ফেসবুক সিকিউরিটির একটা নতুন জিনিষ শিখলাম ।

ফেসবুক সিকিউরিটির একটা নতুন জিনিষ শিখলাম । অনেকেই হয়তো জানেন তবু শেয়ার করলাম যারা জানেন না তাদের জন্য । এটি একটিভ থাকলে কেউ আপনার পাসোয়ার্ড জানলেও আপনার একাউন্টে লগিন করতে পারবে না কারন লগিন করতে গেলে একটি সিকিউরিটি কোড চাইবে যা আপনার মোবাইলে এস এম এস করে জানানো হবে । এই কোড না হলে লগিন করা যাবে না ।
এটি একটিভ করার জন্য Privacy Setting এ যান তারপর Security তে Click করুন তারপর Login Approval এর ডান পাশে Edit এ Click করুন এরপর প্রয়োজনিয় Information দিয়ে Save করুন । ব্যাস হয়ে গেল আপনার একাউন্ট সুরক্ষিত । এখন কেউ আপনার পাসোয়ার্ড জানলেও আর লাভ নেই যতক্ষন আপনার মোবাইল আপনার সাথে আছে ।

ফেসবুকে আমি: http://www.facebook.com/nurul.islam.imtiaz

Level 0

আমি imtiaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই যখন এই কোড না আসে বা আসতে দেরি হই তখন কি করবো ?

ধন্যবাদ।

Level 0

thanx

জানতাম না

অনেক আগে থেকেই জানতাম। কিন্তু এই সার্ভিসটি আমার কাছে খুবই ফালতু মনে হয়েছে, বিধায় আবার disable করে দিয়েছি। মাঝে মাঝে কোড পাঠাইতে ১ দিনেরও বেশি সময় লেগে যায়। সাইবার সেন্টার এ গিয়ে তো কোন দিনই ফেসবুক ইউজ করতে পারবেন না। মোবাইল এর দিকে চেয়ে বসে থাকবেন, বাসায় গিয়ে আপনাকে সিকিউরিটি কোড পাঠিয়ে দিবে…!!! Last log in এর সময় তো Code না পেয়ে, শেষ পর্যন্ত ফেসবুকের কাছে ইমেইল পাঠিয়ে Security question দিয়ে আবার অ্যাকাউন্টটি ফিরে পাই। তবে Gmail এর এই 2 step Verification system টা ফলো করতে পারেন। তারা (Google) লগিন করার সাথে সাথেই আপনার ফোনে কোড পাঠিয়ে দিবে।

পুরাতন জিনিস জেনেছেন। এই ফিচার ২০১১ থেকে ফেসবুকে চালু হয়েচ্ছে।

Level 0

purano jinish

Level 0

apnar kase khali notun

Level 2

ফেসবুকে মেসেজ আসতে দেরি করে। কিন্তু গুগলে এই সমস্যা নেই। লগিন করার সাথে সাথে মেসেজ অথবা ভয়েস কল দিয়ে কোড বলে দেয়।

প্রায় সময়েই কোড আসতে দেরি হয় তাই অফ করে দিয়েছি

Level New

এতো দিনে খবর লইলেন?