ফেসবুক সিকিউরিটির একটা নতুন জিনিষ শিখলাম । অনেকেই হয়তো জানেন তবু শেয়ার করলাম যারা জানেন না তাদের জন্য । এটি একটিভ থাকলে কেউ আপনার পাসোয়ার্ড জানলেও আপনার একাউন্টে লগিন করতে পারবে না কারন লগিন করতে গেলে একটি সিকিউরিটি কোড চাইবে যা আপনার মোবাইলে এস এম এস করে জানানো হবে । এই কোড না হলে লগিন করা যাবে না ।
এটি একটিভ করার জন্য Privacy Setting এ যান তারপর Security তে Click করুন তারপর Login Approval এর ডান পাশে Edit এ Click করুন এরপর প্রয়োজনিয় Information দিয়ে Save করুন । ব্যাস হয়ে গেল আপনার একাউন্ট সুরক্ষিত । এখন কেউ আপনার পাসোয়ার্ড জানলেও আর লাভ নেই যতক্ষন আপনার মোবাইল আপনার সাথে আছে ।
ফেসবুকে আমি: http://www.facebook.com/nurul.islam.imtiaz
ভাই যখন এই কোড না আসে বা আসতে দেরি হই তখন কি করবো ?