ বানালে তার লাইক থিক তত গুলই হবে যত গুলো ফ্রেন্ড ছিল আপনার অই অ্যাকাউন্ট এ ।  এটা আমার প্রথম লেখা  ভুল হলে ক্ষমা করবেন ।

Level 0

আমি oronnoh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানার কুনো শেষ নেই আমি জত টুকু জানি তাই শেয়ার করার চেষটা করি আমার ফেসবুক https://www.facebook.com/john.a.jonny


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

ধন্যবাদ।।

AMI 21/10/13 TARIKHE SONDAY BOSUNDHARA LEVEL 5 E THEKE NOKIA SHOW ROOMTHEKE AKTI NOKIA LUMIA 625 WHITE 22500TK DIYE KINI.WINDOWS PHONE VALO LAGCHE NA TAI BIKRI KORBO.SHOW ROOM E FAROT DEYAR JONNO CALL DIYE JANLAM TARA NAKI FAROT COMISSION DIYE HOLEO NABENA. 20000TK HOLE BIKRI KORBO.MOBILE LE KUNO SOMOSSA NAI.BOXE JA CHHILO SOB DIBO BOX TA DIYE DIBO.CONTACT-01714314904.KASH MEMO DEKHE TAR POR NIBEN JA KUTHA THEKE KINECHHI.

ভাইয়া এইটা নতুন ফিচার না। অনেক আগে এই ফিচার টা ফেচবুকে ছিলো।
আমি এই ভাবে আমার একটা পেইজ ক্রিয়েট করেছিলাম । এতে লাইক পাউয়া জাই ঠিকই কিন্তু ঐ লাইক গুলা বেশি দিন থাকে না। আস্তে আস্তে কমতে থাকে।
আর এইটা নিয়ে ২ বছর আগেও টিউন করা হয়েছিলো
লিঙ্কঃ ।

কই আমার ফেসবুকে তো হচ্ছে না। এই লেখা দেখাচ্ছে: Please switch to a computer that you’ve previously used to browse Facebook.
To ensure your account security, please complete this process on a computer you’ve used in the past. If this isn’t possible, please contact customer support from the Help Center.

Level 0

vai page ki vabe id thake alada korbo?

Level 0

ভাই কাজ হয়েছে। অনেক ধন্যবাদ।

notun admin to addkora jacche na 🙁