ফেসবুকের নয়া ফিচারঃ ভেরিফাইড পেইজ ও প্রোফাইল

জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক সম্প্রতি বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে।বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কগুলো সাথে পাল্লা দিয়ে চলার জন্য ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন ফিচার উপহার দিচ্ছে তাদের ব্যবহারকারীদের।তারই ধারাবাহিকতায় গত ২৯ মে(২০১৩)এবার নিলে এল “ভেরিফাইড পেইজ অ্যান্ড প্রোফাইল”।

official fb newsফেসবুকের চালু হওয়া এই ফিচারটি বহুপূর্বেই ছিল আরেক সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে।এদিক থেকে বিবেচনা করলে ফেসবুকের এই ফিচার টুইটার থেকে ধার করা। 😛

twitter varified অনেক অভিনেতা-অভিনেত্রী,সেলিব্রিটি,জনপ্রিয় বিভিন্ন কোম্পানী/ব্র্যান্ড,সরকারি বা বিখ্যাত সব ব্যবসায়ীদের ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফিকেশনের কাজে নেমেছে ফেসবুক টিম।ইতিমধ্যেই বেশ কয়েকজন তারকা,কোম্পানী,ব্যক্তিদের ফেসবুক পেইজ ভেরিফিকেশন করা হয়ে গেছে।

varified bill gates page

নতুন এই ফিচারের ফলে তারকা বা সেলিব্রেটিদের নিয়ে ফেসবুকে যেই গুজব ছড়ায় তা অনেকাংশেই হ্রাস পাবে বলে ধারনা করা হচ্ছে।এছাড়া যারা পেইজ ব্যবসায়ী অর্থ্যাৎ তারকাদের নামে পেইজ খুলে প্রতারণা করত তাদের কপাল পুড়ল। 😛
কিভাবে বুঝবেন পেইজটি ভেরিফাইড কিনা?খুব সহজেই।আপনার ফেসবুক সার্চ বক্সে কোনো সেলিব্রেটি বা কোম্পানীর নাম লিখে সার্চ দিন।উদাহরণস্বরূপ আমি “গুগোল” লিখে সার্চ দিলাম।এবার দেখুন,ভেরিফাইড করা ফেসবুক পেইজের ডান পাশে একটি নীল রঙের টিকচিহ্ন দেখা যাচ্ছে।

varified page google

“যেখানে দেখিবে নীল চিহ্ন ক্লিক মারিয়া দেখ তাই
পাইলে পাইতেও পারো ভেরিফাইড পেইজ/প্রোফাইল” 😀

আশা করি,সব বুঝতে পেরেছেন।এবার আপনার লাইক দেওয়া ২নম্বারি পেইজগুলোকে আনলাইক/কিক মারুন।সত্যিকারের পেইজগুলোতে লাইক দিয়ে সত্যিকারের আপডেট জানুন। 🙂

ফেসবুকে আমিঃ দুরন্ত তৌফিক
টুইটারে আমিঃ দুরন্ত তৌফিক

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

apnar sundr uposthapona nd notun bishoi share korar jonno apnake onk onk dhonnobad………..

ধ্যুর এটা নিয়ে লেখার কথা ভাবছিলাম। আর আপনি লিখে ফেললেন। হা হা হা। অভিনন্দন আপনাকে।

ধন্যবাদ জানাই।

ভাই অনেক ধন্যবাদ ইচ্ছে করছে আমার ফেসবুক পেজটাও ভেরিফাইড করার। কিন্তু কিভাবে করবো জানাবেন।

@তৌফিক: vhai amer profile verify korbo ki vabe bolben ki ?

@তৌফিক: kamon tune koren re vhai reply koren na ta hole tune koren kano.

    @sylhety-pula:দুঃখিত।গতকাল টেকটিউন্সে আসা হয়নি।উপরোক্ত টিউনে যেই ভেরিফাইড বলা হয়েছে তা সাধারণ ব্যবহারকারীদের জন্য ফেসবুক এখনও চালু করেনি।আপনি মোবাইল নম্বর দিয়ে আপনার প্রোফাইল ভেরিফাই করে রাখতে পারেন।ভবিষ্যতের কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। 🙂