হ্যাকারদের হাত থেকে আপনার Facebook Account রক্ষা করতে চান ? তহলে “Login Approvals” Setting কেরে নিন :-

বন্ধুরা কেমন আছেন ? আজ আবারো আপনাদের মাঝে হাজির হলাম ফেজবুকের সিকিউরিটি সেটিং নিয়ে ।আর সেটি হলো Login Approvals Setting করা । আমরা যখন Facebook Account তৈরি করি বেশীরভাগ লোকই অন্যের দ্বারা করে থাকি, কিংবা অন্য কোন বন্ধু/বান্ধবী যদি আপনার Facebook Password জেনেফেলে তখন সেটাকে কে হ্যাক করেছে আপনি জানতে পরবেন না । এবং আমাদের অনেকেরেই Facebook password সহজ/দুর্বল ।তাই আপনার Facebook Security যত strong/মজবুত করা যায় ততো ভালো হবে । আর সে লক্ষেই আমার এ টিউন ।

কিভাবে "Login Approvals" Setting করবেন:

➡ প্রথমে আপনার Facebook এর Account Settings-এ Click করুন ।

➡ (1) Security-তে Click করুন ।
➡ (2) Login Approvals এ Edit লেখায় Click করুন ।

➡ এখন দেখুন Requre a security code to access my account from unknown browsers লিখার বামদিকের গোল খালি ঘরে Click করে, Save Changes -এ click করে Select করুন ।

➡ Get Started -এ click করুন ।

➡ এখন দেখুন আপনার সামনে একটি ফ্রম আসছে Set up Security Code Delivery এটি আসবে তখনি, যদি কারো Facebook Account ,mobile নাম্বার দিয়ে Verify করা না থাকে ।
:arrow:(1) প্রথমে আপনি আপনার "Country Code" Select করুন, এবং আপনার নিজের সঠিক কাগজপএ দ্বার তো্লো/বর্তমান ব্যবহারকৃত মেবাইল নাম্বারটি লিখুন ।
➡ (2) Continue-তে Click করুন ।

‍:arrow: যদি আপনার Facebook Account টি Mobile Number দ্বারা Verify করা থাকে তখন এটি সরাসরি চলে আসবে ।
➡ Continue তে Click করুন ।

➡ এখন দেখুন আপনার মেবাইলে Please use the code 421250 to confirm access to your phone for login approvals এমন একটি Message আসছে ।
➡ (1) এখানে খালিঘরে আপনার মোবাইলে আসা Code টি লিখুন ।যদি সঠিক হয় তহলে সামনে সবুজ এবটি টিক মার্ক আসবে ।
➡ (2) Continue -তে Click করুন ।

➡ এখন দেখুন Login Approvals Setup is Complete লিখা আসবে এবং সেখানে আপনি নিচে গোল বৃত্তটিতে Click করুন, তারপর Close করুন ।
এখন আপনার সেটিং এর কাজ শেষ । আপনি যে Browse Use করতেছেন সেটি ছাড়া অন্য Browse- এ আপনার Facebook Account টি Open করার জন্য Login Approvals Code এর প্রয়োজন পরবে ।
:arrow:এখন দেখুন আমি Login Approvals setup করেছি Computer- এ, এখন অন্য Browse-এ অর্থাৎ/মোবাইলে Facebook Id login করছি ।
➡ এখন Ok তে করুন । তারপর দেখুন আপনী যে মোবাইলের নম্বরটি দিয়ে setting করেছেন সেই মোবাইলে Your Facebook Security code :213592 লিখা একটি Message আসছে ।

➡ (1) Code - লিখুন ।
➡ (2) Continue -তে Click করুন ।

আশাকরি আপনার Facebook Account- টি Open হয়ে যাবে ।
আপনাদের টিউনার মো: ইউনুছ মিয়া (শ্রাবন)

Level 0

আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্নবাদ আপনাকে অনেক কষ্ট হয়চে মনে হয় পোস্ট তা টাইপ করতে খুব উপকারি অ বটে 🙂

Thanks

welcome.

