সবাই আশা করি ভালই আছেন। রোযার মাসে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমাদের অনেকেরই তো ফেসবুক পেজ আছে। কিন্তু ফেসবুক ফ্রেন্ড বেশি থাকলে সবাইকে এক এক করে পেজে Invite করাও তো একটা ঝামেলা। নিতান্তই বিরক্তিকর ব্যাপার। ভাবতেন, কেমন হয় যদি সবাইকে একসাথে পেজে Invite করা যায়? তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা জটিল ট্রিকস যার মাধ্যমে আপনি ফেসবুকে এক ক্লিকেই সবাইকে আপনার পেজে Invite করতে পারবেন। এটি Google Chorme ও Mozilla Firebox দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা করতে হয়।
প্রথমে Google Chrome থেকে এই Extensionটি Add করে নিন।
প্রথমে Mozilla Firebox থেকে এই Add-onsটি Add করে নিন।
Mozilla Firebox হোক আর Google Chrome হোক দুইটার সিস্টেম একই। আমি Mozilla Firebox এ করে দেখালামঃ
এছাড়া আরও একটি Google Chorme এর আরেকটি Extesion আছে যার মাধ্যমে আপনি একই কাজ করতে পারবেন, কিন্তু এটাই সহজ। তাই আর অন্য কিছুর দরকার নেই। কারো ইচ্ছা হলে এই Extension টা দিয়েও একসাথে পেজে সবাইকে Invite করতে পারবেন। Extension টা নিয়ে নিন এখান থেকে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকুন।
আমার ব্লগ
ফেসবুকে আমি ।।।
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