ফেইসবুক ব্যবহারকারীদের জন্য তিনটি টিপস ( কাজের টিপস)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

১। ফেসবুক বন্ধুদের লিষ্ট লুকানোর নিয়ম :

ফেসবুকে নানা কারণে বা অকারণে হয়ত আমাদের ফ্রেন্ড লিষ্ট লুকানোর দরকার হতে পারে। অনেকেই হয়ত জানেন কিভাবে ফ্রেন্ড লিষ্ট লুকাতে হয় হয়। কিন্তু নতুন ব্যবহারকারী তো আর জানে না কিভাবে ফ্রেন্ড লিষ্ট লুকাতে হয়, তাই তাদের জন্য আজকের টিউন। তো আসুন ফ্রেন্ড লিষ্ট লুকানোভ নিয়ম শিখে নিই।

প্রথমে আপনার প্রোফাইল এ যান।
তারপর মাউস পয়েন্টার টা ফ্রেন্ড লিষ্টের কাছে নিয়ে আসুন। ফ্রেন্ড লিষ্টের ডান Edit ক্লিক করুন।
এখন “Who can see your friend list on your timeline?” এর পাশ হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।

ব্যাস এবার কেউ আর আপনার ফ্রেন্ড লিষ্ট দেখতে পাবে না।

২. এবার আপনি নিজে নিজেই আপনার ফেসবুক বাংলায় করে ফেলুন (সহজ পদ্ধতিতে)
ফেসবুকের চাইলেই সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English(US)-এর পরিবর্তে বাংলা নির্বাচন করে একটু অপেক্ষা করুন দেখবেন পুরো ফেসবুক বাংলা হয়ে গেছে।
আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English(US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।


৩. ফেইসবুকে অনাকাক্ষিত ট্যাগিং বন্ধ করার নিয়ম (নিজে বাঁচুন, আন্যকেও বাঁচান)
আমরা যারা ফেসবুক ব্যাবহার করি মোটামুটি আমাদের সকলের Tag শব্দটি সম্পর্কে ধারনা আছে। আপনার প্রোফাইলে আপনার অজান্তে আপনার কোন শুভ/অশুভকাক্ষীর কোন ছবি ঢুকিয়ে দেওয়াকে ট্যাগ করা বলে। ফেইসবুকে ফটো ট্যাগ অনেক বিরক্তিকর একটি বিষয়। প্রতিনিয়ত আপনার ওয়ালে ফটো ট্যাগ করা হয় , এটা খুবই জামেলার একটা বিষয় , এর থেকে পরিত্রান পেতে নিচের নিয়মটা ভালো করে অনুসরণ করুন... প্রথমে আপনার Facebook একাউন্টে লগ অন করুন। তারপর Settings> Privacy > Timeline & Tagging > Review posts friends tag you in before they appear on your timeline? এটাকে (অন ) করে দিন। এখন Tag করা ছবি আপনার wall এ আসবে না। আপনি yes করলে তবেই আপনার wall এ আসবে।


ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
পূর্বে প্রকাশিত এখানে
আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরেকটু কিছু লিখলে ভালো হত ! এই ৩টি জিনিস প্রায় আমাদের সবারই জানা !! যাই হোক যারা জানেনা তাদের কাছে আসবে ! ধন্যবাদ 🙂

Level 0

Very Nice post about Facebook, It will help us more safe.

http://www.dailynecessary.com/

(Y)

নতুনদের জন্য কাজের টিউন.আমার ও কাজে লাগল.সুন্দর টিউন.

ভাই আমার ফেসবুক ৩০ দিন এর জনন ফ্রেন্ড রিকুয়েসট পাঠান বন্দ কেরে দিয়েছে ভাই য়েখন কি করব।।?

Level 0

নতুনদের জন্য সুন্দর টিউন

Level 0

ধন্যবাদ কাজে লাগলো

Level 0

জানতাম, তবু-ও ধন্যবাদ… 😉

জানা ছিলো!

যাদের জানা ছিল তারা সেটা এখানে না বললেই পারতেন৷ কারন মনে করুন কয়েক লক্ষ লোকের এটা জানা আছে আর সবাই যদি সেটা এখানে লিখতে থাকে তাহলে কেমন লাগবে৷

সকলকে মন্তব্যর জন্য ধন্যবাদ

Level 0

bhai amar windows 8 net book tai banglay likhte parlam na sorry..amar ekta help dorkar…fb te jara amar friend na tarao amake massage pathay,,,amar pic e comment kore…ai duita jinis kivabe off korbo janale upokkrito hotam…