আমরা অনেকেই ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাই । কিন্তু অনেক সময় লিংক ঠিক না থাকায় এবং ডাউনলোড ম্যানেজার সমস্যা করায় আমরা আমাদের কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড করতে পারি না । তাই আমি আজকে দেখাব কি ভাবে আপনি খুব সহজে ভিডিও ডাউনলোড করতে পারেন ।
ফেসবুক : প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই পেজ টিতে যান ।
video টির url কপি করুন ।
এখন আপনার ব্রাউজারের url option টিতে http://www.downvids.net লিখে এনটার করুন । একটি নতুন পেজ ওপেন হবে ।
এখন আপনার কপি করা url টি এখানে ডাউনলোড বাটনে পাশে ফাঁকা যায়গা টিতে পেস্ট করুন । এবং ডাউনলোড বাটন প্রেস করে , একটু সময় আপেক্ষা করুন ।
দেখুন ডাউনলোড লিংক চলে এসেছে । এবার ডাউনলোড বাটন প্রেস করে ভিডিওটি ডাউনলোড করুন ।
ইউটিউবঃ প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, সেই পেজ টিতে যান এবং সেই video টির url কপি করুন ।
এখন আপনার ব্রাউজারের url optionটিতে http://www.en.savefrom.net লিখে এনটার করুন । একটি নতুন পেজ ওপেন হবে।
এখন আপনার কপি করা url টি এখানে ডাউনলোড বাটনে পাশে ফাঁকা যায়গা টিতে পেস্ট করুন । এবং ডাউনলোড বাটন প্রেস করে , একটু সময় আপেক্ষা করুন ।
দেখুন ডাউনলোড লিংক চলে এসেছে । এবার আপনার যে ফরম্যাটের ভিডিও পছন্দ সেটি সিলেক্ট করে ডাউনলোড করুন ।
যদি IDM অটমেটিক ভিডিও ডাউনলোড করতে না পারে তবে নিচের নির্দেশনা দেখুন ।
প্রথমে যে ফরম্যাটের ভিডিও পছন্দ সেটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে open link in new tab সিলেক্ট করুন
নতুন পেজ থেকে url টি কপি করুন
এবার idm টি চালো করুন এবং add url প্রেস করুন ।
এখন আপনার কপি করা url টি এখানে paste করুন এবং ok প্রেস করুন । দেকবেন ডাউনলোড করার অপশন চলে এসেছে ।
অনেক কষ্ট করে টিউনটি করলাম । আসা করি সবার কাজে লাগবে কোন সমস্যা হলে কমেন্ট করে যানাবেন। সবাইকে ধন্যবাদ ।
আমি Nkry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aita vai sohoj poddoi lol re lol.idm jokhon use e koren tahole aisob korar dorker ki bujhlam na