SMS আসতে কয়েক দিন সময় লাগে মাঝে মাঝে । তখন খুবই সমস্যা হবে। না করাই ভালো ।

Level 0

হুম, আমাদের দেশে না করাই ভাল

Ato choto bapar tene tene onek boro korar jonno dhonnobad

Rayhan Sumon @ ভাই আপনার বয়স কি 7 নাকি 8 বছর । ছোট ছেলেরা যেমন পড়া দেখলে ভয় পায় বলে এতো বড় ! !!! অথাৎ আরো ছোট করা প্রয়োজন । তবে আমি আপনার মতো এতে বুদ্ধিমান না , তাই আমি এমন ভাবে টিউন করার চেষ্টা করি যেন আমার মতো কম বুদ্ধিমান সবাই বুঝতে পারে খুব সহজে । এবার বুঝেছেন তো দাদা, আমি যানি আপনি হয়তো এ কমেন্টসটি পড়েও বলবেন- এতো ছোট কথা বলার জন্য এতো বড় কমেনস করতে হলো !!!! তবে আপনাকে কমেন্টস করার জন্য ধন্যবাদ ।

Level 0

valo laglo……..thanks

    @ronyru2008: কমেন্টস করার জন্য আপনাকে ও ধন্যবাদ .

ব্যাপারটায় আমার একটু কটকা আছে,তা হল এতে কি শুধু মোবাইলেই কোডটি আসবে।নাকি মোবাইলের পাশাপাশি ই-মেইলেও আসবে।আমার এক বন্ধু বলল ওর নাকি দুই জায়গায়ই কোড আসে।দুই জায়গাতে না আসলে ত সমস্যা।কারণ হল মোবাইল সাথে না ও থাকতে পারে,যখন অন্য কম্পিউটারে লগ-ইন করবেন।অথবা মোবাইলে কারও সমস্যাও হতে পারে ।তখন ত মেইল থেকে নেওয়ার প্রয়োজন হতে পারে।ধন্যবাদ

    @MD.Faysal Alam Riyad: কোড শধু মোবাইলেই আসবে ৷ কিন্তু e-mail এ একটি approval security -র জন্য মেসেজ আসবে , যদি আপনার মোবাইল এ কোড টি না আসে তখন আপনি অই মেসেজ থেকে healp নিয়া কোড আপনার মোবাইল এ আবার পাঠাতে পারেন ৷ তবে কোনো বন্ধু যদি বলে e-mail এ কোড আসবে, সেটা ভূল ৷

Level 0

আমার সেটিং এ Login Approvals বলে কিছুই আসছে না ।

https://www.techtunes.io/help-ask/tune-id/224520

Bhai,code gola protam dhika ase,Pore ora r code day na

    Your Login Approval Code এ 10 টি কোড দেওয়া থাকে সেখান থেকে আপনী যে কোন সময় ঐ কোডগুলো ব্যাবহার করতে পারেন ।তবে তার জন্য ঐ কোডগুলো পূর্বে লিথে/মনে রাখতে হবে । আর যদি কোড আসতে দেরি হয় তখন আপনী দেখবেন আপনার E-mail এ একটি Message আছে Security Code লিখা , সেখানে Click করলেই আপনী পেয়ে যাবেন 3 টি অপশন যে কোন একটি সিলেক্ট করে Send করুন দেখুন তাৎখনিক কাজ হয়ে গেছে । ধন্যবাদ আপনাকে ।

বাংলাদেশে বিশেষ করে জিপি মোবাইলে কোড সহজে আসে না। এর আগে আমার এক ফ্রেন্ডের কোড ২দিন পরে আসছিল। জরুরি মুহুর্তে না আসলে ভিষণ সমস্যা।

    সমস্যায় পরার কোন প্রশ্নই আসেনা ।কারন সেখানে Your Login Approval Code এ 10 টি কোড দেওয়া থাকে সেখান থেকে আপনী যে কোন সময় ঐ কোডগুলো ব্যাবহার করতে পারেন ।তবে তার জন্য ঐ কোডগুলো পূর্বে লিথে/মনে রাখতে হবে । ধন্যবাদ আপনাকে ।