আসসালামু আলাইকুম।
যারা এখনো আপনাদের ফেইসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করেননি তাদের বলছি, লেখাটা পড়ে ভাল লাগলে অবশ্যই চেঞ্জ করতে ভুলবেন না ...
এক...... দুই...... তিন...... চার......
সারা দুনিয়ায় ভার্চুয়াল জগতে এটিই এখন মুসলমানদের প্রতিবাদচিহ্ন, আগামীদিনের বিজয়ের নিশানা !!
রা'বা আদাবিয়া স্কয়ারে গণহত্যার প্রতিবাদে শান্তিকামী বিক্ষোভকারীরা এই চিহ্ন দিয়ে তাদের প্রতিবাদ শুরু করে। আরবীতে রা'বা শব্দটি দ্বারা "চার" সংখ্যাটি বোঝানো হয়। তাই চার আঙ্গুলেই একাত্নতা প্রকাশ হবে রা'বা স্কয়ারের সাথে। পাশাপাশি, পশ্চিমা বিশ্বের তথাকথিত সভ্যতার চার মুখরোচক ইস্যু - জনমত (Popular Will), গণতন্ত্র (Democracy), মানবাধিকার (Human Rights) ও গণমাধ্যম (Media), যা মুসলমানদের সাথে এক আচরণ করে আবার অন্যান্যদের সাথে এক আচরণ করে......... তাকেও প্রশ্নবিদ্ধ করে তোলা হচ্ছে এর মাধ্যমে।
আফ্রিকার নীলনদের তীর মিসর থেকে আরব বিশ্ব, ইরান, তুরস্ক থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ সারা বিশ্বের সকল প্রান্তে উম্মাহর শান্তিকামী মুসলমানদের সাথে একাত্নতা প্রকাশ করুন !!!
আমি ARAFAT OMAN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
what the meaning of this picture.