এই আপনি/তুমি/তুই কেন আমার লেখা চুরি করেছেন/করেছ/করেছিস কেন? প্রশ্নটা যাকে করা হবে লেখাটা যদি তার মৌলিক লেখা হয় তাহলে প্রথমে সে অবাক হবে। তারপর বলবে তোমার কথার ভিত্তি কি? বলবে ফালতু কথা না বলে প্রমান দিন। আপনার কথার ভিত্তি কি? অরিজিনাল লেখার লিংক দেন। সে মনে মনে জানে যে আপনি সেটা দেখাতে পারবেন না। কারন লেখাটা তার মৌলিক রচনা।
আপনি তাকে বলুন, পাঁচ মিনিট অপেক্ষা করেন। আমি এখনি ফেসবুকে আপনার লেখার আসল লিংক দিয়ে দিচ্ছি। এবার ঝটপট কাজ শুরু করেন।
আপনার বন্ধু যদি এই ট্রিকসের সাথে পূর্বপরিচিত না হয়ে থাকে তবে তাজ্জব বনে যাবে। তবে অসৎ উদ্দেশ্যে এই ধরণের কাজ করবেন না। আর কেউ যদি এধরণের কোন প্রতারণার শিকার হয় তাহলে তাকে এই সিস্টেমের কথা জানিয়ে দিন। এটা আহামরি কিছু নয়। ফেসবুকের একটা ফিচার মাত্র। যেকোন লেখাকে পিছনের তারিখে প্রকাশ করা যায়। এই পদ্ধতিতে সকল ব্লগ সাইটের এডমিনগন চাইলে যেকোন লেখানে পূর্ববর্তী তারিখে প্রকাশ করা হয়েছে বলে প্রমান করতে পারেন। তাই লেখাটি অমুক সাইটে আগে প্রকাশিত হয়েছে তারিখ মিলিয়ে দেখেন টাইপের কথাবার্তা বলে সময় নষ্ট করার দরকার নাই। আপনার যদি লেখালেখির হাতযশ থাকে তবে সবাই সেটা কোন না কোন সময়ে জানাজানি হবে। নিন্দুকদের জাস্ট এভোয়েড করুন।
আমার ফেসবুক পেজটি বড় অসহায়। খুব সামান্য পরিমান লাইক পেয়েছি এই পর্যন্ত। আপনি কি লাইকের সংখ্যাটি বাড়াতে চান? তাহলে আমার পেজে লাইক দেন https://www.facebook.com/dokkhinabatas ।
আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।
আরে ভাই আপনি নিজেই ত আমার লেখা কপি করছেন সুধু কয়েকটা স্ক্রীন শট দিয়ে লেখাটা নিজের বলে চালিয়ে দিছেন?
দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/174211 টিউন করেছেন : স্বপন মাহমোদ | প্রকাশিত হয়েছে : 20 December, 2012 on 4:55 pm আর আপনি বলেছেন সাইট অ্যাডমিন এর কথা আমি ত আর techtunes এর অ্যাডমিন নই যে এখন পোস্ট করে আগের তারিখ দিয়ে দিছি । নিজে কিছু করার চেষ্টা করেন । বুজলেন ????