ফেসবুকের পোকা [পর্ব ০১] :: আপনার ফেসবুকের কভার পিকচার হয়ে যাবে আয়না, চরম টাইমলাইন কভার।

ফেসবুকের পোকা

সবাইকে সালাম,

আমি জানি আপনারা সবাই ভালো আছেন 😀 আর যদি ভালো না থাকেন তাহলে এখন যা দেখাবো তা দেখে খানিকটা হলেও ভালো হবেন এই আশা করছি। কারন আমি মনে করি চমৎকার কিছু দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। চমৎকার বলছি এর কারন হল আমার কাছে চমৎকার লেগেছে। তাও যদি মন ভালো না হয় তাহলে চেঁচামেচি করেন কিছুক্ষন............ 😛

অনেক ক্ষণ বাজে বকলাম এরকম আর কিছুক্ষণ চললে সবাই আমায় ধরে মার দেবে, তাহলে শুরু করি.........

আমরা প্রায় সবাই ফেসবুক ব্যাবহার করি, আর ফেসবুক কভার পিকচার তো সবাই চেনেন, যারা না চেনেন তারা পড়তে থাকুন এখনি চিনবেন। আমরা চাই আমাদের প্রোফাইলটা যেন সবার থেকে আলাদা হয় (যতই আলাদা হউক না কেন একটা জায়গায় আমরা সবাই একরকম সেটা হল, আমরা সবাই আরেকজনের থেকে আলাদা হতে চাই)। আমরা চাই প্রোফাইলে এমন কিছ থাকুক যা অন্যের মনে কৌতূহল সৃষ্টি করবে। এমনি একটি জিনিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হল আয়নার মতো দেখতে ফেসবুক কভার পিকচার। যতই বকবক করি না কেন না দেখলে কিছুই বুঝবেন না, তাই জিনিশটা সরাসরি দেখতে আমার ফেসবুক প্রোফাইলটাতে ঢুঁ মেরে আসেন।

আমার কভার ফটোর একটা স্ক্রীন শট নিচে দিলাম, যাদের স্ক্রীন শট দেখে পছন্দ না হয় তারা এখনি কেটে পরুন 😛 আর যাদের ভালো লাগবে তারা আমার প্রোফাইলে লাইভ দেখে আসুন,

আমার ফেসবুক প্রোফাইল।

কাজটা খুবই সহজ, যারা জানেন অথবা দেখে বুঝতে পেরেছেন তারা হয়ত আমায় গাধা আর বলদের উপাধি দিয়ে দিয়েছেন, আসলেই আমি গাধা 😀 আসল কথা হচ্ছে যারা না জানে তাদের জন্য এই পোস্ট।

এটা করতে আপনার যা যা লাগবেঃ

১) একটি স্ক্রীন শট নেওয়ার সফটওয়্যার (আমি ব্যাবহার করেছি "FastStone Capture", এটার ফ্রী ফুল ভার্সনের জন্য গুগল মামার পায়ে ধরেন)

২) টাইমলাইনের পাশের অ্যাড গুলো ডিলিট করার জন্য একটি "অ্যাড অন" (Ad Block Plus ফাইয়ারফক্সের জন্য) অন্য ব্রাউজারের কথা জানি না তাই একটু কষ্ট করে ফায়ারফক্স টাই ব্যাবহার করেন!

প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যান তারপর স্ক্রীন শট নেওয়ার সফটওয়্যারটি চালো করে আপনার প্রোফাইলের একটা ছবি তুলুন, কোন পর্যন্ত তুলবেন সেটা দেখানোর জন্য স্ক্রীন শট দিলাম।

ঠিক এই মাপে আপনার প্রোফাইলের ছবি তুলুন, আপনার ডেস্কটপের উপরের শেষ প্রান্ত থেকে শুরু করে নিচে আপনার বাড়ি (From Your Home/Place) পর্যন্ত। কেউ যদি মনে করেন আরও কম নিলেও হবে তাহলে সেটা আপনার খুশি। এবার এই ছবিটা আপনার কভার হিসেবে আপলোড করেন এবং জায়গা অনুযায়ী বসান। তারপর আপনার প্রোফাইলটা দেখতে যেমন হবে,

এবার ঠিক আগের মাপে আরেকটা স্ক্রীন শট নিন এবং সেই ছবিটা আবার আপনার কভার হিসেবে লাগান এবার দেখুন কেমন দেখা যায়,

হুম এবার নিশ্চয়ই কেরামতি বুঝতে পেরেছেন, এভাবে আপনার যত খুশি প্রোফাইলের ছবি তুলুন এবং সেই ছবি আবার কভার হিসেবে লাগান। আপনার যতক্ষণ ভালো লাগে এই প্রক্রিয়া চালিয়ে যান, শেষ পর্যন্ত আমার প্রোফাইলের মতই হবে।

আমার কাজ শেষ, এবার নিজে চেষ্টা করুন না পারলে নিচে মন্তব্য করুন অথবা ফেবুতে যোগাযোগ করুন, আমার ফেবু লিঙ্ক তো উপরে দেওয়াই আছে। আরেকটা কথা, মাঝে মাঝে মজা করার জন্য উল্টা পাল্টা কথা বলেছি ভুল হলে দয়া করে মাফ করে দিয়েন, জানেনই তো আমি ছোট মানুষ! 😛

