আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজ একটা কমন বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা এতোদিনে সবাই তা জানেন। কিন্তু আমি এটাও জানি, অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম। ভুল হলে ক্ষমা করবেন। এই পোস্টটা একান্তই নতুনদের জন্য--- যারা নতুন ফেসবুক ইউজ শুরু করছেন।
কারণ আমি দেখেছি--- আমাকে বিশেষ করে আমার ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করে কীভাবে ট্যাগ থেকে বাঁচা যায়। আমি জানি ট্যাগিং কী পরিমাণ বিরক্তিকর। কতগুলো আলতুফালতু মানুষ মেয়েদেরকে খালি ছবি ট্যাগ করে। এই বিরক্তকর বিষয়টি আমার প্রোফাইলে ঘটার কারণে আজ এটা নিয়ে লিখতে বসলাম। তাহলে আর কথা নয়, চলুন নিয়মটা দেখে নিই।
ফেসবুকে অনেক বন্ধু অপ্রয়োজনীয় বিরক্তিকর ছবি ট্যাগ করে দেয়। কেউ আপনার প্রোফাইলে গেলে সেগুলো দেখতে পায়, এ কারণে অনেক সময় পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। ফটো ট্যাগিং রোধ করতে চাইলে Account Settings>Timeline & Tagging>Review posts friends tag you before they appear on your Timeline ? অপশনটি ON করে দিন। এখন কেউ ফটো ট্যাগ করলে একটি নোটিফিকেশন পাবেন, আর সেটি ওপেন করলে Add to Timeline ও Hide অপশন পাবেন । আপনি Hide সিলেক্ট করলে ছবিটি আর আপনার প্রোফাইলে ট্যাগ হবে না।
এর চেয়ে কোনো সহজ সিস্টেম জানলে জানান প্লিজ। আর আমার এই সাইটটা একটু ঘুরে আসবেন কি?
আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...
ধন্যবাদ সুন্দর টিউনস করার জন্য…আশা করি অনেকের কাজে লাগবে।