বেশ কিছু দিন ধরে ফেসবুক এর কমেন্ট এবং স্ট্যাটাস এ দেখছি নতুন নতুন সব ইমো । কিন্তু অনেক খোজাখোজি করেও বুঝলাম না কি করে ইমো গুলো দেয় 🙁 অবশেষে পেয়েই গেলাম 😉 তেমন কঠিন কিছু না । চলুন আপনাকেও আজ শিখিয়ে দেই কি করে ফেসবুক এর নতুন ইমো গুলো ব্যবহার করবেন ।
ফেসবুক এর এই নতুন ইমোর নাম ইমোজি (Emoji) এটি মূলত আইফোন, এন্ড্রয়েড এসব ডিভাইস এর জন্য তৈরি করা । এটি কতগুলো সিমবল । আর ফেসবুক এই সিম্বল গুলো থেকে ইমো কনভার্ট করে থাকে । চলুন এই ইমোজি এর ইতিহাস জেনে নেই...
সময় ১৯৯৯ সাল । জাপানিজ মোবাইল ফোন ব্যবহারকারীরা অনেক বেশি পিকচার মেসেজ ব্যবহার শুরু করে । জাপানিজ মোবাইল কোম্পানি গুলো এই বিষয়টি খেয়াল করে কারন একটি পিকচার মেসেজ একটি টেক্সট মেসেজ এর চেয়ে অনেক বড় । একটি পিকচার মেসেজ ১০০০ টি টেক্সট মেসেজ এর সমান । মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় ৮০ মিলিয়ন ব্যবহারকারীর এই চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছিল । অবশেষে ইঞ্জিনিয়ারদের এই সমস্যার সমাধান বের করতে বলা হয় । সমাধান কি? ইমোজি ।
ইমোজি জাপানিজ রিসার্চ ফ্যাসিলিটিতে আবিস্কার হয় । DoKoMo i-mode জাপানিজ মোবাইল ফোন কোম্পানি প্রথম এই ইমোজির ব্যবহার শুরু করে । তারা ব্যবহারকারীদের টেক্সট মেসেজ এ ইমোশন হিসেবে ইমোজি ব্যবহার করার সুযোগ দেয় ।
যাই হোক এতো হিস্টোরি তে না যাই । এবার চলুন দেখি কীভাবে ব্যবহার করবেন এই ইমোজি ।
প্রথমে এন্ড্রয়েড ইমোজি ফন্ট টি ডাউনলোড করে নিন ।
➡ ডাউনলোড লিঙ্কঃ http://fsymbols.org/css/android-emoji.ttf
ফন্ট ডাউনলোড হয়ে গেলে ফন্ট টি C:\Windows\Fonts এ কপি করুন । এবার কম্পিউটার টি রিস্টার্ট দিন ।
এবার নিচের লিঙ্ক এ গিয়ে দেখুন সবগুলো আইকন দেখতে পাচ্ছেন কিনা? মজিলা তে আইকন গুলো সুন্দর দেখায় । গুগল ক্রোম এ আইকন গুলো সমস্যা করতে পারে ।
➡ ফেসবুক ইমোজি চার্টঃ https://dl.dropboxusercontent.com/u/158269549/emoji/index.html
যদি আইকন গুলো দেখতে পান, তবে এগুলো কপি করে আপনার স্ট্যাটাস বা কমেন্ট এ ব্যবহার করুন । আর গুগল ক্রোম এ দেখতে না পেলে নিচের পদ্ধতি দেখতে পারেনঃ
গুগল ক্রোম এর জন্য নিচের এক্সটেনশন গুলো ব্যবহার করে দেখতে পারেন ।
এটি ইন্সটল করে ব্রাউজার রিস্টার্ট দিন । এরপর ফেসবুক এ কোন স্ট্যাটাস বা কমেন্ট করতে গেলে বাম পাশে দেখবেন একটা ইমো আইকন । সেটাতে ক্লিক করে আপনার পছন্দের ইমো তে ক্লিক করুন এবং তা আপনার স্ট্যাটাস বা কমেন্ট এ এড হয়ে যাবে 🙂
এই এক্সটেনশন দিয়ে শুধু ইমোজি নয়, ফেসবুক চ্যাট এ দারুণ সব স্টিকার ও ব্যবহার করতে পারবেন । আমার কাছে তো এক কথায় অসাধারণ লেগেছে ^_^ আর মজার বিষয় হলো এগুলো যে কেও দেখতে পারবে, সে যদি এই এক্সটেনশন ইন্সটল না করেও থাকে, তবুও দেখবে ।
কেমন লাগলো? দারুণ না? 😀 খুবি মজার... এগুলো ব্যবহার করুন আর বন্ধুদের চমকে দিন ^_^ টিউন ভালো লাগলে টিউমেন্ট করবেন কিন্তু...
কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)
ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
Thanks, Chrome e awesome 😀