এই ধরণের স্টিকার সমূহ কাওকে পাঠাতে দেখেছেন কিন্তু নিজের কাওকে পাঠাতে ইচ্ছা করেনি, এমন মানুষ হয়ত বিরল। যদিও এন্ড্রয়ড/আইওএস ব্যবহারকারীরা তাদের মোবাইলের মেসেঞ্জার থেকেই পাঠাতে পারেন কিন্তু যারা পিসি ইউজার তারা কি করবেন? 😛 আসুন, এসব এখন পিসি থেকেও পাঠাই...
যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এই লিঙ্ক থেকে Add-on টা ডাউনলোড করে ইন্সটল করুন আর যারা গুগল ক্রোম ব্যবহার করেন তারা এই লিঙ্ক থেকে এক্সটেনশনটা ডাউনলোড করে ইন্সটল করুন...
ফায়ারফক্সে এই Add-on এর সাইজ ৩.৩ মেগাবাইট আর গুগল ক্রোমে এই Extension এর সাইজ ২.৯৫ মেগাবাইট 🙂
ইন্সটল করার পর ফেইসবুকে লগিন করুন। দেখবেন, চ্যাট বক্সে নিচের মত একটা চিহ্ন এসেছে...
সেটাতে ক্লিক দেয়ার পর একটা পেইজ আসবে, যেখানে আপনাকে লগিন করতে বলবে। জাস্ট Login এ ক্লিক দিন আর ফেইসবুক পেইজটা একবার রিফ্রেশ করুন। এরপর দেখুন ম্যাজিক!!
বিঃদ্রঃ ফায়ারফক্সে Add-on ইন্সটল করার সময় হয়ত বলতে পারে "নট কম্প্যাটিবল", ব্লা ব্লা ব্লা... জাস্ট এসব ইগ্নোর করে ইন্সটল করে ফেলুন 🙂 তারপরেও যদি কাজ না করে বুঝতে হবে, আপনার পিসি/ব্রাউজার অনেকগুলা পঁচা 😛
আশা করি, এভাবে Sticker পাঠাতে আর কোন সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয়, আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন। ফেইসবুকে আমিঃ https://www.facebook.com/p32929
আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...
ধন্যবাদ