আসসালামুয়ালাইকুম ,
আশা করি সবাই ভাল আছেন ,
আলহামদুলিল্লাহ্ আমি ও আপনাদের দুয়ায় ভাল আছি ,
আমি এই ফাস্ট আজকে টিউন করলাম ,
টেকটিউন এ আমার আসার উদ্দেশ্য একটাই এখানে বড় বড় ভাইয়ারা আছে ,
আর তাদের কাছে কিছু শিখা ,
আশা করি ভাইয়ারা আমাকে অভহেলা করবে না ।
টেকটিউন থেকে অনেক কিছুই শিখছি ,
আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু শিখবো ,
যেহেতু এটা আমার ফাস্ট টিউন ,
এডমিন ভাইয়ারা প্লীজ এটা প্রকাশ কইরেন ,
আমার অনেক ভুল ও হতে পারে আশা করি ক্ষমা করে দিবেন ,
এই টিউন টি ফাস্ট এ এখানে প্রকাশ হইছে ।
আজকে আপনাদের কাছে একটু বিন্ন বেপার নিয়ে আলাপ করবো ,
শিরোনাম টা একটু অবাক করা তাই না ?
চলুন বেশি কথা না বারিয়ে শুরু করা যাক ,
শিরোনাম টা এরকম ছিল আসুন দেখে নেই ফেসবুক এ কে আমাকে Friend Requst করেছিল আর আমি কাকে Friend Requst করেছিলাম !!
=> আমাদের অনেক সময় খুভ জানতে ইচ্ছা হয় কে কবে আমাকে ফেসবুক এ Friend Requst করছিলো
অথবা আমি কাকে কবে Friend Requst করছিলাম ,
=> অনেক সময় ভুলে ও যান কখন কাকে Friend Requst করছিলেন সব কিছুই পাবেন আজকে ,
ইন্সা আল্লাহ্ ।
=> যারা এটা জানেন তো ভাল আর যারা জানেন না এটা তাদের জন্য ,
=> আমি আশা করি এটা আপনাকে অনেক
হেল্প করবে।
(১) => পথমে আপনার ফেসবুক লগইন করেন ।
(২) => তারপর প্রোফাইল এ যান ।
(৩) => প্রোফাইলে যাওয়ার পর নিচের ছবিটার মত একটা ডান পাশে লিখা দেখবেন Activity Log
সেখানে ক্লিক করেন ।
(৪) => তারপর ঠিক নিচের ছবি টার মত একটা পেজ দেখতে পাবেন ।
টার পর এখানে অনেক কিছু লিখা আছে সব কিছুই আপনার কাজে আসবে,
খুব প্রয়োজনীয় ।
যেমন =>
All
Timeline Review
Your Posts
Posts You're Tagged In
Photos
Likes
Comments
Friends
Etc
কিন্তু আমি আজকে আলাপ করবো সুদু
Likes
Comments
এবং
Friends নিয়ে ।
যার মদ্দে মুল হচ্ছে Friends
নিচের ছবি তে দেখেন লাইক বাটনে ক্লিক করা আছে ,
যার মাদ্দমে আপনি জানতে পারবেন ,
কাকে কাকে লাইক দিছেন ।
সব থেকে মজার বেপার হল আপনার সারা জীবন এর লাইক এখানে সংরক্ষিত আছে ।
(৫) => এবার আসুন শিরনামের আসল বেপার নিয়ে আলোচনা করি ,
নিচে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হল টাইটেল ,
এখানে আপনি জানতে পারবেন আপনি কাকে কাকে Friend Requst করছেন আর আপনাকে কে কে Friend Requst করছে ।
যদি ভুলে যেয়ে থাকেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে Friend Requst করছিলো নাকি আপনি তাকে পথমে Friend Requst করছিলেন,
তাহলে এখান থেকে আপনি সত্যি টা জানতে পারবেন ,
এখানেও সব থেকে মজার বেপার হল ,
আপনি এখানে ফেসবুক লাইফ এর বন্দু বানানো আর বন্দু হওয়া সব তথ্য পাবেন ।
নিচের ছবি টাতে লক্ষ্য করুন ।
(৬) => নিচের ছবি টার দিকে লক্ষ্য করেন ,
এখানে আপনি জানতে পারবেন কে কে আপনাকে ফলো করছে ,
আপনি কাকে কাকে ফলো করছেন ,
এটাও একি সব ইতিহাস নোট করা আছে এখানে ।
(৭) => এখানে আপনি কতো গুলো গ্রপ এ আছেন সব জানতে পারবেন ,
কবে কোন গ্রপ এ অ্যাড হইছেন টাও জানতে পারবেন ,
এবং আপনি কবে কোন গ্রপ এ পোষ্ট দিছেন সেটাও জানতে পারবেন ।
(৮) => Comments ও আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সব পুরনো তথ্য ।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে ,
আর হে কেউ না বুজলে Comment করবেন ,
আর ভুল কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।
আমার সাইটে সময় পেলে একটু গুরে আসবেন প্লিজ ,
আমার সাইট এ যেতে এখানে আর এখানে এবং এখানে ক্লিক করুন ,
আল্লাহ্ হাফেজ ।
আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।
Thanks