ফেসবুকে বিরক্তিকর মানুষের পোস্ট আপনার নিউজ ফীড থেকে চিরতরে বাতিল করে দিন।

এক :- আপনি ফেসবুকে ঢুকলেন মজা করার জন্য, কিন্তু ঢুকেই নিউজ ফীডে    (Home)    দেখতে পেলেন বিরক্তিকর পোস্ট বা কেহ পর্ণ ছবি বা খারাপ কিছু শেয়ার করেছে যা আপনি মোটেও পছন্দ করেন না।

দুই :- আপনার কাছে একজনের পোস্ট চরম বিরক্ত লাগে, কিন্তু কোন কারনে আপনি থাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে পারছেন না বা আপনি   Unfriend        করলে সে কষ্ট এবং অপমান বোধ করবে।

তিন :- আপনি কোন কারনে একটি পেজে লইকে দিয়েছেন তবে আপনি ঐ পেজের কোন পোস্ট আপনার নিউজ ফীডে দেখতে চান না।

তাহলে চিন্তার কিছু নেই। উপরের যে কোন সমস্যার সমাধান একটাই। আপনি চাইলে তাদেরকে আপনার নিউজ ফীড থেকে বাদ দিতে পারবেন। এবং তার জন্য কাউকে      Unfriend       করতে হবে না অথবা কোন পেজকে     Unlike     করতে হবে না। তাহলে শুরু করা যাক :-

Step 1 :-

প্রথমে আপনি যাকে বা যেই পেজকে আপনার নিউজ ফীড থেকে বাদ দিতে চান তার আইডির উপর মাউস পয়েন্ট রাখুন টিক নিচের ছবির মতো :-
Hide some1 fb statusStep 2 :-

তারপর      "Show In News Feed"     থেকে সাইন মার্ক তুলে দিন বা ক্লিক করুণ নিচের ছবির মতো :-

মার্ক তুলার আগে যেমন ছিল তা নিচের ছবিতে দেওয়া হল:-

এইবার আপনার কাজ শেষ। মাউস পয়েন্ট সরিয়ে পেজ রিলোড দিয়ে আপনার কাজে লেগে পড়ুন। সূত্রঃ- My Blog

Level 0

আমি Oneem Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

প্রিয় ভাইজানেরা কিভাবে ফেসবুক আইডি মুছে ফেলা যায়?জানালে উপকৃত হব।

হচ্ছে না ভাই,যতবার টিক চিহ্ন উঠিয়ে দেই,ততবার কোথাথেকে টিক চিহ্ন যে এসে পড়ে! 🙁

    Level 0

    তাহলে পেজ রিলোড দিয়ে করেন। ব্রাউজার সমস্যা।

Level New

@সুজন পাল: ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য।আপনার দেওয়া নিয়মানুযায়ী ফেসবুক আইডি ডিলিট করে দিয়েছি এখন শুধু ১৪ দিন অপেক্ষা করার পালা।

Level 0

bhai, fb theke kono vedio kamne download kormu….??? IDM install kora. Tao link ase na….. Youtube thekeo IDM diye download kori…… but fb theke parina kan….???

    Level 0

    রিয়াল প্লেয়ার ব্যাবহার করেন। আর যদি মজিলা ব্রাউজার ব্যাবহার করে তাখেন তাহলে “FlashGot” অ্যাড অনস ব্যাবহার করতে পারেন। ভিডিও দেখার পর ইচ্ছা হলে সেভ করতে পারবেন। ডাউনলোডের জামেলা নেই