বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী কত জানেন? না জানলে জেনে নিন এক্ষুনি!

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ঈদ, হরতাল আর নানান সরকারি ছুটি মিলিয়ে নিশ্চয়ই এখনও ছুটির আমেজ কাটেনি। যা-ই হোক, আজ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনার‍া যদি তা জেনে থাকেন, তাহলে স্যরি। আমি জানতাম না। তাই শেয়ার করছি সবার জন্য। আশা করি কাজে লাগবে। কারণ স্যোশাল মিডিয়া হিসেবে ফেসবুকের জনপ্রিয়তার কথা আমি আর নতুন করে কী বলবো? যারা ফেসবুকে পণ্যের মার্কেটিং করতে চান তাদের জন্য এ তথ্য অবশ্যই সুখের হবে। কারণ একটি প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাচ্ছেন এতোগুলো মানুষকে।

আপনি কি জানেন, বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ লাখ! এদের মধ্যে ৪২ ল‍াখ পুরুষ আর ১২ ল‍াখ মহিলা! মজার বিষয় হচ্ছে , মাত্র দু মাস আগেও ফেসবুকে বাংলাদেশের লোক ছিলো ‍মাত্র ৩৮ লাখ! মাত্র দু মাসের ব্যবধানে ফেসবুকে বাংলাদেশী লোকের আনাগোনা বেড়েছে ১৬ লাখ! আর এই সংখ্যা নাকি বছরান্তে গিয়ে দাঁড়াবে ৮০ লাখে! OMG!

এ সংখ্যা আমি জানতে পেরেছি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসানের ব্লগ থেকে। সামহো্য়্যারইনব্লগের একটি পোস্টে গত ১৩ আগস্ট তিনি লিখেন, ‘আজ (আগস্ট ১৩, ২০১৩) ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা হয়েছ ৫৪ লক্ষ। এর মধ্যে ৪২ লক্ষ পুরুষ এবং ১২ লক্ষ মহিলা । জুন মাসের ৫ তারিখে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩০ লক্ষ ও ৮ লক্ষ। মাত্র ৬৮ দিনের ব্যবধানে প্রায় ১৬ লক্ষ ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী ছিল ৩৩ লক্ষ ৫২ হাজার ৬৮০ জন। গত দুইমাসের ধারা অব্যাহত থাকলে আগামী ৪ মাসে এই সংখ্যা ৮০+ লক্ষে পৌছাবে বলে ধারণা করা যায়।

ওই ব্লগপোস্টে মুনির হাসান আরও বলেন, ‘যে কোন দেশের মত আমাদের দেশেও ফেসবুক ব্যবহারহারীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার প্রবণতা লক্ষ করা গেছে। সাম্প্রতিক সময়ে মূল মিডিয়াতে ব্যাপকভাবে ফেসবুকের নাম এসেছে। সন্থ্রাস বিরোধী আইনে ফেসবুকের উল্লেখ, রামুর ঘটনা, চাঁদের বুকে সাঈদী ইত্যাদি নানান কারণে অনেকে ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়েছে।
আমি ২০০৯ সালের আগস্ট মাস থেকে ফেসবুকে আমাদের ব্যবহারকারীর সংখ্যা, তাদের গতিপ্রকৃতি ইত্যাদি জানার চেষ্টা করি, নিছক কৌতুহলের বশে। সে সময় আমাদের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯৬ হাজার। তবে, এই দুইমাসের বৃদ্ধির হার আমি আগে দেখি নাই।
২০১২ সালের প্রথম দিন ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ লক্ষ+। তারমনে পুরো ২০১২ সালে বেড়েছে ১০ লক্ষ। আর শেষ দুইমাসে ১৬ লক্ষ।
আর একটা কারণ সম্ভবত মোবাইল থেকে এখন ফেবু ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ৫৪ লক্ষের মধ্যে এক লক্ষ ৪৩ হাজার আছে এন্ড্রয়েড ব্যবহারকারী।

আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লাগবে। এটি টেকটিউন্সের নীতিবিরুদ্ধ কি-না জানি না। অন্যের লেখা এখানে কি কোট করা যায়? জানালে উপকৃত হবো।

