জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক সম্প্রতি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কগুলো সাথে পাল্লা দিয়ে চলার জন্য ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার উপহার দিচ্ছে তাদের ব্যবহারকারীদের।তারই ধারাবাহিকতায় গত ২৯ মে(২০১৩)এবার নিলে এল “ভেরিফাইড পেইজ অ্যান্ড প্রোফাইল”।
ফেসবুকের চালু হওয়া এই ফিচারটি বহুপূর্বেই ছিল আরেক সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে।এদিক থেকে বিবেচনা করলে ফেসবুকের এই ফিচার টুইটার থেকে ধার করা। 😛
অনেক অভিনেতা-অভিনেত্রী,সেলিব্রিটি,জনপ্রিয় বিভিন্ন কোম্পানী/ব্র্যান্ড,সরকারি বা বিখ্যাত সব ব্যবসায়ীদের ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফিকেশনের কাজে নেমেছে ফেসবুক টিম।ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা,কোম্পানী,ব্যক্তিদের ফেসবুক পেইজ ভেরিফিকেশন করা হয়ে গেছে।
“যেখানে দেখিবে নীল চিহ্ন ক্লিক মারিয়া দেখ তাইপাইলে পাইতেও পারো ভেরিফাইড পেইজ/প্রোফাইল” 😀
আশা করি,সব বুঝতে পেরেছেন।এবার আপনার লাইক দেওয়া ২নম্বারি পেইজগুলোকে আনলাইক/কিক মারুন।সত্যিকারের পেইজগুলোতে লাইক দিয়ে সত্যিকারের আপডেট জানুন। 🙂
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।
apnar sundr uposthapona nd notun bishoi share korar jonno apnake onk onk dhonnobad………..