ফেসবুক ছাড়া লাইফ অচল। আম্মা বলেন কি আছে এতে! আমিও ভেবে পাইনা। কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করার আগে একবার ফেসবুকে লগিন করা অভ্যেষে পরিণত হয়েছে। মেসেজ বক্স দেখা, নোটীফিকেশান চেক করা। আজকাল আমি হোমপেজের টাইমলাইন দেখা বাদ দিয়েছি। রাজনৈতিক কচকচানিতে ভরে থাকে হোমপেজ। আমার ফেসবুকের বন্ধুরা সবাই যেন একেকজন প্রখ্যাত কুখ্যাত রাজনীতিবিদ। আমার মত যারা টেক্সটবুকের নয় ফেসবুকের পোকা তাদের জন্য আমি ছোট্ট একটা ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। আবারো বদলে যাচ্ছে ফেসবুক হোমপেজ টাইমলাইন। হোমপেজ টাইমলাইন কথাটি কি বুঝতে পারছেন! এটাকে কেউ কেউ শুধু বলেন হোম, কেউ বলেন নিউজফিড।
যাই হোক নয়া লুক আমার পছন্দ হইছে। সিম সাম আছে। আগের মত আর হেঁজিপেজি তথ্যে ভরা থাকবে না। ডানপাশের উপরের ড্রপডাইন মেন্যুতে পুরোনো থিমে ফিরে যাবার অপশান পাবেন। তবে এখনি সকল ফেসবুক ইউজার এই লুকে যেতে পারবেন না। ফেসবুক মোটামুটি পুরাতন ব্যবহারকারীদের এটা ব্যবহার করতে দিয়ে পরীক্ষামূলক নিরীক্ষণ শুরু করেছে। আমি গতকাল এটা এক্টিভেট করেছি। আপনাদের জন্য একটা স্ক্রিনশট নিয়ে এলাম।
আপনি ফেসবুকের নতুন নিউজফিড এক্টিভেট করতে চাইলে প্রথমে (১)https://www.facebook.com/about/newsfeed ঠিকানায় যান। এই পেজের শেষের দিকে জয়েন ওয়েটিং লিস্ট বলে একটা অপশান আছে। ওখানে ক্লিক করুন। আপনার নিউ লুক এক্টিভেট হয়ে যাবে।
এবার ফেসবুক আপনাকে কনফার্ম মেসেজ দেখাবে।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
এক্টিভ করলেন কিভাবে ভাইয়া????????