ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক না খেতে চাইলে করনীয়

আজকাল হারহামেশাই ফেসবুক কর্তৃপক্ষ যে কারোর আইডি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হতে ব্লক করে দিচ্ছে । এই ব্লকের মেয়াদ সাধারনত ৩ দিন থেকে ৩০ দিন পর্যন্ত । অবস্থা এতই করুন যে অনেক সময় একমাস ব্লক কাটিয়ে উঠতে না উঠতে তেয় অনেকে ব্লক হচ্ছেন । আর ব্লক হওয়াটা যে কতটা বিরক্তিকর তা ফেসবুক বেবহারকারিরা ভাল জানেন । কিন্তু কয়েকটি টিপস ফলো করলে এমন ব্লক খাওয়ার হাত থেকে বাচতে পারেন । টিপস গুলো নিজের ও কয়েকজন বন্ধুর অভিজ্ঞতা এবং অন্যান্য কিছু উৎস হতে পাওয়া ।

যে টিপস গুলো মেনে চলতে পারেন :

১.একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে ২৭ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন না ।

২. শুধুমাত্র বেধি বেশি লাইক কমেন্ট পাবার জন্য গনহারে রিকুয়েস্ট পাঠাবেন না ।

৩. পারলে যারা mutual friend বেশি আছে তাদের রিকুয়েস্ট পাঠান ।

৪. এক ঘণ্টাতে ৩ টির বেশি রিকুয়েস্ট পাঠাবেন না ।

৫. পারলে শুধুমাত্র পরিচিত মানুষদের রিকুয়েস্ট পাঠান ।

৬. জনপ্রিয় বা সেলিব্রিতি মানুষকে রিকুয়েস্ট না পাঠিয়ে ফলো করার চেষ্টা করুন ।

৭. এমন কাওকে  রিকুয়েস্ট না পাঠালে ভাল হয় , যে আপনার রিকুয়েস্ট অ্যাঁকসেপট করবে না বা না করার সম্ভাবনা বেশি ।

৮. যদি দেখেন যে আপনার রিকুয়েস্ট অ্যাঁকসেপট হচ্ছে না তেমন , তাহলে কয়েকদিন পাঠানো বন্ধ রাখুন ।

৯. অনেক সময় কাওকে রিকুয়েস্ট পাঠাতে গেলে ফেসবুক জিজ্ঞাসা করে আপনি একে আসলেই বাস্তবে চেনেন কিনা ? এমন প্রশ্ন করলে কনফার্ম এ না ক্লিক করে ক্যানসেল করে দেওয়া উচিত ।

আমার মনে হয় এই নিয়ম গুলো মোটামুটি মেনে চললে আপনার ব্লক খাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে । ধন্যবাদ আপনাকে ।

আমার ব্লগে একবার উকি দিবেন আশা করি http://www.techcd.tk

Level 0

আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai, already jaderke req. pathie disi, tader list ki pawa jabe? tahole request uthie ditam

Level 0

i’m temporary blocked from sending friend request.How can i get back it??

ধন্যবাদ