এক :- আপনি ফেসবুকে ঢুকলেন মজা করার জন্য, কিন্তু ঢুকেই নিউজ ফীডে (Home) দেখতে পেলেন বিরক্তিকর পোস্ট বা কেহ পর্ণ ছবি বা খারাপ কিছু শেয়ার করেছে যা আপনি মোটেও পছন্দ করেন না।
দুই :- আপনার কাছে একজনের পোস্ট চরম বিরক্ত লাগে, কিন্তু কোন কারনে আপনি থাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে পারছেন না বা আপনি Unfriend করলে সে কষ্ট এবং অপমান বোধ করবে।
তিন :- আপনি কোন কারনে একটি পেজে লইকে দিয়েছেন তবে আপনি ঐ পেজের কোন পোস্ট আপনার নিউজ ফীডে দেখতে চান না।
তাহলে চিন্তার কিছু নেই। উপরের যে কোন সমস্যার সমাধান একটাই। আপনি চাইলে তাদেরকে আপনার নিউজ ফীড থেকে বাদ দিতে পারবেন। এবং তার জন্য কাউকে Unfriend করতে হবে না অথবা কোন পেজকে Unlike করতে হবে না। তাহলে শুরু করা যাক :-
Step 1 :-
প্রথমে আপনি যাকে বা যেই পেজকে আপনার নিউজ ফীড থেকে বাদ দিতে চান তার আইডির উপর মাউস পয়েন্ট রাখুন টিক নিচের ছবির মতো :-
Step 2 :-
তারপর "Show In News Feed" থেকে সাইন মার্ক তুলে দিন বা ক্লিক করুণ নিচের ছবির মতো :-
মার্ক তুলার আগে যেমন ছিল তা নিচের ছবিতে দেওয়া হল:-
এইবার আপনার কাজ শেষ। মাউস পয়েন্ট সরিয়ে পেজ রিলোড দিয়ে আপনার কাজে লেগে পড়ুন। সূত্রঃ- My Blog
আমি Oneem Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ভাইজানেরা কিভাবে ফেসবুক আইডি মুছে ফেলা যায়?জানালে উপকৃত হব।