ভাই আর বলবেন না! এই ফেসবুকে যে কতো সময় নষ্ট করেছি তার কোন হিসাব নেই। তবে সময় গুলোকে মজার সাথে নষ্ট করেছি। জনৈক মনিষী বলেছে,
Time you enjoy wasting is not wasted time.
মানে হল সময় অপচয় করার সময় যদি মজা পাই তাইলে সে সময়কে অপচয় বলা যাবে না 🙂 মজা আর মজা, সারাদিনতো মজার উপরেই থাকি। তবে ভাই ফেসবুকে বেশি সময় মজা নিয়েন না, মজার সাথে সময় অপচয় করার আরও অনেক জায়গা আছে সেগুলোও ঘুরে আসুন।
ফেসবুকের জন্য চরম একটা টাইমলাইন ফটো যা কভার পিকচার নামেও পরিচিত। বেশি কথা বলে লাভ নাই, সরাসরি দেখতে চাইলে আমার ফেসবুক প্রোফাইল ঘুরে আসুন, http://www.facebook.com/sohag.ltyh আর একটা স্ক্রীনশট দিলাম সেটাও দেখে নিন।
কি? ভালো লাগেনি? আসলে আমার ছবি সুন্দর হইনি তো তাই এমন, আপনার চান্দের মতো চেহারা এই ছবিতে অনেক মানাবে। 😀
১) আপনার কাছে একটা কম্পিউটার লাগবে আর লাগবে ইন্টারনেট (কেউ আমারে মাইরালা 😀 😀 😀 😛 )
২) ফটোশপ (Photoshop) লাগবে, আমি ব্যাবহার করেছি Adobe Photoshop CS6 ডাউনলোড করতে গুগল মামার পা ধরেন।
৩) একটা PSD ফাইল লাগবে যা আমি আপনাকে দেবো। ডাউনলোড করতে নিচের যেকোনো লিংকে লাথি মারেন 😀
ZIP ফাইলটা ডাউনলোড করে Extract করেন। ভেতরে Fonts নামে একটা ফোল্ডার ও একটা PSD ফাইল পাবেন।
১) ফন্টস ফোল্ডারে তিনটা ফন্ট আছে সবগুলো সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে "Install"-এ ক্লিক করেন।
২) PSD ফাইলটা ওপেন করেন। এবার ফটোশপে আপনার ২টা ফটো Import করুন।
৩) "single image" নামে একটা Layer আছে ক্লিক করলে "image - double click this thumbnail" নামে Sub-Layer আসবে ডান পাশের বক্সটাতে দুই ক্লিক করুন।
৪) একটা Waring মেসেজ আসবে, Ok তে ক্লিক করুন, এবার ফটোশপে একটা নতুন ব্লাঙ্ক ফ্র্যামসহ ট্যাব ওপেন হবে।
৫) এবার আপনার একটা ফটো ড্রাগ করে নতুন ব্লাঙ্ক ফ্র্যাম ট্যাবে ছেড়ে দিন।
৬) Ctrl+T চাপুন এবং ছবি ইচ্ছামতো সাইজ করুন, সাইজ করার সময় Shift+Alt বাটন চেপে ধরে রাখুন, তাহলে ছবি সমান ভাবে ছোট/বড় হবে।
৭) এবার "image set" নামের লেয়ার এ ক্লিক করে image নামের Sub-Layer ওপেন করুন, আপনার দ্বিতীয় ছবিটি ক্লিক করে টেনে ছেড়ে দিন। "put image here" লেয়ারের নিচে রাখুন আপনার ছবি। এবং রিসাইজ করুন।
৮) এবার Text লেয়ার থেকে লিখাগুলো পরিবর্তন করুন।
৯) ফটো JPG হিসেবে সেভ করে ফেসবুকে আপলোড করুন।
আমি জানি যারা ফটোশপে অদক্ষ তারা কিছুই বুঝে নাই 😀 কোন সমস্যা নেই এটাই স্বাভাবিক। আপনার জন্য ভিডিও আছে। আর যারা একটু একটু বুঝেন তারা পারবেন, যারা ফটোশপ এক্সপার্ট তাদের সামনে আমি কান ধরলাম 😀
কেউ যদি ভিডিও দেখেও না করতে পারেন তাহলে কষ্ট করে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন আমি আপনারটা বানিয়ে দেবো। ছোট কোন প্রশ্ন থাকলে মন্তব্যে জিজ্ঞেস করুন। আর পছন্দ না হলে আমারে ধইরা ঘারান 😀 , মজা পাইলাম, আমারে পাইবেন কই 😛
আমি মাঝে মাঝে গান গাই আর একটু আধটু Compose করি, কষ্ট করে আমার গাওয়া গানগুলো শুনতে নিচের লিংকে যান।
যারা একটু হলেও গান গাইতে পারেন তারা অপেক্ষা করুন, ঈদের পর ভিডিও Tutorial সহ খুব সহজে গান Compose করা শিখাবো, সাথেই থাকুন। 🙂
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
BJ Thomas এর "Raindrops Keep Fallin' on My Head" by সোহাগ সরাসরি শুনুন।
Raindrops Keep Fallin' on My Head ডাউনলোড (Media Fire)
মিনারের, সাদা "তুমি চাইলেই বৃষ্টি" by সোহাগ সরাসরি শুনুন
মাহাদির সুনীল বরুনা "তুমি বরুনা হলে হবো" by সোহাগ সরাসরি শুনুন
সুনীল বরুনা ডাউনলোড (Media Fire)
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
ধন্যবাদ, খুব সুন্দর পোষ্ট, ফেসবুক কভার ফটোতে কি উড়ন্ত পতাকা (Waving Flag)যুক্ত করা যায়?? গেলে কিভাবে?? এছাড়া “ডাউনলোড করতে নিচের যে কোন লিংকে লাথি মারুন…..মিডিয়া আগুন” এরুপ লেখাগুলিতে লিংক সংযুক্ত করতে হয় কিভাবে?? এটা নিয়ে কোন টিউন করলে খুশি হব, অথবা আমাকে জানালে আরও বেশি খুশি হব। আমার ই-মেইল: [email protected].