সবাইকে সালাম,
আমি জানি আপনারা সবাই ভালো আছেন 😀 আর যদি ভালো না থাকেন তাহলে এখন যা দেখাবো তা দেখে খানিকটা হলেও ভালো হবেন এই আশা করছি। কারন আমি মনে করি চমৎকার কিছু দেখলে মানুষের মন ভালো হয়ে যায়। চমৎকার বলছি এর কারন হল আমার কাছে চমৎকার লেগেছে। তাও যদি মন ভালো না হয় তাহলে চেঁচামেচি করেন কিছুক্ষন............ 😛
অনেক ক্ষণ বাজে বকলাম এরকম আর কিছুক্ষণ চললে সবাই আমায় ধরে মার দেবে, তাহলে শুরু করি.........
আমরা প্রায় সবাই ফেসবুক ব্যাবহার করি, আর ফেসবুক কভার পিকচার তো সবাই চেনেন, যারা না চেনেন তারা পড়তে থাকুন এখনি চিনবেন। আমরা চাই আমাদের প্রোফাইলটা যেন সবার থেকে আলাদা হয় (যতই আলাদা হউক না কেন একটা জায়গায় আমরা সবাই একরকম সেটা হল, আমরা সবাই আরেকজনের থেকে আলাদা হতে চাই)। আমরা চাই প্রোফাইলে এমন কিছ থাকুক যা অন্যের মনে কৌতূহল সৃষ্টি করবে। এমনি একটি জিনিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হল আয়নার মতো দেখতে ফেসবুক কভার পিকচার। যতই বকবক করি না কেন না দেখলে কিছুই বুঝবেন না, তাই জিনিশটা সরাসরি দেখতে আমার ফেসবুক প্রোফাইলটাতে ঢুঁ মেরে আসেন।
আমার কভার ফটোর একটা স্ক্রীন শট নিচে দিলাম, যাদের স্ক্রীন শট দেখে পছন্দ না হয় তারা এখনি কেটে পরুন 😛 আর যাদের ভালো লাগবে তারা আমার প্রোফাইলে লাইভ দেখে আসুন,
কাজটা খুবই সহজ, যারা জানেন অথবা দেখে বুঝতে পেরেছেন তারা হয়ত আমায় গাধা আর বলদের উপাধি দিয়ে দিয়েছেন, আসলেই আমি গাধা 😀 আসল কথা হচ্ছে যারা না জানে তাদের জন্য এই পোস্ট।
এটা করতে আপনার যা যা লাগবেঃ
১) একটি স্ক্রীন শট নেওয়ার সফটওয়্যার (আমি ব্যাবহার করেছি "FastStone Capture", এটার ফ্রী ফুল ভার্সনের জন্য গুগল মামার পায়ে ধরেন)
২) টাইমলাইনের পাশের অ্যাড গুলো ডিলিট করার জন্য একটি "অ্যাড অন" (Ad Block Plus ফাইয়ারফক্সের জন্য) অন্য ব্রাউজারের কথা জানি না তাই একটু কষ্ট করে ফায়ারফক্স টাই ব্যাবহার করেন!
প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে যান তারপর স্ক্রীন শট নেওয়ার সফটওয়্যারটি চালো করে আপনার প্রোফাইলের একটা ছবি তুলুন, কোন পর্যন্ত তুলবেন সেটা দেখানোর জন্য স্ক্রীন শট দিলাম।
ঠিক এই মাপে আপনার প্রোফাইলের ছবি তুলুন, আপনার ডেস্কটপের উপরের শেষ প্রান্ত থেকে শুরু করে নিচে আপনার বাড়ি (From Your Home/Place) পর্যন্ত। কেউ যদি মনে করেন আরও কম নিলেও হবে তাহলে সেটা আপনার খুশি। এবার এই ছবিটা আপনার কভার হিসেবে আপলোড করেন এবং জায়গা অনুযায়ী বসান। তারপর আপনার প্রোফাইলটা দেখতে যেমন হবে,
এবার ঠিক আগের মাপে আরেকটা স্ক্রীন শট নিন এবং সেই ছবিটা আবার আপনার কভার হিসেবে লাগান এবার দেখুন কেমন দেখা যায়,
হুম এবার নিশ্চয়ই কেরামতি বুঝতে পেরেছেন, এভাবে আপনার যত খুশি প্রোফাইলের ছবি তুলুন এবং সেই ছবি আবার কভার হিসেবে লাগান। আপনার যতক্ষণ ভালো লাগে এই প্রক্রিয়া চালিয়ে যান, শেষ পর্যন্ত আমার প্রোফাইলের মতই হবে।
আমার কাজ শেষ, এবার নিজে চেষ্টা করুন না পারলে নিচে মন্তব্য করুন অথবা ফেবুতে যোগাযোগ করুন, আমার ফেবু লিঙ্ক তো উপরে দেওয়াই আছে। আরেকটা কথা, মাঝে মাঝে মজা করার জন্য উল্টা পাল্টা কথা বলেছি ভুল হলে দয়া করে মাফ করে দিয়েন, জানেনই তো আমি ছোট মানুষ! 😛
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
ভাই, শেষ দিকে বুঝলাম না