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।

আমার ব্লগ

ফেসবুকে আমি।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, শেষ দিকে বুঝলাম না

    Level 0

    @Jubayer: প্রথমে যেই পদ্ধতি দিয়েছি এভাবে ৬-৭ বার করেন তাহলেই হবে। ধন্যবাদ।

ক্রিয়েটিভ আইডিয়া।

    Level 0

    @Mashpy Says: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

mathai mal ace vaijaner

এই কভার ফটো আগে এক সাইটে দেখছিলাম । বাট ইউজ করার প্রসিডিউর জানতাম না । থ্যাঙ্কস সোহাগ ভাই । ইউজ করব ইনশাআল্লাহ ।

আমি এই system টা কার ID তে দেখছি মনে করতে পারছি না। যাইহোক টিউনটি অনেক সুন্দর করে গুছিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজই আমার টা করে ফেলব।

ও ভাই ১টা বানায় দেওয়া যায়?

    Level 0

    @imran ahmed: ভাই আপনার ফেসবুক আইডিতে আমি কেমন করে বানিয়ে দেবো?? এটা বানাতে হলে তো আপনার ফেসবুকে লগইন করা লাগবে 🙁

অনেক সুন্দর টিউন।অসংখ্য ধন্যবাদ ভাই।

    Level 0

    @Nashin Hassan: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য 🙂

জিনিসটা আসলেই মজার।কিন্তু আমি যতক্ষন এই কাজ করবো।আমার লিস্টের কেউ শান্তিতে বসতে পারবেনা।হোমে খালি আমার কাভার ফটো চেঞ্জই দেখা যাবে।

    Level 0

    @অয়ন: এটা কুনো সমস্যাই না, একটা আপলোড করে আগেরটা ডিলিট করে দেবেন। তাছাড়া অন্যরা দেখলে তো আরও ভালো, মজা পাবে 😀 ধন্যবাদ মন্তব্যের জন্য।

হাহা……ভাই এই পদ্ধতিতে কভার ফটো সেট করার পর থেকে আমার আইডিতে সমানে মেসেজ আসছে কিভাবে এটা করলাম তা জানতে 😀
Awsome !!!

    Level 0

    @BlackFire666: এটা আসলেই মজার জিনিস, আমাকেও অনেকেই জিজ্ঞেস করেছে। উপভুগ করুন, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

vaia, ama parse na ………. plz amaK kore din……. apnr phn numbr ta dan plz…………………………….

    Level 0

    @Jubayer: আপনি আমার ফেসবুকে যোগাযোগ করেন। fb.com/sohag.ltyh

হা হা হা , দারুণ ক্রিয়েটিভ আইডিয়া।আপনার বুদ্ধি পছন্দ হয়েছে।ফেসবুকে বসে মনে থাকলে একসময়ে চেষ্টা করবো এভাবে কভার দিতে,অন্যরকম টিউন। 😀

    Level 0

    @Ochena Balok: অনেক ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্যের জন্য।

Level 0

ami blocked plz amak request pathan http://fb.com/jubayerkingdom

ফেসবুক ভাল না 😛 😛 😉

    Level 0

    @Iron maiden: ফেসবুকে আপনার কি ক্ষতি করল ভাই?

Level 0

ভাই আমিও পারছি না। আসলে বুঝতে সমস্যা হচ্ছে। ভিডিও টিউটোরিয়াল দিলে খুব ভাল হয়। তাতে টিউনের মানও বাড়বে আর আমার মত যাদের সমস্যা হচ্ছে তাদেরও উপকার হবে। ধন্যবাদ নেবেন।

    Level 0

    @jiko: আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য, আসলে কাজটা এতটা কঠিন না বলে ভিডিও দিলাম না। আপনি একটু কষ্ট করে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন আমি বুঝিয়ে দেবো।

Level 0

পেরেছি মামা। ধন্নবাদ।

    Level 0

    @jiko: শুনে খুশি হলাম 🙂

Level 0

আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহি তারা অবশ্যই mini job’s দিয়ে কাজ শুরু করবেন । কারন এই সাইটা এমন একটা সাইট যেখানে প্রচুর পরিমানে ছোটো ছোটো কাজ পাওয়া যায় ।যার জন্য কোনো বিড করার প্রয়জন হয়না । অন্য যে সাইট গুলো আছে যেমন অডেস্ক , ফ্রিল্যেন্সার , রেন্ট এ কোডার ইত্যাদি সাইট গুলোতে কাজ পাবার জন্য অনেক পরিশ্রম করতে হয় । অনেক বিড করার পরও কাজ মিলে না । তার উপর আমার আছে পরিক্ষা । আমরা যারা পরিক্ষা ভয় পাই তাদের জন্য একমাত্র ভরসা এই mini jobz । যারা এখানে কাজ করতে চান তারা রেজিঃ করুন এখান থেকে
রেজিঃ করা হয়ে গেলে আপনি কাজ করা শুরু করতে পারবেন । এখানে অনেক ধরনের কাজ পাবেন আপনি । যেমনঃ
For more details click here
http://syberculture.blogspot.com/2013/06/blog-post_15.html

    Level 0

    @mamun009: ধন্যবাদ ভুল জায়গায় ভুল জিনিস পোস্ট করার জন্য!!

Thankx Sohag bro

Level New

bai parchina help koren

Level New

ok tnx bai hoiche