‌এর আগে গত বছরের ৫ জুন লন্ডনভিত্তিক সামাজিক যোগাযোগের তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান সোশ্যাল বেকার্স এক জরিপে জানিয়েছিল, তখন বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ লাখ ৬৯ হাজার ৭৬০ জন এবং ফেসবুক ব্যবহারকারী হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান তখন ছিলো ৫৫তম। এ বিষয়ে কারও কাছে আরও কোনো আপডেট খাকলে দয়া করে জানান।

পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন এই দুটি সাইটে

Level 2

আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তথ্য গুলো গুরুত্বপূর্ণ। share করার জন্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে হয় টেকটিউন্স এ নতুন।

    Level 2

    @এডিটর মাসুদ: হুম ভাই, নতুন। আপনাদের সাহায্য চাই।

    Level 2

    @এডিটর মাসুদ: ভাই আমি তো নতুন। কিন্তু আপনি তো চার মাসে একটা পোস্টও দেন নাই! আপনি তো নতুনতর। আপনি কীসের এডিটর?

      @MouFarzana: অস্থির বলছেন খালা।

      @MouFarzana: @MouFarzana: বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় 😛

      @MouFarzana: @MouFarzana: আপনি প্রশ্নটির জন্য ধন্যবাদ। আমি এডিটরঃ কারণঃ যেকোন প্রোগ্রাম, গেমস ইত্যাদি এডিট ছাড়া নতুন করে তৈরি করতে পারি নাই। আর আপনি বলেছেন আমি নাকি একটা পোষ্টও দেই নাই। কি পোষ্ট দিবো বলেন। যেটাই দিতে চাই, সেটাই দেখি আগে আরেকজন করে বসে আছে। তাছাড়া সময়ের ব্যাপার আছে। আপনার নামটা প্রথম দেখলাম। তাই নতুন বললাম।

      @MouFarzana: @MouFarzana: আপনার প্রশ্নটির জন্য ধন্যবাদ। আমি এডিটর কারণঃ যেকোন প্রোগ্রাম, গেমস ইত্যাদি এডিট ছাড়া এখন পর্যন্ত নতুন তৈরি করতে পারি নাই। আর আপনি বলেছেন আমি নাকি একটা পোষ্টও দেই নাই। কি পোষ্ট দিবো বলেন। যেটাই দিতে চাই, সেটাই দেখি আগে আরেকজন করে বসে আছে। যদি কোন টিউন করি তবে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাছাড়া সময়ের ব্যাপার আছে। সারাদিন ব্যস্ত থাকি। ফাক পেলে ঢুকে পড়ি টেকটিউন্স এ। টেকটিউন্স ছাড়া আমার একদিনও চলে না। আপনার নামটা প্রথম দেখলাম। তাই নতুন বললাম।

apni ai information pailen kamne?

FârZânâ SûlTânâ Møû ata ki apnar nam?

Thanx

many many thank’s

    Level 2

    @Rakibul Islam: আপনাকেও অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ভাই আমি একটা Statistics পাইছি wikipedia থেকে
http://en.wikipedia.org/wiki/Facebook_statistics

তথ্য গুলো গুরুত্বপূর্ণ। share করার জন্য ধন্যবাদ।

Level 2

গুরুত্বপুর্ন ও তথ্যবহুল টিউন। অসংখ ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।

    Level 2

    @mahmudkoli: আপনাকেও অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

মেয়ে মানুষতো টিউন যাই করেন কমেন্ট পাবেন ভালো ইনশাআল্লাহ্‌ । 😀
ভালো টিউন ছিল এবং আরও ভালো কিছু আশা রইলো আপি (y) 😉

    Level 2

    @Imran Hossain Shojib: ভাইজান, মেয়ে মানুষের সঙ্গে কমেন্টের যোগাযোগ কী বুঝলাম না। ভালোকিছু পোস্ট দেওয়ার ইচ্ছে আছে।

    @Imran Hossain Shojib: অস্থির বলছেন ভাইজান!!

যে দুইটি সাইট এর লিংক দিলেন তা দেখলাম ভাল লাগল

allmedialink.com সাইটা ভালো লাগল।

আপু cute+আপুর পোস্টাও cute….

suuuuuuuuuuuuuperb……..thanks for this informative post

50 লাখ ফেক আইডি।

Level 0

অর্ধেক ফেইক আইডি 😀
ধন্যবাদ, কাজের জিনিষ শেয়ার করার জন্য।