ফেসবুকে [পর্ব-০১] :: বন্ধুকে ধোঁকা দিয়ে বোকা বানান, “আরে তোমার এই লেখাটি কপি পেস্ট, আসল লেখা এই ঠিকানায়।”

এই আপনি/তুমি/তুই কেন আমার লেখা চুরি করেছেন/করেছ/করেছিস কেন? প্রশ্নটা যাকে করা হবে লেখাটা যদি তার মৌলিক লেখা হয় তাহলে প্রথমে সে অবাক হবে। তারপর বলবে তোমার কথার ভিত্তি কি? বলবে ফালতু কথা না বলে প্রমান দিন। আপনার কথার ভিত্তি কি? অরিজিনাল লেখার লিংক দেন। সে মনে মনে জানে যে আপনি সেটা দেখাতে পারবেন না। কারন লেখাটা তার মৌলিক রচনা।

আপনি তাকে বলুন, পাঁচ মিনিট অপেক্ষা করেন। আমি এখনি ফেসবুকে আপনার লেখার আসল লিংক দিয়ে দিচ্ছি। এবার ঝটপট কাজ শুরু করেন।

  • বন্ধুর লেখাটি কপি করে নিন।
  • আপনার ফেসবুকে সময়ক্রমে (টাইমলাইনে) যান।

  • স্ট্যাটাস আপডেটের নিচে তারিখ (ডেট) ক্লিক করুন।
  • যে কোন পিছনের একটি তারিখ নির্বাচন করুন।

  • এবার পাবলিশ করেন। লেখাটি যে তারিখে প্রকাশ করেছেন সময়ক্রম খুঁজে সেখানে থেকে লেখাটির ঠিকানা (লিংক) কপি করুন।
  • এবার বন্ধুকে লেখাটির ঠিকানা টিউন করে দিন।

আপনার বন্ধু যদি এই ট্রিকসের সাথে পূর্বপরিচিত না হয়ে থাকে তবে তাজ্জব বনে যাবে। তবে অসৎ উদ্দেশ্যে এই ধরণের কাজ করবেন না। আর কেউ যদি এধরণের কোন প্রতারণার শিকার হয় তাহলে তাকে এই সিস্টেমের কথা জানিয়ে দিন।  এটা আহামরি কিছু নয়। ফেসবুকের একটা ফিচার মাত্র। যেকোন লেখাকে পিছনের তারিখে প্রকাশ করা যায়। এই পদ্ধতিতে সকল ব্লগ সাইটের এডমিনগন চাইলে যেকোন লেখানে পূর্ববর্তী তারিখে প্রকাশ করা হয়েছে বলে প্রমান করতে পারেন। তাই লেখাটি অমুক সাইটে আগে প্রকাশিত হয়েছে তারিখ মিলিয়ে দেখেন টাইপের কথাবার্তা বলে সময় নষ্ট করার দরকার নাই। আপনার যদি লেখালেখির হাতযশ থাকে তবে সবাই সেটা কোন না কোন সময়ে জানাজানি হবে। নিন্দুকদের জাস্ট এভোয়েড করুন।

আমার ফেসবুক পেজটি বড় অসহায়। খুব সামান্য পরিমান লাইক পেয়েছি এই পর্যন্ত। আপনি কি লাইকের সংখ্যাটি বাড়াতে চান? তাহলে আমার পেজে লাইক দেন https://www.facebook.com/dokkhinabatas

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই আপনি নিজেই ত আমার লেখা কপি করছেন সুধু কয়েকটা স্ক্রীন শট দিয়ে লেখাটা নিজের বলে চালিয়ে দিছেন?
দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/174211 টিউন করেছেন : স্বপন মাহমোদ | প্রকাশিত হয়েছে : 20 December, 2012 on 4:55 pm আর আপনি বলেছেন সাইট অ্যাডমিন এর কথা আমি ত আর techtunes এর অ্যাডমিন নই যে এখন পোস্ট করে আগের তারিখ দিয়ে দিছি । নিজে কিছু করার চেষ্টা করেন । বুজলেন ????

    @স্বপন মাহমোদ: হা হা হা হা

      @Sheikh Miraj: কেউ বুঝে হাসে আর কেউ না বুঝে। ভাইজান কেন হাসলেন জানতে পারি?

