আস্-সালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো রয়েছেন। সর্বদা এটাই কামনা করি।
বর্তমানে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে এর চ্যাটিং সুবিধা টি এটাকে জনপ্রিয়তার শীর্ষে পৌছে দিয়েছে।
চ্যাটে আমরা বিভিন্ন রকম emoticons এর ব্যবহার করে থাকি। তবে আমরা ইচ্ছে করলে যেকোন ইমেজ কে চ্যাট কোডে রুপান্তরিত করে ফেসবুকের চ্যাটে ব্যবহার করতে পারি।
নিম্নে যেকোন ইমেজ কে চ্যাট কোডে রুপান্তর করার নিয়মাবলি দেয়া হল।
১। প্রথমে নিচের লিংকটি তে যান।
Smileyti
২। এবার Browse এ ক্লিক করে ইমেজটির লোকেশন দেখিয়ে দিন। তারপর Upload now এ ক্লিক করুন।
৩। এবার কোডটি তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪। কোডটি তৈরি হলে পুরো কোডটি কপি করে নিন।
৫। এবার ফেসবুকের চ্যাট বক্সে paste করুন।
ব্যাস, উপভোগ করতে থাকুন এই মজার টিপস্ টি।
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত্ত কিছু করার কি দরকার?? add files e click korlei to hoy tai na.