আসসালামু-আলাইকুম,
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।
আজ আপনাদের সাথে চরম একখানা ট্রিক শেয়ার করব।
মনে করুন আপনি facebook-এ ব্লক হয়ে গেছেন। এর অর্থ_
--> আপনি কাউকে friend request পাঠাতে পারবেন না।
--> চ্যাট করতে পারবেন না।
হ্যাঁ বন্ধু, এরকমটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত এর কোন full solution নেই।
তবে আমি আপনাদের একতা ট্রিক দেখিয়ে দিচ্ছি, যার দ্বারা আপনি আপনার বন্ধুর সাথে অনায়েসে চ্যাট করতে পারবেন।
নিচের কাজগুলো করুনঃ
আপনি যেই বন্ধুর সাথে চ্যাট করতে চান, তার Profile-এ ঢুকুন।
যেমনঃ http://www.facebook.com/blackdragon
Second Step
এবার তার username-টা copy করুন এবং facebook email id-তে convert করুন।
যেমনঃ [email protected]
Third Step
আশা করা যায় এতক্ষন যা বললাম করতে পেরেছেন।
এবার আপনি facebook-এর জন্য যে ই-মেইল id খুলেছিলেন, তাতে প্রবেশ করুন।
এখন আপনি আপনার friend এর ই-মেইল id-তে মেইল পাঠান।
আপনার বন্ধু facebook-এআপনার message পেয়ে যাবে।
এভাবে আপনি facebook block হওয়ার পরও চ্যাট চালিয়ে যেতে পারবেন।
Trick-টা কেমন লাগল অবশ্যই জানাবেন...ধন্যবাদ।
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
আমি ব্লক হইলে এইভাবেই চ্যাট করি… ধন্যবাদ।