        @এফ রহমান: মনে করেন না বুঝে…… খারাপ কি? হাহাহাহাহা

          @Sheikh Miraj: খারাপ কিছু না। কিন্তু বিনা কারনে দুই প্রকার লোক হাসে। এক শয়তান, দুই পাগল। এবার আপনি কোন কিসিমে নাম লেখাবেন বলেন? হা হা হা।

    @স্বপন মাহমোদ: ভাইজান আপনার মাথায় ঘিলু আছে বলতে হবে! আপনার মন্তব্য দেখে আমি প্রথমে টাশকি খেলাম। পানি খেলাম না। হাতের কাছে পানি থাকলে তাও এক গ্লাস খাওয়া যেত। ব্যাপারটা কি। সকাল বেলা বসে লিখলাম। দাঁড়ি কমা পর্যন্ত হুবহু এক। অবে কি এই স্বপন মাহমুদ লোকটা টেকটিউন্সের কেউ। সংশয়ে মন দোলে।

    দেখলাম মন্তব্য করেছে অনেকেই। কিন্তু টপিকের সাথে মন্তব্যের কোন মিল নেই। তখনি মাথায় বিদ্যুৎ খেলে গেল। আপনি মিয়া দারুন একখান চাল মারছেন। 20 December, 2012 on 4:55 pm তারিখে প্রকাশিত আপনার কোন লেখা সম্পাদনা করে নতুন নাম আর আমার লেখাটি কপি পেস্ট মেরে দিছেন।

    স্বপন মাহমুদ আপনাকে অভিনন্দন। আর টেকটিউন্স কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে একটি নির্দিষ্ট সময় পর লেখা সম্পাদনের ক্ষমতা প্রত্যাহার করে নেয়া হয়। ২২ জন লোক একটি লেখাকে নির্বাচিত মনোনীত করেছে আর ইনি সেই লেখাটা সম্পাদনা করেছেন। স্বপন মাহমুদের ফাঁসি হওয়া উচিত।

    @স্বপন মাহমোদ: @স্বপন মাহমোদ: @স্বপন মাহমোদ: @স্বপন মাহমোদ: টেকটিউন্সেও দেখি জোচ্চোর পোলাপান চলে আইছে। আপনার পোস্টটা যদি এই বিষয়ের উপর হয়, তাহলে কমেন্টটা গুলো অন্য বিষয়ের উপর কেনো?? পোস্টতো করেছন দেখি ২৬টা, তবুও মন-মানসিকতা এমন কেনো?? আপনার পোস্টটার url দিয়ে গুগল এ সার্চ করে দেখেন তো কি বলে?? পোস্টটা কত আগে এডিট করা হয়েছে?? বেশি কষ্ট হলে আমার screenshot টা দেখেন।
    http://i42.tinypic.com/debo75.jpg
    আমি এডমিনদের বিষয়টা দেখার জন্য অনুরোধ করলাম। “স্বপন মাহমোদ” এর মত নিম্ন-কুৎসিত মনের টিউনারদের আমরা চাই না। ধন্যবাদ।

Level 0

পিএইচপি শেখার জন্য বাংলা কথা সহ ভিডিও টিউটোরিয়াল
http://www.examanswer24.com/phptutorials.php?mid=1

Level 0

এফ রহমান ভাই আপনি স্বপন মাহমোদ ভাইকে চরম একটা ধরা দিয়েছেন । মারাত্মক মজা পেলাম । LOL LOL LOL 😀

    @neel333: আমি প্রথমে বোকা হয়ে গেছিলাম। পরে চরম মজা পাইছি।

রহমান,উনি মায়ান সভ্যতা নিয়ে একটা পোষ্ট করেছিলেন আগে।ঐ পোষ্টটাই এডিট করে আপনার লেখা কপি পেষ্ট করেছেন। 😉
স্বপন,নিজেকে খুব চালাক মনে করেন তাই না?আপনি যে কত বড় বলদ ঐ পোষ্টটা দেখেই বুঝেছি। 😐

    @Iron maiden: মন্তব্য দেখে আমারও তাই মনে হচ্ছে যে উনি সভ্যতা ভব্যতা নিয়ে কিছু লিখেছেন।

উপকারী পোস্ট। ধন্যবাদ।

ভাইয়েরা mind কইরেন না । মজা করলাম আরকি যদি কমেন্ট ছাড়া হইত তাইলে ত আপনার হার্টফেল হয়ে জেত । আপনার হার্টফেল জাতে না হয় সে জন্য এতা দিলাম আপনি সত্যিই বুদ্দিমান কমেন্ট পরে বুজে ফেলছেন ।

    @স্বপন মাহমোদ: ভাইজান আমি কিন্তু আপনাকে অভিনন্দন জানিয়েছি। হার্টফেল করার মত হার্ট নিয়ে ঘুরি না।

i m so sorry for everything মজা করতে গিয়ে যে এমন হবে তা ভাবি নাই ।

    @স্বপন মাহমোদ: ভাই আপনার মন্তব্যে যদি প্রকাশ পেত যে আপনি মজা করেছেন তাহলে কিন্তু আপনাকে এত কথা শুনতে হত না। মন্তব্যের মাঝে হাসির এমোটিকন দিলে ভালো করতেন।

Level 0

পুরাই লুল

Bishoita ro continue hole valo lagto,sheram moja paic.purai sharlok hlomes.

হায় হায়,বন্ধুর মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিলেন? 😛 😛